আঁধারের আলো

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: সোম, ০৫/০৫/২০০৮ - ৩:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আলো বড্ড চোখে লাগে
আঁধারের তৃপ্তির আবেশ।
দিনবদলের আলো স্নিগ্ধ
মায়া তরান্বিত হয়
সুদূরে নিয়ে চলে
সত্ত্বাকে দূরতম রহস্যে
ব্যস্ততার গ্লানি যায় মুছে
দেহের ক্লান্তি অস্পৃশ্য।

আলোতে কোনো ভয় নেই
আঁধারে কোনো পাপ নেই
তবুও পাপের ভয় নিয়ে এ বাঁচা
আলো আঁধারের মিশেল সময়ে
কখনো ভোর,
কখনো বা গোধূলি বেলা।।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।