ভিকারুননিসা ইস্যুতে ছাত্রলীগ কোন ভূমিকা পালন করবে না?
নির্বাচনে ব্যস্ত। 08/12/2018 - 11:33পূর্বাহ্ন |
হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে পদ দেয়ার ঘটনায় যে রহিস্যির সমাধান এখনো হয়নি সেটা হল হাওলাদার কি মনোনয়ন বাণিজ্যে চাহিদার কম হাওলা করেছিলেন নাকি চাহিদার অতিরিক্ত হাওলার কারণে হাওলাদার নিঃসঙ্গ নেতার আস্থা হারালেন?
এতে বরং হাওলাদার বেঁচে গেলেন। ছয় মিলিয়ন করে দেনেওয়ালারা নিশ্চয়ই হাওলাদারের কাছে এখন মনোনয়ন চাইবেন না। নিজেদের 'ম্যাঙ্গো' ও 'গানিব্যাগ' বাঁচানোর জন্য সিএমএইচ না কোথায় যেন যাওয়া ছাড়া গতি কি! 08/12/2018 - 11:37পূর্বাহ্ন |
ইসাও তাকাহাতাকে নিয়ে ব্যানার ভালো লেগেছে। কিন্তু ৮ মাস পরে কেন?
৩টি মন্তব্যই দেখাও সঠিক। ব্যানারজিরা দলে দলে এগিয়ে আসুন। 02/12/2018 - 7:23অপরাহ্ন |
জঙ্গিদের পেছনে অর্থ ঢালার অভিযোগে বিচারের মুখে থাকা ব্যারিস্টার সাকিলা ফারজানা বিএনপির মনোনয়ন পেয়েছেন।
https://bangla.bdnews24.com/11thparliamentaryelection/article1565676.bdn... একটি সম্পূরক সংবাদঃ https://www.dhakatribune.com/bangladesh/election/2018/11/28/jamaat-to-co... 29/11/2018 - 11:49পূর্বাহ্ন |
জাপার সাংসদ শওকত চৌধুরী বলেন, মনোনয়নপ্রত্যাশী অনেক নেতা এবং তার কাছ থেকে পার্টির চেয়ারম্যান ও মহাসচিব মোটা ‘চাঁদা’ নিয়েছেন। তার অভিযোগ, চেয়ারম্যানকে ৬০ লাখ টাকা দেওয়ার পরও তার মনোনয়ন নিয়ে তালবাহানা হচ্ছে। ... শওকত বলেন, “আমি দেখে নেব। আমার টাকা ফেরত দিতে বলবেন তাকে।” https://bangla.bdnews24.com/11thparliamentaryelection/article1565647.bdn...
বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরায়। তখন খেটে খাওয়ার সক্ষমতা না থাকলে খুঁটে খেতে হয়। 29/11/2018 - 11:40পূর্বাহ্ন |