নিয়ম নেই

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: সোম, ২৬/১০/২০০৯ - ৮:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সীমানা পেরিয়ে ওপারে যাই- প্রতিনিয়ত
এপার পড়ে থাকে বর্তমান নিয়ে- তথাকথিত
অতীতের বাস্তবতায় ঘটচলমান ম্লান- নিয়তি
ভেবো না যেনো- আকাশ চিড়ে স্বর্গদ্বারে ভবিষ্যত!

সাদাকালো স্বপ্নে রঙীন ছুটির খোঁজ- কাঙালপনা
আকাশ জুড়ে প্রার্থনার আর্তনাদ- ঠুনকো বিশ্বাস
যাপিত জীবন কেবল দ্বিধা- অজানায় স্বার্থপরতা
সংশয় সংকোচের কপটতায় প্রতারণা- অবিশ্বাস
হাসতে মানা নেই, কান্না কেবল অরণ্যে রোদন... ...

শুদ্ধ বিশ্বাস- অপূর্ব হাসি-কান্না জন্ম-মৃত্যু ও জীবন।।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভালোই তো। খারাপ কি!
মহসীন রেজা

মৃন্ময় আহমেদ এর ছবি

খারাপ অনেক কিছুই!!

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

অতিথি লেখক এর ছবি

তাই নাকি। দিশাতো পাইলাম না!!

মহসীন রেজা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।