আঁকটোবর ২০২০, কনীনিকা

কনীনিকা এর ছবি
লিখেছেন কনীনিকা [অতিথি] (তারিখ: রবি, ০৪/১০/২০২০ - ১২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অক্টোবর ৯, আলাদিনের চেরাগ

অক্টোবর ৮, মাছ

অক্টোবর ৭, ঘোড়ার মাথা

অক্টোবর ৬, গণ্ডার

অক্টোবর ১০,১১,১২ তারিখের জন্য আঁকটোবরের বিষয় নির্ধারণ করলাম :
১০. পুরুষ
১১. পাতা
১২. পথ

অক্টোবর ৫, পিপীলিকা

বাহাদুর পিঁপড়ে, ননী ভৌমিকের অনুবাদে রুশী গল্পে রঙীন ছেলেবেলা।

অক্টোবর ৪, নারীমুখ

প্রথমে ছিল এরকম।

আরো আঁচড় কাটতে কাটতে দাঁড়ালো এই।

প্রতি বছর দুনিয়াজুড়ে সবার ইংকটোবরের আঁকাআঁকি দেখে আমার মনে বরাবরই ঈর্ষা জাগতো, তবে আমি নিজে তেমন কিছুই আঁকতে পারি না। তাই বলে শখের তো শেষ নেই। তাই হিমু ভাইয়ের আঁকটোবরের ডাক পেয়ে লজ্জার মাথা খেয়ে যা পারি তাই আঁকতে বসে গেলুম। আঁকার কোন সরঞ্জামও আমার হাতের কাছে এই মুহূর্তে নেই। তাই টুকরোটাকরা যা কাগজ পাই, তাতেই একটা আধা আধা কালি আসা জেল পেন আর পার্মানেন্ট মার্কার দিয়ে যা পারি তাই এঁকে ফেলছি।

একটা বই পড়ছিলাম, জেমস ক্লিয়ারের 'অ্যাটমিক হ্যাবিটসঃ টাইনি চেইঞ্জেস, রিমার্কেবল রেজাল্টস' - কীভাবে খুব সহজে ইতিবাচক অভ্যেসগুলোকে গড়ে তোলা যায় লেখক তা নিয়ে খুব প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন। সেই বই পড়তে পড়তেই ইংকটোবরের সময়টা কাছে চলে এসেছিল। তখন থেকেই ভাবছিলাম এই বইয়ের হ্যাবিট বিল্ডিং-এর কৌশলগুলো কাজে লাগিয়ে প্রতিদিন একটা করে ছবি আঁকার চেষ্টা করবো নাকি। এর মধ্যেই হিমু ভাই আমাকে আরেকটু উস্কে দিলেন। তারই ফলাফল হচ্ছে আমার এই আনাড়ি হাতের আঁকিবুঁকিগুলো।

অক্টোবর ৩, নারকেলগাছ

অক্টোবর ২, নৌকা

অক্টোবর ১, নাগফণী

"এই শহরের নাগফণীদের ভীড়ে
সকল কাঁটা দুমড়ে দিয়ে
এগোও আঁধার চিরে।"


মন্তব্য

হিমু এর ছবি

আঁকটোবর ১০ থেকে ১২র বিষয় তাহলে আপনিই বেছে দিন। আপনি চাইলে একটি পোস্টেই প্রতিদিনের ছবি মন্তব্যে জুড়ে দিতে পারেন; আপনি অনুরোধ করলে মডু মহোদয়েরা মূল পোস্টে হালনাগাদ করে দেবেন (যদি আপনি নিজের পোস্ট সম্পাদনা করতে না পারেন)।

কনীনিকা এর ছবি

কী কী সহজে আঁকা যায় খোঁজা লাগবে চোখ টিপি

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

সোহেল ইমাম এর ছবি

নারকেল গাছটা অদ্ভুত সুন্দর হয়েছে। এভাবে আঁকা যেতে পারে ধারণাতেও ছিলোনা। আপনার রেখার টান দেখেই বোঝা যায় আপনি ভালোই আঁকেন।

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

কনীনিকা এর ছবি

অনেক ধন্যবাদ!খুব জটিল কিছু এখনো আঁকতে শিখিনি৷ এই যেমন ৬ তারিখে গন্ডার আঁকতে হবে ভেবে এখনই আমার গলা শুকিয়ে যাচ্ছে!

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

সোহেল ইমাম এর ছবি

কনীনিকা, সহজ কিছু বিষয় দিয়েন। আপনার নারীমুখের ছবিতে রঙের ছোপ সুন্দর সামঞ্জস্য নিয়ে এসেছে। রঙের কথাটা আমার খেয়ালেই ছিলোনা। অফিসে কাজের ফাঁকে পেন নিয়ে টুকরো কাগজে আঁকিবুকি করি, রঙের কথা খেয়ালই থাকেনা।
আপনার নৌকা থেকে আইডিয়া নিয়েই আমার নৌকার ছবি দেওয়া, কৃতজ্ঞতা স্বীকার করে রাখলাম।

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

হিমু এর ছবি

বেশ হচ্ছে! ১০-১২র বিষয় বাছতে ভুলবেন না।

অতিথি লেখক এর ছবি

এই ধরনের অঙ্কনগুলো অনেক ভাল লাগে।খুব সুন্দর।

অধীতি

সোহেল ইমাম এর ছবি

কনীনিকা এ কি করলেন!! বেশতো ছিলো পুরুষ, পাতা; কিন্তু ’পথ’ দিয়েতো রথের চাকাই ভেঙ্গে দিলেন। পথ আঁকা কি সহজ?

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

কনীনিকা এর ছবি

আমি তো ভাবলাম 'পথ' পেয়ে সবাই খুশিই হবে। যত মত তত পথ! যে যার পথ আঁকবে৷

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

হিমু এর ছবি

গণ্ডারের বিহ্বলতা নিজেরে অপমান, গণ্ডারের কল্পনাতে হয়েন্না ম্রিয়মান, আআআআআ।

মন মাঝি এর ছবি

উফ, দারুন!!! শেষের দিকের কিস্তির মধ্যে (অক্টো ৬, ৭, ৮) গণ্ডার, ঘোড়ার মাথা আর মাছ দারুন লেগেছে! চলুক চলুক হাততালি

****************************************

মন মাঝি এর ছবি

ছাত্রজীবনে ননী ভৌমিকের অনুবাদের দারুন ভক্ত ছিলাম। রুশী রূপকথাগুলি তো পড়েছিই, পরে রুশ সাহিত্যের ক্লাসিকগুলিও প্রথমে বাংলা অনুবাদেই পড়েছি। আনা কারেনিনা পড়েছিলাম ননী ভৌমিকের অনুবাদে, খুব আশা ছিল ওয়ার এ্যান্ড পিস আর ব্রাদার্স কারামাজভও উনি অনুবাদ করবেন। কিন্তু উনি তো করেনই নাই, রাশিয়ান কোনো প্রকাশণা সংস্থা থেকে এগুলির কোনো বাংলা অনুবাদই বোধহয় বের হয়নি। উনি ছাড়াও তখন অরুন সোম আর হায়াৎ মামুদও অনুবাদ করতেন, কিন্তু ননী ভৌমিকের মত কোনোটাই লাগত না!

****************************************

সোহেল ইমাম এর ছবি

আপনার গণ্ডার, ঘোড়া, মাছ, চেরাগ সব গুলোই দারুণ। চলুক

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।