শিরোনামহীন

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বিষ্যুদ, ১২/০২/২০০৯ - ৫:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


মাঝে মধ্যে দুপুরগুলো খরচ করি
জিন্স ও সার্টিনে সাজিয়ে নিজেকে
সিগনালে থামা গাড়ির জানালায় টোকা দিয়ে বলি
আন্টি লাগবে....
বাজারদরের সাথে মেলাতে পারিনা আঙুলের হিসাব


একজন আমাকে মাঝে মধ্যে তুলে নেন
তার নিঃসঙ্গ ধবধবে ফ্যাটে
সামনে বসে আধ ঘন্টা কাঁদেন
ফুরিয়েছে আজকাল কাঁদবার ফুরসত


আরেকজন শহর থেকে দূরে
নিজেই ড্রাইভ করে নিয়ে যান
বাগান বাড়ির পেছনের বারান্দাটা তার খুব পছন্দ
কথা বলতে বলতে প্রচুর হাসেন তিনি
তার হাসির ঠমকে পাশের পুকুরের জলও কেঁপে উঠে


অন্ধকার থাকে তার নিজস্ব আবাসে
অন্ধকারে যদি পথ চলা যায় তবে
আলোর চেয়ে অন্ধকারই ভালো


মন্তব্য

রেজওয়ান এর ছবি

"অন্ধকারে যদি পথ চলা যায় তবে
আলোর চেয়ে অন্ধকারই ভালো"

খুব ভালো লাগল।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

অতিথি লেখক এর ছবি

কবিতাটির নামকরণ খুব ভালো হয়েছে। না হলে ছন্নছাড়া, বিষণ্ণ ভাবটা ঠিক ফুটত না।
মহাহারাজ, কলকাতা

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সবজান্তা এর ছবি

কবিতা সিরাম হইছে।

তবে মজার কথা হইলো, এই একই শিরোনামে যে সচলায়তনে কত লেখা পোস্ট হইছে ইয়ত্তা নাই, এর মধ্যে একটা আমারও ছিলো।


অলমিতি বিস্তারেণ

রণদীপম বসু এর ছবি

একই অঙ্গে এত রূপ আপনার টুটুল ভাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শেখ জলিল এর ছবি

মাঝে মাঝে এরকম ছাড়লে ভালো লাগে...

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রানা মেহের এর ছবি

প্রকাশক থেকেতো
কবি টুটুল ভাই অনেক ভালো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ।।।

জ্বিনের বাদশা এর ছবি

তাইতো বলি!! চোখ টিপি
কবিতা সেরকম হইছে ... চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আরিফ জেবতিক এর ছবি

লেখবেন কবিতা কিন্তু হইয়া বইছেন প্রকাশক ।

আপনার জীবনটা আসলেই ঠিক ফিট হইল না । ফিটার লীলেন ভাইয়ের সাহায্য নিন ।

তারেক এর ছবি

ফাঁকিবাজি আর চলবে না টুটুল ভাই। আরো আরো কবিতা পড়তে চাই আপনার।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্পর্শ এর ছবি

জীবন থেকে নেওয়া! দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মূর্তালা রামাত এর ছবি

আসলেই ভালো লাগলো।

মূর্তালা রামাত

সাইফুল আকবর খান এর ছবি

চমত্কার। আরো চাই মাঝে মধ্যে। হাসি
চলুক

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।