শিরোনাম নেই

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: মঙ্গল, ১২/০৮/২০০৮ - ৫:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

চয়নিক বাতুলতা সযত্নে যাই এড়িয়ে
গুরুগম্ভীর পদাবলী কড়া নাড়ে না;
ব্যবহারিক শব্দাবলীর ভীড় এখানে
জানি অবিনশ্বর সত্য-
তীর্থের বসবাস এ নশ্বর বাস্তবতায়।

প্রাত্যহিক জীবনের পথে হোঁচট খেয়ে
হঠাৎযদি থেমে যাই (যেতে তো হবেই!)
শুধু জেনে নিও দায়ভার রেখে যাইনি
অব্যক্ত অগণিত শব্দাবলীর কোলাহলে
আমার এপিটাফে কোনো বর্ণও নেই-
সাদা পাতায় লিখে নিও যা কথা ছিলো।


মন্তব্য

জল এর ছবি

ভালো লাগলো।

মৃন্ময় আহমেদ এর ছবি

ধন্যবাদ।।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

শেখ জলিল এর ছবি

পরপর বেশ ক'টি কবিতা পড়লাম মৃন্ময়ের।
কবিতার এ উত্তরণ বেশ মুগ্ধ করে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মৃন্ময় আহমেদ এর ছবি

শেখ জলিল,
অনুপ্রেরণা আর আপনাদের দারুণ সকল লেখাই এই উত্তরণের কারণ।

ধণ্যবাদ।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।