নিশ্চয়ই। তা বটে। খাসা বলেছ। তা তো দু'একটা খেতেই হয়। আররেহ্ মান আর সম্মান... দুইটা শব্দ। দেখো তা সেদিন চৌধুনীদের বাড়ির পাশে পাওয়া গেল বেজায় এক হাতি। তার দাম নাকি লাখ নয়, কোটি। দশ জনে মিলে তবে তো শোয়ালো; গায়ের রং? খচখচে তোয়ালো। সেকী ! রং হবে না কেন? জীবনে শোননি? ওর কথা বোলো না মুখ খারাপের লাগি; ব্যাটা একটা ল্যাংড়া আমের আঁটি। লোক এনেছি; কালকের কাগজে দেখ। বুঝেছ? বেশ তো! তুমি লাইনের আছ হে! তোমার...