আইপিএল শুরু হওয়ার পরবর্তী ৬ বছরে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে মাত্র ২৫টা; অর্থাৎ বছরে গড়ে ৪টা। ২০১৫ থেকে ২০২৩ এর প্রস্তাবিত এফটিপিতে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলবে অন্তত ৬৪টা; অর্থাৎ বছরপ্রতি ৮টা। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস বিক্রয় করে দেয়ার প্রোপাগন্ডা ছড়ানোর ক্ষেত্রে মিডিয়া যতো সোচ্চার ছিলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সফল লবিংয়ের সংবাদের ব্যাপারে তারা ততোটাই ব্ল্যাকআউটে গেছে।