অবশেষে দ্বিধারা ছাই হয়ে যায়...

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শনি, ০২/০২/২০০৮ - ১২:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"লিখবো বললেই তো আর লিখা হয় না। হয় নাকি?"
"কেমন করে জানি বলো হে আমার আমি, যতক্ষন না লিখি!
how can I know I can do it until I do it?"

বাতাসে ভেসে বেড়ানো শব্দতরঙ্গের আবেশ
আচ্ছন্ন করে রাখে আমায়-
এক অমোঘ নিয়তি।
তুমি শব্দটা বড্ড ছুঁয়ে যায়,
হৃদস্পন্দন গতি পায়।
তরঙ্গায়িত আবেশের ঘোরে আপন সত্ত্বা জ্বালাই,
কালিমা বাগানে এক টুকরো শুভ্রতার আলোক।
সেই শুভ্রতাটুকু আজ তোমায় দিলাম, হে তুমি!
আলোয় আলোয় ভরে উঠুক তোমার জীবন-
এ আমার স্বপ্ন,
আর আশীর্বাদ।।

১ ফেব্রুয়ারি ২০০৮ @ ০১:০১


মন্তব্য

শ্যাজা এর ছবি

লেখাটা নিরালা ঘরে একলা জ্বলা প্রদীপের মত লেখাটা।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

মৃন্ময় আহমেদ এর ছবি

চমত্‌কার মন্তব্যের জন্য ধন্যবাদ।।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।