অন্তর্জাল বিষয়ক পরামর্শ চাই....

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বুধ, ১৯/০৩/২০০৮ - ১২:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি ব্রডব্যান্ড লাইন ইউজ করি। কিন্ত অবস্থা যা'তা।
সিম মডেম ইউজ করলে ভাল হবে কি না-এ ব্যাপারে অভিজ্ঞদের পরামর্শ চাই।

---------------------------------------------------------

আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

ভালো বুদ্ধি পেলে আমাকেও দিও
আমাকেও একেকজন একেক কথা বলে
কেউ বলে সিটিসেল ভালো
কেউ বলে গ্রামীণ
কেউ বলে ঢাকা ফোন
কেউ বলে.....

কোনটা যে ভালো কে জানে

আহমেদুর রশীদ এর ছবি

এই জন্যই তো উন্মুক্ত পরামর্শ আহ্বান।
আছেন কী কেউ সুহৃদ..........

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

তারেক এর ছবি

আমি মাঝে মাঝে টেলিটক ইউজ করি... পিক আওয়ারে স্পিড যা তা... অফপিকে মোটামুটি ভাল। তবু ইউজ করি কারণ পয়সা খরচ কম হয়। টেলিটক কর্পোরেটে খরচ আরো কম। ভ্যাটসহ ৭০০টাকার মত পড়ে... সেই সিম আবার খুচরা পাওয়া যায় না। কর্পোরেট প্যাকেজ ১০ টা একসাথে কিনতে হয়... আমি সেই সিম যোগাড়ের ধান্ধায় আছি।
আমার যতদূর ধারণা ব্যাটারা শেয়ার্ড লাইন দেয়। একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট ক্যারিয়ারের গ্রাহক বেশি হইলে স্পিড কম পাওয়া যাইব, আর কম হইলে বেশি.. খাইছে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সময় এর ছবি

ওয়ারিদ

আহমেদুর রশীদ এর ছবি

স্পিডের জন্যই এত আয়োজন......
স্পিডের খবর চাই সাথে খরচের হিসাব

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

শিক্ষানবিস এর ছবি

ঢাকার ভিতরে তো গ্রামীণের বিকল্প নাই। সব চিন্তা বাদ দিয়া গ্রামীণ নিয়া ফেলেন। জিপিআরএস মডেম হলে নাকি ৩০ কেবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যায় গ্রামীণে। টেলিটকে সর্বোচ্চ ৭-৮ কেবিপিএস পাবেন। আমি টেলিটক ইউজ করি। সার্ভিস ভালো না টেলিটকের। মাসের ১০ দিনই ঠিকমতো কানেকশন আসে না।

টাকার হিসাব অনেকটা এরকম:-
টেলিটক প্রিপেইড: মাসে ৯২০ টাকা
গ্রামীণ পোস্ট পেইড: ১৩০০ টাকা
ডিজুস প্রিপেইড: ১১০০ টাকা
একটেল পোস্ট পেইড: ৭০০ টাকা

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমি দেশে থাকতে গ্রামীণ পোস্টপেইড ইউজ করতাম ... জিপির স্পীড খানিকটা ডিপেন্ড করে কোথা থেকে ইউজ করা হইতেছে তার উপরে ... আমি মহাখালী থাকতাম ... গত বছর মে-জুন নাগাদ স্পীড পাইছি গড়ে ৮-১০ কেবি(বড় বি)পিএস ... সেটা নভেম্বর-ডিসেম্বরে কমে ২-৩ কেবিপিএসে নামছিলো ... ভোর চারটার পরে অবশ্য প্রায়ই বেড়ে ৬-৭ এ পৌছাইত ...

৩০ কেবিপিএসের কথা যে বলছে সে বড়সড় চাপা মারছে হো হো হো

জিপির লাইনের সুবিধা হইলো সার্ভিস ডাউন হয় না কখনো, মাসের তিরিশ দিনই নেটে কানেক্ট করা যায় (একটু বৃষ্টি হইলেই কিন্তু ব্রডব্যান্ড নাই হয়ে যায়)... আর নেটওয়ার্ক কাভারেজ ব্যাপক, ঢাকার যে চিপাতেই থাকেন লাইন পাবেন ...

অসুবিধা হইল খরচ বেশি ...

ওয়ারিদের নাকি স্পীড ভালো, ইউজ করে এমন কারো কাছ থেকে খোঁজ নিয়া দেখতে পারেন ...

