কালের ছড়া - ১৯

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ০৫/০৫/২০০৮ - ২:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

“বুদ্ধিখেকো” মানুষগুলো
দেশ ও জাতির দুর্দিনে
রাতের বেলা আপোষ করে
পাল্টে ফেলে সুর দিনে !

বিবৃতিতে সই করে তা
পাঠায় সকল দৈনিকে
বক্তৃতা দ্যায় “দু:শাসনের
শিকার বলেন হইনি কে!”

আসতে থাকে প্রতিবাদের
নিত্য নতুন ফর্মুলা
(জনগণের সামনে গিয়ে
সংস্কারের ধর মুলা..)

আমরা ভাবি সুদিন বুঝি
দরজাতে এ্যাই নক করে
এখন দেখি অন্ধকারই
বাড়ছে এদের চক্করে!

০৫ মে ২০০৮


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি
অতিথি লেখক এর ছবি

কী দারুণ, কী দারুণ
শব্দের শক্তি
খাসা কথা শুনে জাগে
অন্তরে ভক্তি।

সালাম জানাই গুরু
আরো আরো লেখা চাই
আজকাল সাহসীর
খুবই কম দেখা পাই।

আপনার লেখা পড়ে
মনে পাই জোড়
চিৎকার করে বলি -
'সব শালা চোর'।

আমি মনে পাই জোড়...

সৈয়দ আখতারুজ্জামান

শেখ জলিল এর ছবি

ঝাক্কাস!
( ু এবং ূ -এর একটু হেরফের আছে)

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

দ্রোহী এর ছবি

..................................চমৎকার ছড়া।

ঝাক্কাস!
( ু এবং ূ -এর একটু হেরফের আছে)

সহমত হাসি

কি মাঝি? ডরাইলা?

খেকশিয়াল এর ছবি

জটিল !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

যথারীতি জোশ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍।

আপনার ছড়া পড়ার সময় আমি প্রথমে উপভোগ করি ধ্বনিমাধুর্য। তারপর আবার পড়ার সময় মন দিই বিষয়ে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ আলবাব ভাই ও খেকশিয়াল ছড়া পড়ে মন্তব্য করার জন্য
জলিল ভাই ও দ্রোহী ভাই আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা উ-কার ও ঊ-কার এর হেরফের ধরিয়ে দিয়েছেন তাই (এখন বোধ'য় ঠিক আছে)!
সন্ন্যাসীদা, আপনার মন্তব্য আমাকে উত্সাহ দেয় সবসময় ।
আর আখতারুজ্জামান ভাই কেন যে নিয়মিত ছড়া পোষ্ট করেন না আমি বুঝিনা !
সবাইকে আবারও ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

আকতার ভাই, আমার সাহস সংগ্রহীকরণ প্রক্রিয়া চলছে........

সৈয়দ আখতারুজ্জামান

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

(বিপ্লব)

মৃদুল আহমেদ এর ছবি

আকতার ভাই... সুন্দর ছড়া, তবে ছন্দে একটু গরমিল আছে! "জনগণের সামনে গিয়ে সংস্কারের ধর মূলা!" লাইনটায় হাল্কা একটু ফাঁক থেকে যায় না?
একটা "ই" (কথার কথা) দিলে কিন্তু গ্যাপটা চলে যায়... অর্থাত্ জনগণের সামনে গিয়ে সংস্কারেরই ধর মূলা!
রাগ করলেন না তো আবার? ভালোবাসি বলেই ভুল ধরি...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

মৃদূল ভাই, মন্তব্যর জন্য ধন্যবাদ । রাগ করিনাই বস..যারপরনাই কৃতার্থ হয়েছি !
ছড়াটাতো ৪+৪ এবং ৪+৩ এইভাবে এগিয়েছে
জনগণের সামনে গিয়ে সংস্কারের ধর মূলা"
আমি আসলে "সংস্কারের" শব্দটাকে ভেঙ্গে চার মাত্রার করে উচ্চারণ করতে চেয়েছি (সং+অস্কারের). সে ক্ষেত্রে "ই" যোগ করলেই বরং ছন্দ পতন হতো !
বুঝেছি, এই ছড়ারও সংস্কার জরুরী হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আসলে কে কোন শব্দ কীভাবে উচ্চারণ করে অভ্যস্ত, সেটার ওপরেই নির্ভর করে এই ব্যাপারগুলো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বজলুর রহমান এর ছবি

সংস্কারবাদীর কথা যা বলেছেন সত্য
সুশীল, সুজন, উর্দিপরার চলছে কি দৌরাত্ম!
কিন্তু এরা ফেল মারলেও ফিরবে নিয়ে আত্ম
খুন-চৌর্য-তস্করতার পুরাতন রাজত্ব।

আকতার আহমেদ এর ছবি

আকতার আহমেদ লিখেছেন:
মৃদূল ভাই, মন্তব্যর জন্য ধন্যবাদ । রাগ করিনাই বস..যারপরনাই কৃতার্থ হয়েছি !
ছড়াটাতো ৪+৪ এবং ৪+৩ এইভাবে এগিয়েছে
জনগণের সামনে গিয়ে সংস্কারের ধর মূলা"
আমি আসলে "সংস্কারের" শব্দটাকে ভেঙ্গে চার মাত্রার করে উচ্চারণ করতে চেয়েছি (সং+অস্কারের). সে ক্ষেত্রে "ই" যোগ করলেই বরং ছন্দ পতন হতো !
মনে হচ্ছে, এই ছড়ারটাও সংস্কার জরুরী !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।