আমার দেখা ঢাকা শহরের একমাত্র 'পলাশপিপল'(Thespesia populnea) গাছে ফুল ফুটেছে। এবার প্রায় মাসখানেক আগেই ফুল ফুটলো। গাছটা আছে হাইকোর্টের উলটোদিকে পূর্ত ভবনের আঙিনার উত্তর-পশ্চিম কোণে।
বাংলা উইকিতে দেখলাম Thespesia populnea'র বাংলা নাম লিখেছে 'পরশপিপুল'। এটা গাছটার হিন্দী নাম (पारस पीपल)। বাংলা নাম 'পলাশপিপল' বা 'পলাশপিপুল' বা 'বলু গাছ' সঠিক হবার কথা। মোকারম হোসেনের সংবাদ প্রতিবেদনে দেখলাম তিনি 'পরশপিপুল' বলছেন। নরেন্দ্রনাথ সেন, দেবেন্দ্রনাথ সেনগুপ্ত তাঁদের আয়ুর্ব্বেদ সংগ্রহে নামটা উল্লেখ করেছেন 'পলাশপিপুল' হিসাবে। আমি নিজে 'পলাশপিপল'/'পলাশপিপুল'/'বলু গাছ' বলতে চাই।