সিটিসেলেরও স্পিড ভালো, কিন্তু ডাউনলোড লিমিট আছে (যদিও নর্মাল ইউজারদের জন্য স্পীডটা কম না, আপ্নি যদি টরেন্ট দিয়া মুভি না নামান তাহলে এই লিমিট ঠিকাছে) ... তবে সিটিসেল ইউজ করতে হইলে অবশ্যই আলাদা মডেম কিনতে হবে ... জিপি বা ওয়ারিদ হইলে সেটা জরুরী না, এজ এনেবলড মোবাইল সেট থাকলেই চলবে (নেট ইউজের সময় সেটে কল আসে না, এটাও বিবেচ্য হাসি )

আর আমি নিজে আলাদা এজ মডেম আর এজ এনেবল্ড সেট দুটাই ব্যবহার করছি, স্পীডের ব্যপক কোন পার্থক্য চোখে পড়ে নাই ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

শিক্ষানবিস এর ছবি

আসলে লাইনটা লেখার পরই বুঝতাছিলাম যে বড়সড় চাপা হয়ে গেছে। কবে কখন কে জানি বলছিলো, জিপির সার্ভিস সেন্টারে এজ মডেম দিয়া ৩০ কেবির মতো স্পিড হয়। ঐটারেই একটু অতিরঞ্জিত করছি মনে হয়। আমি ইউজ করি নাই। তাই ভালো জানি না।

অতিথি লেখক এর ছবি

আমি সাভার এলাকায় গ্রামীণ দিয়ে ৩৪ কেবি পর্যন্ত ডাউনলোড স্পীড পেয়েছি।
গ্রামীণের এজ কাভারেজ যেসব এলাকায় আছে, সেখানে অসাধারণ স্পীড পাই। যেখানে এজ নাই, সেখানে প্যাকেট ডাটা নিজে থেকে জিপিআরএস এ চলে যায়। তখন স্পীড একটু কমে যায়। তাই... নো চিন্তা.. ডু ফুর্তি উইথ গ্রামীণ। কারণ, বর্তমানে গ্রামীণ ছাড়া অন্যকারো এজ সাপোর্ট নেই বাংলাদেশে।

আরেকটা কথা, যদি এজ এনাবল্‌ড মোবাইল সেট ব্যবহার করে নেটে ঢুকেন, তখন এজ নেটওয়ার্কের আন্ডারে ডাটা ট্রান্সফার চলাকালীন সময় (ডাউনলোড) মোবাইলে কল আসবে না। কেউ কল করলে মোবাইল বন্ধ বলবে।

আপনার ক্ষেত্রে যদি ভয়েস কল জরুরী হয়, এক্ষেত্রে দুটি অপশন আছেঃ
০১. ৬০০০-৬৫০০ টাকা দিয়ে একটা এজ মডেম কিনে সেটা দিয়ে ব্যবহার করুন।
০২. ৮০০-৯০০ টাকা দিয়ে একটা সেকেন্ডহ্যান্ড নোকিয়া ১১০০ কিনে সেটাতে আপনার রেগুলার সিমটি ব্যবহার করুন।
আমি ২য় অপশনটাই নিয়েছি। দেঁতো হাসি

---------------
কুচ্ছিত হাঁসের ছানা

অতিথি লেখক এর ছবি

আরো কয়েকটা যোগ করি আরোঃ
গ্রামীণ বিজনেস সলিউশন্সঃ ৯৭৭ টাকা (ভ্যাট সহ)
ওয়ারিদ পোস্টপেইডঃ ১১৫০ টাকা
বাংলালিংক এন্টারপ্রাইজঃ ৬০০ টাকা (সস্তার তিন অবস্থা !!!)

---------------
কুচ্ছিত হাঁসের ছানা

রায়হান আবীর এর ছবি

সিটিসেল ব্যাবহার করে দেখতে পারেন। তবে ওদের আনলিমিটেড অপসন নেই। তাই ডাওনলোড করতে পারবেননা সুখ মতো।
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

আহমেদুর রশীদ এর ছবি

এই পর্যন্ত যারা রেসপন্স করলেন-সবাইকে ধন্যবাদ।
আশা করছি আরো স্পেসিফিক ও ডিটেইল জানতে পারবো।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সবজান্তা এর ছবি

