রূপের ডালি খেলা

সিরাজ এর ছবি
লিখেছেন সিরাজ [অতিথি] (তারিখ: শনি, ০৯/০৮/২০০৮ - ১১:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এনা, বেনা, রেস....
কুইন্তের কন্তের জেস!
এই ছড়া কেটেই খেলত ওরা রূপের ডালি খেলা। ভাবত ওরা, ভালমানুষেরা সবাই সুন্দর আর মন্দরা অসুন্দর।
......
পাড়ার কিশোর কিশোরীরা ঐ রূপের ডালি খেলায় সাত নম্বর ফ্লাটের নিনকাকেই সবসময় "সুন্দরী" করতে চাইত। তাকে মাঝখানে রেখে সবাই তার চারদিকে ঘুরে ঘুরে তার রূপের প্রশংসা করত। নিনকা নিজেও অভিভূত হতো, উপভোগ করত বন্ধুদের মনের আয়নায় দেখা নিজের সৌন্দর্য্য।
.......

পাড়ায় নতুন আসা ঢ্যাঙ্গা ছেলেটাকে "সুন্দরী" করতে গিয়েই বাধল যত বিপত্তি। ও বললো এ ওদের এক ছেলেমানুষী খেলা। বলল নিনকাকে গিয়ে দেখতে আয়নায় কত অসুন্দর সে।
........

ভেঙ্গে গেল নিনকার রূপের ডালি, ভেঙ্গে গেল মনটা। রূপের ডালি খেলা ছেড়ে দিল সে। মা বলল, "চেয়ে দ্যাখ আমার দিকে। তুই কি ভাবিস, আমি সুন্দরী? নিনকা ভাবে, মা কি কখনও সুন্দরী হতে পারে, বা অসুন্দরী?

মন ভেঙ্গে যাওয়া মাকে খুশী করতে মাকেই "সুন্দরী" বানালো নিনকা। মাকে মাঝখানে রেখে তার চারদিকে ঘুরে ঘুরে তার রূপের প্রশংসা করতে লাগল .....
এনা, বেনা, রেস....
কুইন্তের কন্তের জেস!

আজ চারিদিকে তাকালে দেখি পরিণত মানুষেরা খেলছে "রূপের ডালি খেলা" নতুবা "বুদ্ধির ডালি খেলা"। কখনও তারা নিনকার মত বুঝবে কি রূপের স্বরূপ কোথায়, বুদ্ধির দান কোথায়?

'রূপের ডালি খেলা' ইউ. ইয়াকভলেভ এর একটি গল্প, প্রগতির 'রূপের ডালি খেলা' বই থেকে।


মন্তব্য

ক্যামেলিয়া আলম এর ছবি

গল্পটা সুন্দর ------ আপনার লেখাও-------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সিরাজ এর ছবি

-- ধন্যবাদ ক্যামেলিয়া

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

মৃদুল আহমেদ এর ছবি

রূপের ডালি খেলা আমার খুব প্রিয় একটা বই। প্রগতি এবং রাদুগা থেকে আসা প্রায় সবগুলো বইই আমার প্রিয়। চোখ বুঁজে মনে করলেই টের পাই সেই বইগুলোর ভেতরকার আশ্চর্য ঘ্রাণ।
আপনি যে প্রশ্নটা করেছেন, তার উত্তর আমার জানা নেই। নিজেদের ঘিরে অনেক সময়েই অনেক ভুল ধারণা থাকে আমাদের। এই ভুল আরো দৃঢ় হয় আশপাশের স্তাবকদের কারণে। নিজের দিকে নির্মোহ চোখে তাকাতে পারাটা জীবনের কঠিনতম কাজ...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সিরাজ এর ছবি

-- ধন্যবাদ। মধুর ভুল ধারণাগুলো আর নিঠুর বাস্তবতা, এই দুটোকেই একসাথে ধারণ করবার জন্যই আমাদের মস্তিষ্কের রয়েছে দুটি গোলার্ধ। সুস্থ জীবনযাপনের জন্য দুটোই চাই, কিন্তু একটি নিয়েই ব্যাস্ত হয়ে পড়ি আমরা অনেক সময়।

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

দ্রোহী এর ছবি

"রূপের ডালি খেলা" খেলে যাচ্ছি আজন্ম!
কখনো নিজেকে মাঝখানে রেখে কখনো অন্য কাউকে মাঝে রেখে।


কী ব্লগার? ডরাইলা?

Shourav এর ছবি

যে ন্যায়পর অজ্ঞতায় আমরা তখন ছিলাম তাতে ভালো মানুষকে ধরা হতো সুন্দর আর খারাপ কে অসুন্দর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।