Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা'র লেখা

কবি-তা ১০: [এটা আমার লেখা না। (তাই আমার ওপর রাগ করা চলবে না।)]

সাইফুল আকবর খান এর ছবি
লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: বিষ্যুদ, ২০/০৮/২০০৯ - ৬:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

চেরাগ ঘষার মতোন যখনই
শূন্য সাদা কাগজে ঠুকেছো
অস্থির খোলা কলম তোমার,
আমি ধরা দিয়েছি সকল
উচ্ছ্বাস, উদ্বেগ, অনিদ্রায়।
যখন যাকে ভেবেছো চেয়েছো
হৃদয়ের গভীর কাছে,
ছুঁতে চেয়ে, পেয়ে-না-পেয়ে
যতোবার চেয়েছো আমার হাত-
ধরিয়ে দিয়েছি
সেই প্রিয়েরও হাত আর মন।
সে-ও যেদিন অক্লেশে ছেড়ে, ভুলে
চ'লে গ্যাছে, দূরের কোনো কূলে-
ডাকতে না ডাকতে
আমিই মিলেছি ছন্দে অন্ত্যমিলে,
মাথা থেকে হাত, আঙুল ...