পিচ্চিপোস্ট ২: লাইনঘাট
আপনি জানেন কি, গুগল ও বিং ম্যাপের অভাবে ইংরেজ ওলন্দাজ ইত্যাদি ইয়োরোপীয় জাত সমুদ্রপথে ভারত আসতে ব্যর্থ হয়। সাগরের অধিপতি জাত ছিল পর্তুগীজ, তারা একচেটিয়া ব্যবসা কায়েমের জন্য মানচিত্র, বিবিধ বন্দরের তথ্য, মৌসুমি হাওয়ার লাইনঘাট সবই লুঙ্গির তলে গোপন রাখে।
কিন্তু ১৫৯৬ সালে লিন্সখ্যোতেন নামক গোয়া ঘুরে যাওয়া ওলন্দাজ “পথে যা দেখেছি” টাইপ বই ছাপিয়ে ফেলেন আর পর্তুগীজ লুঙ্গির জারিজুরি ফাঁস হয়ে যায়।
08/11/2017 - 4:50পূর্বাহ্ন
চট্টগ্রাম ছিল এই অঞ্চলের Porto Grande। এরচেয়ে বেশি ভেতরে ঢোকার ক্ষমতা তৎকালীন ইউরোপীয় ডাকাতদের হয়নি কয়েকটি কারণে। যথাঃ উপকূলীয় অঞ্চলে মগ জলদস্যুদের দোর্দণ্ড প্রতাপ, নদীবিধৌত অববাহিকা অঞ্চলে ডাকাতি করতে গেলে বা আরও ভেতরে ঢুকতে গেলে যে ছোট আকারের জাহাজ লাগবে সেটা যোগাড় করার ডিফিকাল্টি, অববাহিকা অঞ্চলের নাব্যতা সম্পর্কে না জানা, এই অঞ্চলের জোয়ারভাটা-ভরা কটাল মরা কটাল সম্পর্কে বিস্তারিত না জানা, উপকূলীয় অঞ্চলের জনপদগুলো ছোট ছোট ও বিচ্ছিন্ন হওয়ায় বড় আকারের রাজাকার গ্রুপ তৈরি করতে না পারা ইত্যাদি ইত্যাদি।
@হিমু ভাই, গোয়ার পর্তুগীজ চিটাগাং এর পর্তুগীজরে কিঞ্চিৎ লোয়ার কেলাশ ট্রিট করত শুনছি। গোয়ার লোক এরশাদ হইলে চিটাগাং এর লোক এরশাদ শিকদার টাইপ। বড়চোর ছোটচোররে ডাকে নুংরা ডাকাইত। সার্চ কইরা কিছু পাইলাম না লিন্সখ্যোতেন চিটাগাং নিয়া ঠিক কী কইছেন। উনি কেমনে চিটাগাং বানান করছিলেন (চাটগাঁও, চাটিগাও, সাটগাও, পোর্তো গ্রান্দো...) পারলে একটু জানায়েন আবার খুঁইজা দেখবনি।
চিটাগাং নিয়া পচুর কথা আছে ফ্রাঁসোয়া পিরার্দের জবানিতে।
@নীড় সন্ধানী, চিটাগাং এর কথা বাদ দেন পুরা বাংলাই ছিল মোগল ফিরিঙ্গি সবার কাছে বিষম বিপদের জায়গা। শাজাহানের আগ পর্যন্ত বাংলায় মোগল পজিশন মানে ৯০% সম্ভাবনা বাদশা আপনার উপর খেইপা চানাচুর
@পাণ্ডবদা, "পর্তুগীজ চোরদেরকে বাড়ির রাস্তা চিনিয়েছে আরবের কিছু মুর্খ বাটপার।"... এইটা নিয়া একসময় খুঁজে দেখতে হচ্ছে।
মোদীর ভাইয়েরা ইদানীং দাবী করছে মোম্বাসা না যেন মালিন্দি থেকে জনৈক গুজরাতী বেনিয়া ভাস্কোকে পথ দেখিয়ে নিয়ে এসেছিল।
@হিমু ভাই এবং নীড় সন্ধানী ভাই, প্রথম খণ্ড ৯৫ পাতা। চাটিগান। মেসেজ রিসীভড।
@পাণ্ডবদা, আল কাসিমির সুলুকসন্ধানের জন্য ঘনঘন মোবারকবাদ ও মোরব্বা। ভাইসাহেবের আরব পাইরেসি ইন গালফ বইটা আমিও পাইলাম না, তবে উনার অন্য এক পুস্তক Memorandum for Historians on The innocence of IBN MAJID ভগ্নাংশ পাইলাম। সেইখানে আল কাসিমি আল কাহিনী এবং মোদির ভাই কি কাহিনী একই মনে হইল। আল কাসিমি কইতেছেন পর্তুগালের এক পুরাতন লাইবিরিতে প্রাপ্ত ষোড়শ শতাব্দীর পর্তুগীজ ঐতিহাসিকের মতে, মালিন্দি হতে ভাস্কোর ট্যুর গাইড কনক বা গনক নামধারী জনৈক গুজরাতি ব্যক্তি।
@নীড় সন্ধানী ভাই, জার্নাল তো এক পর্তুগীজেরই লেখা। সে কইতেছে মুর আর আল কাসিমির পর্তুগীজ কইতেছে গুজরাতি গণক। হ্যাশট্যাগ পেজগি।
@সত্যপীর, আল-কাসিমীর গবেষণার এই সূত্রটির কথা পড়েছি, কিন্তু বিস্তারিত না। ফলে পুরোটা না পড়ে 'জনৈক পর্তুগীজ ঐতিহাসিকের' ওপর আস্থা আনতে পারছি না। ইব্নে মাজিদ ভিন্ন আরব গাইডের কথা আল-কাসিমীর আগেও পড়েছি, কিন্তু তার কোন কিছু এখন মনে করতে পারছি না।
সূয়েজ খাল কাটার আগে বা সূয়েজ এলাকা হাঁটা/উটপথে পাড়ি দিতে অনাগ্রহী/অসমর্থ (ট্যাক্সের কারণে বা লোকাল আরব/ইহুদী/ফিলিস্তিনি জলদস্যুদের কারণে) বণিকের দল ঝটিকা/উত্তমাশা অন্তরীপ ঘুরে ইউরোপ-এশিয়া বাণিজ্য করতেন। এই বাণিজ্যের প্রায় পুরোটা (অন্তত পশ্চিম ভারত মহাসাগর টু ভূমধ্যসাগর/বিস্কে উপসাগর/পূর্ব আটলান্টিক মহাসাগর পর্যন্ত) ছিল আরবদের হাতে। আফ্রিকান ভাইদের হাতে সুবর্ণ সুযোগ থাকলেও তারা এটা করতে পারেননি। ভারতীয় বা পূর্ব এশীয় বণিকরা লোহিত সাগরের সীমা ছাড়িয়েছিল বা আটলান্টিক পর্যন্ত পৌঁছেছিল এমনটা জানি না। তাই আমার দৃঢ় ধারণা ইউরোপীয় চোরকে সমূদ্রপথে ভারতের রাস্তা দেখিয়েছিল বেকুব আরবরা।
বিজাপুরের সুলতান আইছিল একপর্বে। করোমন্ডেল কোস্টঘটিত মুলামুলি