কোনো আক্ষেপ নেই নীরবতায়...

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শুক্র, ০৮/০৮/২০০৮ - ১২:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক'দিন কাব্যের মাঝেই আছি
অদৃশ্য শব্দাবলীর কোলাহলে
কাব্যিক নিউরণ জেগে ওঠছে
তাদের সুপ্তাবস্থা ত্যাগ করে...

আমি বড্ড আহ্‌লাদিত চিত্তে
শব্দখেলায় মুদে আছি নির্জনে
অসহ্য ভীড়ের অগোচরে একা
চিরচেনা অগমপথের অভিসারে...

লক্ষাধিক নিউরণ এখনো ঘুমে
অজানা দীর্ঘপথ পথিককে খুঁজে
নির্বাক তাকিয়ে রই শূন্য চোখে
কঠিন অধ্যাবসায়েই সবাই জাগে।।।


মন্তব্য

শ্যাজা এর ছবি

মৃন্ময় বোধ হয় বহুদিন পরে লিখল!


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

মৃন্ময় আহমেদ এর ছবি

হু.. হু..

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।