স্বাধীনতা

তানভীর এর ছবি
লিখেছেন তানভীর (তারিখ: মঙ্গল, ২৯/০৩/২০২২ - ৯:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ হয় কখন?
কখন নিঃসঙ্গ পাখি ঘরে ফিরে আসে?
ভবঘুরের জন্য কেউ কি দরজা খোলা রাখে?
কেউ কি খুঁজে পায় স্বাধীনতা---
সেটা কোথায়, কখন, কোন ভূমিতে?

যেখানে এসে হৃদয় চাঞ্চল্য থেমে যায়,
অবসন্ন মন শান্তি খুঁজে পায়,
সব কোলাহল, আর্তনাদ,মুমূর্ষু ক্রন্দন
চিরকালের মতো স্থবির হয়ে পড়ে।
সেটা কোথায়, কখন, কোন চরাচরে?

হে স্বাধীনতার ফুল,
দৃপ্ত ঠোঁটে শুধু আকন্ঠ পান করে অগণিত মৃত্যু।
কাছে এসে তবুও সরে যায় দূরে---
আমাদের শত আকুতি, মন্ত্রধ্বনি
হাজার বছর ধরে মাথা কুটে মরে।

তবুও তার গান গাই,
ক্রুদ্ধ চিত্তে আর ভগ্ন হৃদয়ে,
এই তো মহিমা তার---
ভালোবাসার মতো অধরা,
বেদনা জাগায় অনিকেত প্রান্তরে।
অবিনশ্বর তুমিঃ
আমরা তোমার জন্য কাঁদি,
আমাদের একাকীত্বেও তুমি বিস্মৃত নও।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।