নয়া ছিঃনেমা : দি বেড বাগ- যহন ছারপুকা আইল

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: বুধ, ০২/০৬/২০১০ - ১১:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আবার বরিশাল। বরিশালে একটানা পাঁচবছর আমি নদীতে কাটিয়েছি। ঝড়ে-জলে-বন্যায় ভোর ৬ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সন্ধ্যা নদীতে দেখেছি লঞ্চের ঢেউয়ে ইলিশ লাফ দিয়ে নৌকায় উঠে পড়েছে। কয়েটি লাফ দিয়ে থেমে গেছে। হায় সেসব দিন!!
আমার বয়স্ক বন্ধু সুলতানউদ্দিন আখুঞ্জীর বলা গল্পগুলো ছিল আমার জন্য অন্যরকম পাওয়া। পায়াভারী নয় মোটেই। একটি আখুঞ্জীনামা পড়লেও পড়তে পারেন:

নয়া ছিঃনেমা : দি বেড বাগ- যহন ছারপুকা আইল

একবার টহি (টকি) দ্যাকপার গেইসি। পাতারহাডে তহনো গানদী বাবুর লঞ্চ আহে নাই। গয়না নৌকায় আইয়া পড়ছি। সদোর রোডে টহি হাউস। নয়া বই- কানেচোন মালা। বিলাক এন্ড হোআইড।

কানচোনরে সাপে কাডছে। মহা হৈ চে গটোনা। মালার অবোস্তা টাইট। কড়ি চালান হৈচি। কড়ি ফালাইয়া ফালাইয়া যাইতাছে। সাপরে দৈরা আনছে। কয়, বিষ তোল।

সাপ পায়ে মুক ডুবাইয়া চুইষা চুইষা বিষ তুলতাছে। বয়ংকর দিরিশ্য। হাতে কেলাপ। গাম দিয়া জ্বর ছাড়ল।।

দেহি, পাশের ছিডে মোর উনি চউক মুছতাছে আর কানতাছে। ডেকসি উঠ্যা পড়ছে। মাইয়া মাইনসের মন। খুব নরোম।
কইলাম, কানতাছো ক্যান?
উনি কথা কয় না। খালি কান্দে। মহা জামেলা।

কই, কান্দো ক্যান। কানচোন বাইচা উডছে। হাসো। এহুন সবাইতো হাসতাছে। আর এইডা হাচা না, টহি, ইসটোরী।
মোর উনি উইডা পড়লেন। কইলেন, টহি ফহি না। ছারপুকা। ছারপুকায় কামড়ায়।
বোজেন ঠ্যালা। ইজ্জত কা সওয়াল। মুই কানে দরছি। জেবনে আর টহি না।

টহি বদলাইয়া হুনছি এহুন ছিঃনেমা হৈচে । বিডিও হৈচে।

হেইদিন গরমে বিমরি খাইতাছি। ছোডো নাতনি আনজুম বিডিও দ্যাখতাছে। নয়া ছবি-- এক টাহার খালা।
হডাৎ আনজুম চিক্কুর পাইড়া উডলো, বাগ। বাগ।

মুইতো বয়ে মরি। এই ডাহা শহুরে আবার বাগ আইলো কুনহান থেইক্যা। তাও আবার ৬ তালার উপ্রে! সব্বোনাশ। কামড়াইলে বেপদ।

আনজুম হাইসা কৈল, ভয় খাইসো, দাদায়?
--বয় খামু না? বাগ বৈল্যা কথা। বাগ না, ব্যা..ব্যা..গৃ..ব্যাগ..রো।
না, না। ব্যাগরো হৈব ক্যান। টাইগার হৈব ক্যান। এই দ্যাহো- আনজুম কী এটটা হাতের তালুতে আইনা চউকের সামনে মেইলা দরলো। দীরে দীরে দেহি, ও খুদা, এ যে দেহি মোগো পুরানো ছারপুকা। রক্ত খাইয়া ডোল।

আনজুম গোস্বা কইরা কয়, উহুম। দাদায় ইসমার্ট হও। এইটা ছারপুকা নয়। বেড বাগ। বেড বাগ।

কততো দিনইতো বদলাইয়া গেইলো।
ব্যাডা, ছারপুকার কুনো বদল নাইক্যা!


মন্তব্য

গৌতম এর ছবি

ফেসবুকে, অধুনা সচলায়তনে আপনার লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ি। কিন্তু স্বীকার করি, আপনার অধিকাংশ লেখাই বুঝি না। এই লেখাটা মনে হয় বুঝতে পারলাম, আর বেশ ভালো লাগলো।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কুলদা রায় এর ছবি

স্যরি। আপনি বুঝতে পারছেন না--এটা আমারই দোষ। লেখার প্রধান গুণ সারল্য--এটা অর্জিত হয় নাই। আমি দুঃখিত। তবে চেষ্টা করা যেতে পারে। ধন্যবাদ।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

গৌতম এর ছবি

আরে না! কী যে বলেন! এটা পাঠকের ব্যর্থতা! পাঠককে অনেক সময় লেখকের লেখা বুঝতে পারার উপযোগী হতে হয়!
...আপনার লেখা ভালোলাগে। ভালোলাগে বলেই পড়ি। এটা বলাটাই ছিল উদ্দেশ্য, বাকিটা বিধেয়। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হরফ এর ছবি

বাগ আর বাঘ-এর এই "পান"টা যে ভ-য়া-ন-ক পুরোনো মশাই, ঘুন ধরে গেছে কবেই। নতুন কিছু ভবুন না, মজা জমবে তবেই।

-----------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

সবজান্তা এর ছবি

মজাই লাগলো। কিন্তু আপনার সেই ...গোলাপের জন্য কোথাও কিছু মায়া রহিয়া গেলো...টার মতো অসাধারণ লাগলো না। আপনার কাছ থেকে সেরকম আরো লেখার প্রত্যাশায় আছি।


অলমিতি বিস্তারেণ

কুলদা রায় এর ছবি

ধন্যবাদ। পরী বিষয়ক একটি গল্প আগামীতে দেব।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অপেক্ষায় রইলাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

একবার টহি (টকি) দ্যাকপার গেইসি....

দুঃখিত... এই টহি/টকি জিনিসটা কি আমি বুঝতে পারিনি...এটা কি সিনেমা/সিনেমা হল?

''চৈত্রী''

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।