স্মৃতি, দেনা পাওনা

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: রবি, ০৫/০৪/২০০৯ - ৯:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মনোনদী
উথাল পাতাল
লাঞ্চিত বঞ্চিত
লেনাদেনা

আসা-যাওয়ার জীবন- অর্থহীন
দাগ রেখে যাওয়া- অনন্য পূণ্য
ধের্য্যশূন্য তেজ পাপ- আত্মা আহত
বিদগ্ধ চিত্ত হোক ঈশ্বর সমর্পিত

প্রদীপ অন্তরালের শীতলতা হই
কেনো শুধু শুধু জ্বলে জ্বলে ওঠা!!


মন্তব্য

অনিশ্চিত এর ছবি

দ্বিতীয় প্যারার প্রথম দু'লাইনের সাথে শেষ দু'লাইন একেবারে বিপরীত হয়ে গেলো না?
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

মৃন্ময় আহমেদ এর ছবি

হু.. এজন্যই তো আশ্চর্যবোধক চিহ্ন!!

হাজারদুয়ারী মনন, এই তো জীবন।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।