আহমেদুর রশীদ ভাই, জিপি আর এস কিংবা এজ সার্ভিস নিলেই যে আপনি ভালো নেটের লাইনে পাবেন তা কিন্তু না। ব্যাপারটার সাথে আপনার এলাকাতে কতজন ইন্টারনেট ব্যবহারকারী আছেন ( একই কোম্পানীর সিম দিয়ে ) সেটি মুখ্যত জড়িত।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগেও যখন আবাসিক হলগুলিতে ব্রডব্যান্ড কানেকশন অনুমোদন পায়নি, তখন অনেকেই গ্রামীন এর এজ ব্যবহার করত। সেটা ছিল এজের একদম শুরুর দিকে । তখন প্রচুর স্পীড পাওয়া যেত। সেকেন্ডে ১৫ কিলোবাইট চোখ বন্ধ করে। কিন্তু এখন প্রচুর ব্যবহারকারী তৈরি হয়ে গিয়েছে হলগুলিতে ( যদিও এখন ব্রডব্যান্ড লাইন অনুমতি পেয়েছে ) । তাই সেকেন্ডে চার কিলোবাইটের বেশি পাওয়া বেশ কষ্টের । এ হিসাবগুলি অবশ্য পিকটাইম মানে সন্ধ্যা এবং রাতের । অথচ এখন ঢাকার মধ্যেই এমন জায়গা আছে যেখানে ১২ কিলোবাইটের বেশি পাওয়া যায় সেকেন্ডে। হিসাবটা তাই সম্পূর্নভাবে নির্ভর করছে, কতজন ব্যবহারকারী আছেন আপনার এলাকাতে ( মানে একই টাওয়ারের অধীনে )। জি এস এম মানে জিপি, টেলিটক কিংবা অন্য যে কারো সার্ভিসে তাই কিছুটা রিস্ক থেকেই যায়। সে ক্ষেত্রে এগিয়ে আছে সিটিসেল। এদের সার্ভিস বিভিন্ন কারনেই তুলনামূলকভাবে ভালো। তবে এদের আলাদা মডেম এর জন্য কিছু টাকা গচ্চা যায়। আর এদের আনলিমিটেড বলে কিছু নেই ( সম্ভবত ) । তবে আপনি ডাউনলোড না করেন পাগলের মত, সে ক্ষেত্রে আশা করা যায়, সর্বোচ্চ ব্যান্ডউইডথ এর কোটা আপনি শেষ করতে পারবেন না।

যদি জি এস এম অর্থাৎ জিপি কিংবা টেলিটকের দিকে যান , তবে একটা দোটাণায় পড়তে পারেন, যে মডেম কিনবেন আলাদা নাকি সেটটাকেই ব্যবহার করবেন। সে ক্ষেত্রে আমার সাজেশন হবে সেটটিকেই ব্যবহার করুন। কারন আমাদের দেশে পাওয়া যাওয়া প্রায় সব মডেমই চাইনিজ মাল, যেগুলোর নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। নষ্ট হলে সম্পূর্ণ টাকাই জলে।

তবে সবচেয়ে ভালো হচ্ছে সুবোধ কোন ব্রডব্যান্ড লাইন পান নাকি তা খোঁজ করা।

আর আপনি যদি আরো বেশি টাকা খরচ করতে আগ্রহী হন, তবের নিজের মত করে ডেডিকেটেড লাইন নিতে পারেন । সেটা অবশ্য একটু খরচ সাপেক্ষ।

এর বাইরে কিছু জানতে চাইলে বলবেন। জানা থাকলে সাহায্য করবো সাহায্য করতে।

----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

আহমেদুর রশীদ এর ছবি

সার্থক সবজান্তা নামকরণ।

------------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি উত্তরায় থাকি। সেইখানে ব্রডব্যান্ড ইউজ করছি দীর্ঘদিন। বিরক্ত হইয়াই জিপি নিছিলাম। টাকা পয়সা খুব একটা হের ফের নাই... তবে আমি জিপির যেই সুবিধাটা সবচেয়ে বেশি নিতাম তা হইলো বিদ্দুত গেলেগা একঘন্টা সময় কাটানোর জন্য ইন্টারনেট একটা চমতকার বাহন ছিলো। যেহেতু কিছু করার নাই ল্যাপটবে মডেম ঢুকায়া...
আনলিমিটেড জিপি এজ ইউজ করলে মাসে হাজার খানেক টাকা খরচা হয়। তবে সুবিধা হইলো ৩০ দিন ২৪ ঘণ্টা সার্ভিস পাইবেন। পুরা মাস ভইরা একটু একটু কইরা ফ্লেক্সিলোড করলেও চলবো। স্পিড যথেষ্ট ভালো।

