মেঘে আর বাগান ফোটে না

নাজমুস সামস এর ছবি
লিখেছেন নাজমুস সামস [অতিথি] (তারিখ: বুধ, ০৩/০২/২০১০ - ৪:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মেঘে আর বাগান ফোটে না
কষ্ট ফোটে বিরহ ফোটে
না পাওয়ার বেদনা চিন্তা হয়ে ফোটে
আন্ত:নগর নারী ফোটে

যমুনা নদীতে পারাপার ফোটে
কালাবদরে বাস ফোটে,স্কুটার ফোটে,রিক্সা ফোটে
জন্মনিয়ন্ত্রনে জেব্রাক্রসিং ফোটে

ব্লাড ক্যান্সারের বারান্দায় পিজি লতিয়ে ওঠে
নিংরানো স্বপ্নেরা কায়া হয়ে যায়
জানালা রোদে দুই শালিক ঠোঁট খোটে

মেঘে বাগান ফোটে না
বৃষ্টির ঘ্রানে তাপ শুকিয়ে যায়
স্যাঁতস্যাঁতে ছায়ায় মাখামাখি রোজ


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আন্ত:নগর নারী!!
খাইছে... বই আসতেছে নাকি? ম্যালাদিন পরে কবিতা দেখলাম?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নাজমুস সামস এর ছবি

ধন্যবাদ!!

তানবীরা এর ছবি

কবিতা ভালো লেগেছে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নাজমুস সামস এর ছবি

ধন্যবাদ!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।