মির্জ্জার "আমল" নামা

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ০৭/০৭/২০০৮ - ১১:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"সাংবাদিকের কাজই হলো
পাঁচকে টেনে দশ করা
জিনিস পাতির মুল্য নিয়ে
মিডিয়াতে রস করা
রাষ্ট্র যারা চালায় তাদের
ভাগ্যটাকে টস করা !

ইচ্ছে মতো লিখতে গিয়ে
কলমটা খসখস করা
খুব সাধারণ খবরটাকে
নানান স্বাদের "সস" করা
শায়স্তা খাঁর আমল ভেবে
দাম কমিয়ে লস করা !

মওকা পেলে বশ করা"

সব বুঝে ক্যান "আমল" নিয়ে
করতে গেলেন মশকরা!

০৮ জুলাই ২০০৮


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

দারুন আকতার ভাই!!
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

ঝাকানাকা ছড়া হইছে আকতার ভাই !
দেশকে নিয়ে মশকরা করাই যেন সাধারণ ব্যাপার হয়ে যাচ্ছে।
খুব দুঃখজনক।

[ভূঁতেঁরঁ বাঁচ্চাঁ]

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... আপনের ছড়া প্রাপ্তির লোভেই দেখি দেশে নানান অঘটন ঘটাইতে হবে...
তুমুল হইছে বস...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নুরুজ্জামান মানিক এর ছবি

আমি এতক্ষন ধরে অপেক্ষা করছিলাম আকতারের ছড়ার জন্যই
********************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আকতার আহমেদ এর ছবি

অনেক ধন্যবাদ কীর্তিনাশা, অতিথি লেখক, নজরুল ভাই, মানিক ভাই ।
@নজরুল ভাই
বস.. ছড়া লেখা বন্ধ হইলে ক্ষতি নাই.. কিন্তু এসব আবাল গুলার কান্ড কীর্তি বন্ধ হইলে সবাই বাঁইচা যায়!
@মানিক ভাই..
আপনার মন্তব্য পড়ে ভালো লাগা এবং অস্বস্তি যুগপত্ কাজ করছে । কারণ ব্যস্ততার জন্য খুব বেশি যত্ন নিয়ে আজকের ছড়াটা লিখতে পারিনি । মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা !

তীরন্দাজ এর ছবি

সাবাস ছড়াকার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রেনেট এর ছবি

বেশ বেশ!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনাকে, বোধ হয়, আগেও একবার বলেছি: আপনার যে-কোনও ছড়াই আমি প্রথমে পড়ি ধ্বনিমাধুর্যের লোভে। আর দ্বিতীয়বার পড়ার সময় নজর দিই বিষযবস্তুর দিকে।

যথারীতি দুর্দান্ত।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রাফি এর ছবি

শায়স্তা খাঁর আমল

ছড়াটা মন্তব্যের চেয়েও জবাব ছাড়া।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

অভ্রনীল এর ছবি

মজা পেলাম ... খুব মজা...
______________________________________
| আমার বাংলা ব্লগ | আমার ইংলিশ ব্লগ |
______________________________________

শেখ জলিল এর ছবি

যথারীতি দারুণ!
(ছড়ায় ছন্দের আঙ্গিক, অন্তমিলের ধারাটা নিয়ে আরও পরীক্ষানিরীক্ষার অনুরোধ করা হলো।)

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
কলমটা খসখস করা
এখানে কলার খোসায় পা হড়কাইলো মনে হয়।
তা ছাড়া বরাবরে মতই সুন্দর।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রণদীপম বসু এর ছবি

বাজার ভুলে মনটা ছিলো
মনের মধ্যে বশ করা
এমন কথা বলবে কেন
যে কথাটায় কষ কড়া !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

থার্ড আই এর ছবি

দাদা আস্তে চাপুন বাঁশ খানা
পাচ্ছি ব্যথা যায় কি শোনা?
----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আকতার আহমেদ এর ছবি

সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
@জলিল ভাই
"ছন্দের আঙ্গিক, অন্তমিলের ধারা" নিয়ে পরীক্ষানিরীক্ষার উপদেশের কথা মনে থাকবে । সত্যি বলতে কী.. আলাদা আলাদা করে দেখলে ধরা পড়েনা.. কিন্তু ছড়াগুলো একসাথে করলে আমার নিজের কাছেই বৈচিত্রহীন মনে হয় বুননে । তবে ব্যস্ততা আর হেয়ালীর জন্য ঠিকমতো যত্ন নেয়া হয়না লেখার সময় । অনেকটা একটানে লিখে যাওয়া। ফাঁকিবাজির জন্য এই যাত্রায় ক্ষমা চাওয়া ছাড়া আর কোন উপায় দেখছিনা । কখনো স্থির হলে ছড়াগুলো আবার পড়ে দেখার চেষ্টা থাকবে । ভালো থাকবেন আপনি ।
সবাইকে আবারও ধন্যবাদ ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।