হায় রে আমার মন মাতানো দেশ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ৭:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

গীতিকারঃ ?
সুরকারঃ খান আতাউর রহমান
শিল্পীঃ ?

হায় রে আমার মন মাতানো দেশ
হায় রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না?
তোরে এত ভালোবাসি তবু পরান ভরে না।

যখন তোর ঐ গাঁয়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে
হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে ঐ পুকুরে
নয়ন পাখি দিশা হারায়
প্রজাপতির পাখায় পাখায়
তাদের কথা মনে ধরে না।
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না?
তোরে এত ভালোবাসি তবু পরান ভরে না।

যখন তোর ঐ আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পসরা
নদীর বুকে হাতছানি দেয় লক্ষ ছেলে মানিক জ্বালা ইশারা
হায় রে আমার বুকের মাঝে
হাজার তারের বীণা বাজে
অবাক চোখে পলক পড়ে না
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না?
তোরে এত ভালোবাসি তবু পরান ভরে না।

Hayre Amar Mon Mat...


মন্তব্য

দৃশা এর ছবি

প্রশ্নে প্রশ্নে জর্জরিত হিমু!
প্লিজ শিল্পীর নামটা কি কোনভাবে জানানো যায়? খুব ঝানতে ইচ্ছা হচ্ছে।
----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

হিমু এর ছবি

আমি শুধু ঝানি ইনি কোনভাবেই রুমানা ইস্লাম নন। হতেই পারেন না। পিটাইলেও না।


হাঁটুপানির জলদস্যু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।