প্রতিমুহূর্তের ভাবনাগুলো

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: বুধ, ০৮/০৮/২০০৭ - ৮:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

আমার আগমনে স্বাগতমের ধ্বনি শুনি
আমি যে বসে বসে প্রহর গুনি
আসবে একদিন মৃত্যুর স্বাগতম বাণী
মৃত্যুসূধায় জীবনের গান আনি।

২.

রৌদ্রদগ্ধ বলো আর বৃষ্টিস্নাতই বলো
পথ হাঁটা তো অনেক হলো
পথের শেষে আঁধারে ফুটেছে আলো
এবার প্রাণের মশাল জ্বালো।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

প্রথমটায় ধাক্কা খেলাম, দ্বিতীয়তে আশাবাদ...

ভুল সময়ের মর্মাহত বাউল

হাসান মোরশেদ এর ছবি

মৃন্ময় আহমেদ ও শেখ জলিল দুজন কবিই ছন্দের ব্যপারে খুব সচেতন ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মৃন্ময় আহমেদ এর ছবি

ধন্যবাদ দিচ্ছি পাঠকদের।

"মাটি খুব শান্ত, খনির ভেতর দাবদাহ"

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।