______________________________________
পথই আমার পথের আড়াল

ঘোড়সওয়ার এর ছবি

আপনার ডিসাইডিং ফ্যাক্টরগুলো আগে ঠিক করে নিন -

১। আপনার এলাকাগত অবস্থান
১।১ আপনার এলাকায় ব্রডব্যান্ড প্রোভাইডারদের সার্ভিস, একাধিক প্রোভাইডার আছে কিনা, ইন্সটলেসন চার্জ ফ্রি কিনা ইত্যাদি।
২। আপনার বাজেট
সব সচলদের তথ্যে আশা করি খরচাপাতি নিয়ে একটা আইডিয়া হয়ে গেছে। মাসে এক হাজার টাকা রানিং কস্ট ধরতে পারেন অ্যাভারেজ। সাথে আছে স্টার্ট আপ কস্ট - সেটা হতে পারে জিপিআর এস/এজ/এডিএসএল মডেম/কেবল চার্জ।
৩। আপনার অন্তর্জাল (শব্দটা আমার ব্যাপক পছন্দ হইছে!) ব্যবহার অভ্যাস
আপনি কি ডাউনলোড বেশি করবেন?
আপনি কি ভালো ব্রাউজিং স্পিড পেলেই সন্তুষ্ট?
সবকিছুই মোটামুটি পেলেই হলো

অতঃপর সচলদের দেয়া তথ্যানুসারে কর্মপন্থা ঠিক করে নিন।

আহমেদুর রশীদ এর ছবি

যদি আমি মডেম নেই-
১.আমার অবস্থান শাহবাগ ও ধানমন্ডি (পি.সি)
২.প্রোভাইডারদের কথা বিশ্বাস হয় না
৩.৭০০-১০০০ মাসে
৪.সবকিছু মোটামোটি হলেই চলে। তবে মাঝে মধ্যে কিছু গ্রফিকাল এটাচমেন্ট থাকে। আর মুবিটুভি ডাউনলোডের (কালেভদ্রে) সখও হয়।
দেখি আরো কিছু পরামর্শপত্র জমা হয় কি-না।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

গৌতম এর ছবি

আমিও ব্যাপক কিছু জানলাম। দেখি এই নলেজ কাজে লাগানো যায় কি-না। আহমেদুর রশীদ ভাইজান শাহবাগে থাকেন? আমি তো ওই এলাকারই। একজনে কইছিলো অনেকদিন আগে, গ্রামীণের নেটে নাকি তার কাজ বেশ ভালোভাবে চলে যাচ্ছে। সে অবশ্য আজিজ মার্কেটের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে ব্যবহার করতো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নজমুল আলবাব এর ছবি

আমি সিটিসেলের জুম ইউজ করি। ৪ গিগার প্যাকেজ। হুয়াই মডেম। ১০৫০০ টাকা দিয়া মনে হয় নিছিলাম গতবার। মাসে ১২০০ টাকা খিলাইতে হয়।
ননটেকি মাল হিসাবে স্পিড টিড বেশি বুঝিনা। তবে ইউটিউব প্লে দিয়া ১০/১৫ মিনিট পরে আইসা দেখি রিপ্লাই চলে আসছে। তখন রিপ্লাই দিয়া দেইখা নেই।
আমার মহা টেকি শ্যালক এই মডেম দিয়া এ্যারাবিয়ান হর্সের থাইকা একটু কম দ্রুত গতিতে তার প্রয়োজনীয় সফটওয়্যার নামায়। তখন ন্যাশনাল ফোন ইউজ করি। খারাপ লাগেনা।
গত সপ্তায় ওয়ারিদ সিম নিছি। এরলগে নাকি হালকা মাত্রার ইন্টারনেট দিছে ফিরি। এখনতারি ইউজাইনাই। তাই বলতে পারছিনা।
গ্রামীন মনে হয়না ভালো হবে । মহা কমিন কোম্পানি। দেখতেই রুবাবা, কাজে মাহিমাঙ্গা

ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

দেখতেই রুবাবা, কাজে মাহিমাঙ্গা

কলরেটের দিক দিয়া আসলেই কমিন।

সবজান্তা এর ছবি

ওহ ! ওয়ারিদ আমি নিজেই ব্যবহার করে দেখেছি। ওদেরতো শুধু জি পি আর এস। এজ সার্ভিস নেই। আমি ব্যবহার করে ৫-৬ কিলোবাইটের বেশি প্রতি সেকেন্ডে পাইনি।

সিটিসেলও ব্যবহার করে দেখছিলাম। বেশ ভালই ছিল !
---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দরকারী পোস্ট ।

আহমেদুর রশীদ এর ছবি

উদ্ধৃতি
দেখতেই রুবাবা, কাজে মাহিমাঙ্গা
-জবরদস্ত
মহাকাব্য রচনা হচ্ছে দেখছি।
হোক।
আরো যার যা আছে ঝাড়ুন।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।