ক্লান্তি আর আমি

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: সোম, ০৩/০৩/২০০৮ - ৫:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক্লান্তি চুমু এঁকেছে কপালে-
(পরম যত্নের সেই আদর,
শিহরণ সমগ্র সত্ত্বা জুড়ে)
অবসর মিলে না কোনো।
কোথাও যেতে ইচ্ছে করে না
কিছু করতেও মন চায় না।।

গানের কথা ভেসে আসে
অন্তরাত্মা হতে-
বিবাগী মন নিয়ে জন্ম আমার...

শুধুই বলে,
আমায় ডেকোনা, ফেরানো যাবে না..

আমি বলি,
নই আমি কোনো ফেরারী পাখি-
সাধারণ মানব হয়ে উড়াই ঘুড়ি
নাটাইবিহীন, কোনো সুতো নেই।
জীবন, ক্লান্তি আর আমি।
আমৃত্যু, ক্লান্তি আর আমি।
অতঃপর অনন্ত গহ্বরে..


মন্তব্য

শেখ জলিল এর ছবি

এই যে ঘোরাঘুরি, এই যে ক্লান্তি...এটাইতো জীবন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।