প্রণয়ালাপ

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: শুক্র, ০৫/০২/২০১০ - ১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

ওই চোখের সীমা
কাজলরেখায়
যতন করে টানা,
এই পলক তবু
থমকে থাকে
মন শোনে না মানা,
মুগ্ধ সময়
হারায় কোথা
তাও হল না জানা...

২.

তোমার গানে আমার প্রাণে
জাগলো এ কি ঢেউ,
মন সায়রে উঠলো জোয়ার
দেখতো যদি কেউ,
বুঝতো তবে অনুভবে
কেমনে আছ মিশে,
হৃদয় কেমন তোমার টানে
নিত্য হারায় দিশে...

৩.

হালকা শীতের পলকা হাওয়ায়
উড়ছিল চুল, লাগলো বেশ,
চোখের ভাষায় কাব্য ছিল
রইলো মনে তারই রেশ!
মুখের কথায় কী আসে যায়
মনের গাড়ি এমনি চলে
হাতের ছোঁয়া না যদি পায়
চোখ তো মনের কথাই বলে...


মন্তব্য

সাবিহ ওমর এর ছবি

আমি কি দাওয়াত পাবোনা??? অমি তুমি জনস্বার্থে মূল ব্যাপারটা ধীরে-সুস্থে ঘটিও। সচলায়তন আরো কবিতা চায় আর আমি দাওয়াতটা চাই...পিলিইইইইইইজ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।