এডমান্ড ব্ল্যাক অ্যাডারঃ "কুড়াল পরীক্ষা কী রকম?"
উইচস্মেলারঃ [গম্ভীর কন্ঠে] "ডাইনী বলে কাউকে সন্দেহ হলে সেই ব্যাটার মাথা কাঠের উপর রাখি, তারপর কুড়াল দিয়ে দেই এক কোপ। যদি সে ডাইনী হয় তো কুড়াল ফস্কে যাবে, তখন তাকে পুড়িয়ে মারার ব্যবস্থা করি। আর যদি ডাইনী না হয়, তাহলে কোন সমস্যা নাই। কুড়ালে তার মাথা নেমে যাবে।"
... ... ...
হাসতেই আছি। আরো আছে, দেখে আপনারাও একটু হাসেন...
11/07/2014 - 3:52পূর্বাহ্ন
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা!
@সবজান্তা ভাই, শুইনা আমিও দুদণ্ড (চউদা ভাই দুদণ্ডের খুব খ্রাপ মানে বাইর করবেন মনে হয়) শান্তি পাইলাম। বিটিশ কমেডি আমি সবই দেখি। রিসেন্টলি দেখছি এপিসোডস, পুরা ব্রিটিশ না যদিও।