মহৎ আর সুন্দর উদ্যোগ। আমার অনুরোধ, লাল আর সবুজের চিন্তা অক্ষুণ্ণ রেখে কৃষ্ণচূড়ার বদলে পলাশ বা শিমুল গাছ লাগানো হোক। কৃষ্ণচূড়া সামান্য হাওয়াতেই ভেঙে পড়ে। পলাশ আর শিমুলে প্রচুর পাখি আর পতঙ্গেরও বাস্তুসংস্থান হয়।
ব্লাড ব্যাগ দেশেই উৎপাদন জরুরি। পিভিসি আর ইভিএ দিয়ে তৈরি, অত্যগ্রসর কোনো প্রযুক্তি হওয়ার কথা না (আমার জানায় ভুল থাকতে পারে)। দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশেও বরং রপ্তানি করা যাবে। জাতিসংঘের কোনো সংস্থা বা ইয়োরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়ে বরং এই সক্ষমতা গড়ে তোলা হোক।
গতকাল (২৬ অক্টোবর ২০০৮) দৈনিক ইনকিলাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্...