ভবিষ্যৎ দ্রষ্টা খনা

নাজমুস সামস এর ছবি
লিখেছেন নাজমুস সামস [অতিথি] (তারিখ: সোম, ২৮/০৯/২০০৯ - ৫:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

যদি বর্ষে মাঘের শেষ
ধন্য রাজার পুণ্য দেশ
-খনার বচন

ভবিষ্যৎদ্রষ্টা খনা লিখলেও লিখতে পারেন একখান কলাপাতা!

প্রতিদিন ভোর দেখার বদলে আমরা
একদিন উৎসব করে ভোর দেখতে পারি
আসমানী রঙ এর চা এর আমন্ত্রণ নিয়ে
সেই যে খনা উঠে বসলেন ধুমপায়ী গাড়িতে

তারপর থেকে প্রতিদিন খনা শাড়ি পাল্টায়
ঘুমিয়ে পড়া সেইসব শাড়ি নিয়ে
আমরা বর্তমান টাইম মেশিন পাড়ি দেই

এবার তাহলে খুলে ফেলি খাম
সংকেত দেয়া এইসব বারমাসের নামের মধ্যে
কোথাও রক্ত নেই!
শরীর ছাড়া রক্ত চললেও জীবন চলে না
অতএব খুলে দেয়া এইসব লোমকূপ বেয়ে
প্রতিদিন যেসব রোদ বের হয় তার চাদরের
ঝুলিয়ে দেয়া তাপে দূরছাই কোন আয়োডিন থাকে না


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

মনে হয় কিছু কিছু শব্দ তুমি জোর করে বসিয়ে দাও। কবিতার ক্ষেতে তুমি অমিত সম্ভাবনাময় চাষী। কিছু বাছাই বীজের চাষ দাও।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নাজমুস সামস [অতিথি] এর ছবি

তুমি যদি আরেকটু ঝেরে কাশতা তাহলে ভালো হত। কবিতা রহস্যময়ী। কবির উপর সে সবচেয়ে বেশী রহস্য করে।তাই এখনো বনলতা সেনের রহস্য খুজি!শ্রাবস্তী শব্দের অর্থ বুঝতে আমাকে ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে।
ধন্যবাদ তোমাকে।

শাহেনশাহ সিমন এর ছবি

আমিও টুটুল ভাইয়ের সাথে একমত।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নাজমুস সামস এর ছবি

টুটুল এর ২টি ভাগ ছিল কোন ভাগের সাথে একমত?
ধন্যবাদ।

রেজুয়ান মারুফ এর ছবি

'একদিন উৎসব করে ভোর দেখতে পারি'

কিছু দিন আগে ভোর দেখে চমকে উঠেছিলাম, ভোর যে কি রকম - এক রকম ভুলেই যেতে বসেছিলাম। কবি, একটা আয়োজন করেন- সবাই মিলে ভোর দেখি!

------------------------------------------------------------
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।

আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।

নাজমুস সামস এর ছবি

আয়োজনটা কোথায় করব ঢাকায় না লন্ডনে?
ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লাগলো।

নৈশী।

নাজমুস সামস এর ছবি

ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।