গ্যাটলিনবার্গ ২

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ১২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
গ্যাটলিনবার্গ ২

আরে আমার ফ্লিকার থেকেও দেয়া যায় কিন্তু তার লিঙ্কটায় কী যেন একটা সমস্যা, একটা @ character এসে যায়, আর পোস্ট করলে কী একটা হয়। বাংলা ইংরিজি সব সাইটেই। আবার একটা অ্যাকাউন্ট বানাবো কি না ভাবছি।

আপনি যদি মডু হন একটু দেখবেন আমার একটা সেভড পোস্ট আছে, সেটায় কী সমস্যা আছে? মানে সেইটা বার কয়েক চেষ্টা করলেও পোস্টানো গেলো না কেন।

গ্যাটলিনবার্গের ফল-এর আর সব ছবিতেই চেনা মানুষজন আছে ফলে সেগুলো এখানে দেয়ার মতো না। একটা ছবি লাগালাম এখানে।


মন্তব্য