গরল নামো কলম বেয়ে
এবার আমায় মুক্ত করো।
পিঠভাঙা এক বিষের পাথর
বইছি আমি বিষণ্ণতায়
আজ সিসিফাস।
আগের জন্মে হয়তো ছিলাম নোতরদামের কুঁজো।
দিন সাতেকের না আঁচড়ানো চুলের জটা
মেঘ ভেবে যেই ভুল করেছি
হাত পেতেছি মেঘের কাছে
বৃষ্টি নামুক
বৃষ্টি নামুক।
মেঘগলা জল গরল ধুয়ে
এবার আমায় মুক্ত করো।
চর্যাবিহীন শুষ্ক অধর
কাগজ ভেবে ভুল করেছি।
সব শুষে নাও
সব শুষে নাও।
কাগজ, তোমার দোহাই কাগজ
গরল শুষে মুক্ত করো।
কাজলগলা অশ্রুমালা
গরল ভেবে ভুল করিনি।
কলম তুমি গরল ধরে
এবার আমায় মুক্তি দেবে?
মন্তব্য
নতুন মন্তব্য করুন