দেশের গানঃ যদি মরণের পরে কেউ প্রশ্ন করে

নিঘাত তিথি এর ছবি
লিখেছেন নিঘাত তিথি (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ২:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথাঃ মোহাম্মদ রফিকুজ্জামান
সুরঃ খন্দকার নুরূল আলম
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

যদি মরণের পরে কেউ প্রশ্ন করে
কি দেখেছি?
আমি বলব চোখের কাছে নাও না জেনে
ওখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি।।

প্রশ্ন করে যদি কি পেয়েছি আমি সারাটি জীবন
বলব নাও না পড়ে আমার এ মন
এ দেশের মানুষের ভালোবাসা পেয়ে
বুকের ভাষায় কাব্য লিখেছি।।

প্রশ্ন করে যদি কি দিয়েছি আমি বিনিময়ে তার
বলব মৃত্যুকে শুধাও এবার
এ দেশের প্রয়োজনে জীবন দিয়েও
মরণজয়ী হাসতে শিখেছি।।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

প্রজাপতি [অতিথি] এর ছবি

তিথি আপু আপনার সাথে যোগাযোগের ঠিকানা না পেয়ে এখানেই লিখলাম। আমি সচলে কিছুদিন হলো এসেছি। অনেকদিন শুধুই পাঠক হিসেবে থেকে কয়েকদিন ধরে লেখালেখি করার অপচেষ্টা করছি। নিক হিসেবে কেন জানি প্রজাপতি নামটা মাথায় ঢুকে গেল। এখনো অতিথি হিসেবে সক্রিয় হয়নি। আজকেই শিমুল ভাই ও ধুগোদার কাছ থেকে জানলাম আপনি আগে এই নামটা ব্যবহার করতেন। তাই আপনার অনুমতি চাইতে এলাম,
আপনার আপত্তি থাকলে আমি অন্য নাম ব্যবহার করবো। আমার কোন অসুবিধা নেই, আমাকে জানিয়েন আমি খুশি হবো।

শুভেচ্ছা রইলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।