কথাঃ মোহাম্মদ রফিকুজ্জামান
সুরঃ খন্দকার নুরূল আলম
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
যদি মরণের পরে কেউ প্রশ্ন করে
কি দেখেছি?
আমি বলব চোখের কাছে নাও না জেনে
ওখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি।।
প্রশ্ন করে যদি কি পেয়েছি আমি সারাটি জীবন
বলব নাও না পড়ে আমার এ মন
এ দেশের মানুষের ভালোবাসা পেয়ে
বুকের ভাষায় কাব্য লিখেছি।।
প্রশ্ন করে যদি কি দিয়েছি আমি বিনিময়ে তার
বলব মৃত্যুকে শুধাও এবার
এ দেশের প্রয়োজনে জীবন দিয়েও
মরণজয়ী হাসতে শিখেছি।।
|
মন্তব্য
তিথি আপু আপনার সাথে যোগাযোগের ঠিকানা না পেয়ে এখানেই লিখলাম। আমি সচলে কিছুদিন হলো এসেছি। অনেকদিন শুধুই পাঠক হিসেবে থেকে কয়েকদিন ধরে লেখালেখি করার অপচেষ্টা করছি। নিক হিসেবে কেন জানি প্রজাপতি নামটা মাথায় ঢুকে গেল। এখনো অতিথি হিসেবে সক্রিয় হয়নি। আজকেই শিমুল ভাই ও ধুগোদার কাছ থেকে জানলাম আপনি আগে এই নামটা ব্যবহার করতেন। তাই আপনার অনুমতি চাইতে এলাম,
আপনার আপত্তি থাকলে আমি অন্য নাম ব্যবহার করবো। আমার কোন অসুবিধা নেই, আমাকে জানিয়েন আমি খুশি হবো।
শুভেচ্ছা রইলো।
নতুন মন্তব্য করুন