বিপদে পড়েছি বাপু! সচলভর্তি পড়ুয়া আর তাদের পেটভর্তি জ্ঞান। নিম্নের লাইনগুলি শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। কৃপা করিয়া কেউ কি বলিবেন লাইনগুলি তাঁহার কোন রচনা হইতে নেওয়া ? আগাম ধন্যবাদ দিয়ে রাখলাম

' যেমন করেই দেখ প্রকৃতি বলে দিচ্ছে যে, বাইরের কাজ মেয়েরা করতে পারবে না। যদি প্রকৃতির সেরকম অভিপ্রায় না হত, তা হলে মেয়েরা বলিষ্ঠ হয়ে জন্মাতো। যদি বল, পুরুষদের অত্যাচারে মেয়েদের এই দুর্বল অবস্থা হয়েছে, সে কোন কাজেরই কথা নয়।'
রবিবুড়োর পত্র - রমাবাইয়ের বক্তৃতা-উপলক্ষে।
সাথে কুলদা রায়ের লেখায় অভিজিৎ-এর মন্তব্যটাও (মন্তব্য নং-৩) পড়তে পারো। লিঙ্ক দিলাম।
http://www.sachalayatan.com/porimanob/35345
তার পরে, যদি ছবি দেখতে সময় এবং ইচ্ছে থাকে, ৪ নং মন্তব্যে নুরুজ্জামান মানিক যা লিখেছেন - রবীন্দ্রনাথ নিয়ে মুক্তমনার আয়োজন-Tagore without Illusion (লিঙ্কটাও দিয়ে দিলাম এখানেই), সেইখানে বাঁদিকের স্তম্ভে, দ্বিতীয় সারি, প্রথম লিঙ্ক (Rbai-1)
http://www.mukto-mona.com/literature/tagore/