অপেক্ষা

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বুধ, ১৯/১২/২০০৭ - ১০:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমরা যারা শিখিনি চাষবাস ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
ইস্পাতের নলের ভেতর গরম বারুদ
রাজন্যের তোষামোদে যারা আজো অপটু
প্রতিঘাতে ক্ষরণে যারা বিপন্ন শামুক
আমাদের পকেট-ভর্তি ফুল পাখি লতার বিষাদ
আমরা অপেক্ষায় আছি
পরাক্রান্ত খামে করে আসবে খাদ্য ো রোদ


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

একদিন এক অলৌকিক ডাক শুনেছিলেন রবীন্দ্রনাথ
যার ফসল ডাকঘর
আমরা কি এই পরাক্রান্ত ডাকের অপেক্ষা থেকে তেমন কিছু পেতে পারি?

ঝরাপাতা এর ছবি

"নিখিলের গ্রন্থি উন্মোচন করে কবে আসবে সেই মহাপুরুষ,
যার অনিবার্ণ আলোকে ঝলসে যাবে আমার নিখিলের পৃথিবী,
পুড়ে যাবে যত নষ্ট কষ্টের ভাগাড়?"

দারুন ভালো লাগল।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

শেখ জলিল এর ছবি

ভাঙছে বাড়িঘর, ডুবছে ফসলের ক্ষেত
হচ্ছে না তবু শেষ অপেক্ষার প্রহর....
.....বেশি বেশি কবিতার পোস্ট চাই।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অপেক্ষায় এতটা দিন-মাস-বছর গেলে কেটে। তবুও অপেক্ষায় নাই খেদ। অপেক্ষায়..

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।