হালচাল

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: শনি, ০৯/০২/২০০৮ - ১:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকাল বাদ পরশু হাজির এক্জামিনের পাল
কিন্তু মোটে জুতসই নয় এই আমিটার হাল
ইয়াবড় সব বইকিতাবের পাই না কোন তাল
অবস্থাটা ঝড়তুফানে ঘরের ফুটা চাল

তার উপরে প্রশ্ন আউট,টোকাটোকির ভয়
কুটুম্বিতার খুটির জোরে রেজাল্ট ভালো হয়
সবখানেতে চাচা-মামা কানেকশনের জয়
মিছেই শুধু বেগার খাটা,মেধার অপচয়

বছর কয়েক কলেজ কলেজ আসা যাওয়ার খেল
রাজনীতিতে জ্বালাও-পোড়াও,মাস তিনেকের জেল
সম্ভাবনার বেকার জীবন,আকাশ কুসুম বেল
বাদ দিয়ে কী ভিসা নেব,সোনার হরিণ তেল?

রক্তে কেনা স্বাধীন দেশের অবস্থাটা এই
আমার মতো হাজার হাজার,সব দিকে যার নেই

২৮-০৮-১৯৯১


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

ভাল্লাগলো।

কিন্তু রচনার তারিখ ২৮-০৮-২০০৮ গোলমেলে লাগছে!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাততালি

আচ্ছা, নিচে লেখা । ২৮-০৮-২০০৮ । এটা কি? রচনাকালের টাইপিং মিসটেক? নাকি ভবিষ্যতের জন্য অন্যকিছু?

আহমেদুর রশীদ এর ছবি

রচনা কাল ঠিক করে দিয়েছি।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

লুৎফুল আরেফীন এর ছবি

বাইরে আসার আগে পর্যন্ত বাইরেটাই বেশি সুন্দর ভায়া।
এসে পড়লে আবার দেশপ্রেম চাঁড় মেড়ে উঠবে। সুতরাং ভাবিয়া.....করিয়া ভাবিও না।

এক পশলা উপদেশ ঝেরে ফেললাম, মাইন্ড খাইয়েন না।
খাইছে

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

ফকির ইলিয়াস এর ছবি

ভালো লাগলো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।