অভ্র কীবোর্ডের তল্পি সংস্করণ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ১০/০৬/২০০৭ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:
এসএমমাহবুবমুর্শেদ-অরূপকামাল জুটির পর অভ্র কীবোর্ডকে ধন্যবাদ জানাতে হয় আমার বাংলা ব্লগিং সহজ করে দেবার জন্য। যদিও এখন এখানে লিখছি খুব সহজে, সামহোয়্যারেও লিখি বেশ সহজে, কিন্তু অনেক ক্ষেত্রেই অভ্র ছাড়া একটু মুশকিল হয়ে যায়। আজ মেইল চেক করতে গিয়ে দেখি অভ্র কীবোর্ড তার তল্পি সংস্করণের কথা জানিয়ে মেইল করেছে। ইনস্টল করার হ্যাপা নেই, কোন ফন্ট ইন্সটল করতে হয় না, কোন অ্যাডমিন অ্যাকসেসের দরকার হয় না, কঞ্চিড্রাইভে সাথে নিয়ে যেখানে খুশি ব্যবহার করা যাবে। যারা ল্যাব, সাইবারক্যাফে বা অফিসে বসে ব্যবহার করতে চান তাদের কথা ভেবেই নাকি বানানো হয়েছে। ডাউনলোড করার জন্য এখানে যেতে বলা হয়েছে।

মন্তব্য

অরূপ এর ছবি
জরুরী পোস্ট! ধন্যবাদ! =DX ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
কনফুসিয়াস এর ছবি
হু, আমিও দেখলাম। আচ্ছা এই নিয়ে আমি বিশদ একটা লেখা দিয়েছি গুরু-তে। এখানে সেটার ইউনিকোডটা কপি করে দিবো? -যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হিমু এর ছবি
ভাই কনফু, এত প্রশ্ন কেন তব মনে? ভালো লেখা যা আছে সব ঢালো সচলায়তনে।
কনফুসিয়াস এর ছবি
দিয়া দিলাম! -যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।