রাহুর প্রেম- রবীন্দ্রনাথ ঠাকুর

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: বুধ, ০২/০১/২০০৮ - ১০:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শুনেছি আমারে ভালই লাগেনা, নাই বা লাগিল তোর।
কঠিন বাঁধনে চরণ বেড়িয়া
চিরকাল তোরে রব আঁকড়িয়া
লোহার শিকল-ডোর।
তুই তো আমার বন্ধী অভাগী, বাঁধিয়াছি কারাগারে,
প্রানের বাঁধন দিয়েছি প্রানেতে, দেখি কে খুলিতে পারে।
জগৎ-মাঝারে যেথায় বেড়াবি,
যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি,
বসন্তে শীতে দিবসে নিশীথে
সাথে সাথে তোর থাকিবে বাজিতে
এ পাষাণপ্রান চিরশৃঙ্খল চরণ জড়ায়ে ধ'রে-
এববার তোরে দেখেছি যখন কেমনে এড়াবি মোরে?
চাও নাহি চাও, ডাকো নাহি ডাকো,
কাছেতে আমার থাকো নাই থাকো,
যাব সাথে সাথে, রব পায় পায় , রব গায় গায় মিশি-
এ বিষাদ ঘোর, এ আঁধার মুখ, এ অশ্রুজল,এই ভাঙ্গা বুক,
ভাঙ্গা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি ।।


মন্তব্য

nEliMa এর ছবি

mon vabe tare ai meghla dine.....

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।