মর্যাদা মস্তকে নয়, পদে। তাই জ্যেষ্ঠ অধ্যাপকের উপরে আরেকটা অধিজ্যেষ্ঠ অধ্যাপকের পদ তৈরি করে তাঁকে জ্যেষ্ঠ সচিবের সমান "মর্যাদা" দেওয়া হোক। দেশে জ্যেষ্ঠ সচিব যদি চারটা থাকে, অধিজ্যেষ্ঠ অধ্যাপকের পদও সব মিলায়ে চারটা করা হোক।
বুদ্ধি ভালো। সাপ লাঠি উভয়েই অক্ষত থাকবে। উল্টো ৪জনের একজন হতে খাদেমদারির নতুন ফ্রন্ট খুলে বসবে বুড়ো প্রফেসররা। দেশে পপকর্ণ প্রডিউসারদের উপরে পড়বে বাড়তি চাপ।
http://bangla.bdnews24.com/bangladesh/article1090785.bdnews