কূর্মাবতার

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছু মৌলিক ভাতঘুম
মৌলিক নিয়মে করে নিয়মিত সন্ত্রাস
যুগ যুগ ধরে,
ছোঁড়ে বল্লম
গাঁথে সময় ..এফোঁড় ওফোঁড়ে
বড়ই চাতুর্য্যে,
বড়ই খেয়ালে।
মহাকাল মরে হয় পুরাণ
কিন্তু পুরাণ কত পুরান?
আমিতো দেখি এখনো কত ভুত
বুক খুবলানো কত প্রমিথিউস
বাঁজ খাওয়া বেলেরোফোনেরা যত
বাঁচে আর উড়ে আজও কত
হার্পি আর জিউসের ভীড়ে,
যেচে ভাগে তারা পিঠ কাঁধ
নিভৃতে শত চুপ এটলাস
এসে তুলে ধরে নতশিরে
আজও হেসে, এই পৃথিবীরে।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

সত্যবচন গুলো শূল হয়ে বিঁধে, তবু বদলায় না অসভ্য বাস্তবতা।।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

খেকশিয়াল এর ছবি

বদলাবে, আসুন পিঠ কাঁধ ভাগাভাগি করি সবাই পৃথিবীর তরে।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অবনীল এর ছবি

তোর গ্রিক মিথলজীর উপর অনুরাগটা টা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, কয়েকটা শব্দের মানে জানতে চাই, কূর্মাবতার, ভুত (ভূত?), আর বাঁজ। তবে বলা বাহুল্য কবিতায় কাব্যরসের প্রাচুর্যের কোন অভাব নাই। তোকে সালাম।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

খেকশিয়াল এর ছবি

সালাম বন্ধু । পুরাণে কূর্মাবতার বিষ্ণুর দ্বিতীয় অবতার, কচ্ছপ হয়ে যে ধারণ করেছিল পৃথিবীকে তার পিঠের উপরে । বাঁজ=বজ্রপাত, জিউসের কাজ আর ভুত=অতীত=ভূত হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ভূঁতের বাচ্চা এর ছবি

কথাগুলো খুব জোড়ালো, ভাল লাগল অবশ্যই।

--------------------------------------------------------

খেকশিয়াল এর ছবি

জেনে আমারও ভাল লাগল

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নুরুজ্জামান মানিক এর ছবি

অসাধারণ ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ মানিকদা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

দারুন লিখেছেন পন্ডিত জি!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ কীর্তিনাশা জি !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

জেনে আমারো ভাল লাগল

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।