"দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি।
সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?"
এমন একটা কাজই করেছে ভারতের একটি আদালত 'ইণ্ডিয়ান্স ডটার' সম্প্রচার নিষিদ্ধ করে।
২০১২'তে জ্যোতি নামের মেডিক্যাল স্টুডেন্ট দিল্লীতে জঘন্যতম বর্বরতা ও গ্যাং রেইপের শিকার হয়ে মৃত্য বরণ করে।
তাকে নিয়ে বিবিসি'র এই ডকুমেন্টারী।
08/03/2015 - 2:54পূর্বাহ্ন