০১
গত পরশু রাতে এক বন্ধু মেসেঞ্জারে নক করে একটা লিঙ্ক দিয়ে বললো, “মামা জটিল জিনিশ। মিস করিস না......”। লিঙ্কের দিকে তাকিয়ে দেখলাম একটা বিখ্যাত ইন্ডিয়ান পর্ন এবং “মাসালা” ফোরামের একটি পোস্টের লিঙ্ক। বহুকাল আগে এই ফোরামের একজন মডারেটরের সাথে এক টেকি ফোরামে বেশ সখ্যতা হয়েছিলো, ওর অনুরোধেই কয়েকবার গিয়েছিলাম এই ফোরামে। যাই হোক, বন্ধু মানুষ যখন এতবার বলছে মিস না করার জন্য, আমিও খুবই আ...