ইনফ্রারেড

নাজমুস সামস এর ছবি
লিখেছেন নাজমুস সামস [অতিথি] (তারিখ: শনি, ১৫/০৮/২০০৯ - ৭:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইনফ্রারেড // নাজমুস সামস
( সবজান্তাকে)

দুটি মন এক করে দেওয়ার জন্য
এই যে ইনফ্রারেড
চুমু স্হানান্তর করে

তার মন রমে নক্সিকাঁথা বিছিয়ে
বসে আছে শক্তিশালী অন্য অন্তর আবার!

জানি তার আকর্ষণে হারিয়ে যেতে পারে ক্ষীনতনু তোমার

তবুও হৃদয়ে হৃদয় প্লান্ট করতে গিয়ে আমরা
কেবলই মাৎস্যন্যায়ের শৈবাল শিকার হয়ে যাই
অনুবাদ করে যাই দুটি মনের এক না হওয়ার
কোমল দু:খ ভরা গুনাই বিবির গান

অথবা দরগা শরীফের রেহেলে
রেখে যাই হৃদয়ের প্লাস মাইনাস করা ভলিউমসমূহ


মন্তব্য

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

শেষের দিকে এসে আর কিছু গড়ে উঠলো না। অথচ শুরুটা মনলোভা।

সবজান্তা এর ছবি

বাপরে ! আমারে উৎসর্গ করলেন ! ডাঙ্কে ফর দ্যাট !

কবিতাটা ভালো লাগলো, তবে মধ্যসমুদ্রের কোলে- এর সাথে আমি কিছুটা সহমত। শুরুতে যে আশা জাগে, শেষে আর তা পূর্ণ হয় না। কবিতার শেষটা নিয়ে আবার ভেবে দেখতে পারেন।


অলমিতি বিস্তারেণ

নাজমুস সামস [অতিথি] এর ছবি

ধন্যবাদ আপনাকে। আরেকবার পড়ে দেখবেন কি? দেখুনতো কবিতা আর কিছু বলে কিনা।
নাজমুস সামস

নাজমুস সামস [অতিথি] এর ছবি

এই জন্যইতো ব্লগে দেওয়া। আপনাদের তাৎক্ষনিক মতামত পাওয়া যায়। আবশ্যই ভেবে দেখব।
নাজমুস সামস

অতন্দ্র প্রহরী এর ছবি

শুরুটা ভালো ছিল...

স্হানান্তর - স্থানান্তর
নক্সিকাঁথা - নকশী কাঁথা
ক্ষীনতনু - ক্ষীণতনু

নাজমুস সামস [অতিথি] এর ছবি

কনভার্টে অনেক সময় সমস্যা হয়ে যায়। তবু ণ এর ব্যাপার আরো সতর্ক হব। ধন্যবাদ আপনাকে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।