খোকার ছড়া

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ০৮/০৭/২০০৮ - ১০:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একদেশে এক খোকা ছিল
দুর্নীতিতে সেই খোকাটি
খুব বেশী একরোখা ছিল ।

খোকার বিশাল বাড়ি ছিল
হাল ফ্যাশনের গাড়ি ছিল
পয়সা কাড়িকাড়ি ছিল
ত্রানের টিন ও শাড়ি ছিল

খোকার আবার দাঁড়ি ছিল !

পরম সুখে খোকা ছিল
খোকার দেশের মানুষগুলো
ভীষণ রকম বোকা ছিল !

০৮ জুলাই ২০০৮


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

চাল্লু !!

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অচল আনি (সুপ্ত) এর ছবি

কড়া!!!!

কীর্তিনাশা এর ছবি

ক-----ঠি------ন !!
---------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

খোকার জন্য তো জোস ছড়া লিখলেন আকতার ভাই !
কিন্তু দুঃখ আমার একটাই, খোকাবাবুর ছড়াটা দেখা আর হবেনা !
সে ভাবতেও পারছেনা কি বস্তু মিস করল !!!!

[ভূঁতেঁরঁ বাঁচ্চাঁ]

নজমুল আলবাব এর ছবি
মৃদুল আহমেদ এর ছবি

বেশ!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

রেনেট এর ছবি

খোকা তো খোকাই। এত কিছু বুঝে নাকি?
নাহ, দুধের বাচ্চাদের নিয়ে এরকম তামাশা করা ঠিক হয় নাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আহমেদুর রশীদ এর ছবি

খোকা কি আর বোকা?

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সবজান্তা এর ছবি

খোকার কি নাক টিপলে দুধ পড়ে ? চিন্তিত


অলমিতি বিস্তারেণ

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ইলেকশানের সময় খোকা পাবলিকরে মুড়ি খাওয়ায়। জানেন? এমন একটা নিরহ মানষ্যের নামে.... একদম ঠিক না! ব্যাটায় ঢাকা শহরের কত উন্নতি করলো কেউ তো একট ট্যাকা দিলো না। চুরি না করলে বড়লোক হইবো ক্যামনে? আপনে খুবই নিটুর!

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নিঝুম এর ছবি

আপনার তুলনা আপনি নিজেই ...
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

ধুসর গোধূলি এর ছবি

- শেষে দুইটা লাইন যোগ করা যায় না আকতার ভাই!

বোকা সেই মানুষগুলোই
খোকার পোঙ্গায় বাঁশ দিল।

___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আকতার আহমেদ এর ছবি

@ধুগোদা

যাদের ভোটে বুড়ো খোকা
ইলেকশনে পাশ দিল
সে'সব বোকা মানুষগুলোই
খোকার পোঙ্গায় বাঁশ দিল

ঠিকাছে?

স্নিগ্ধা এর ছবি

আকতার - আপনি এমনকি "ছড়া কল"ও (কপিরাইট - সন্ন্যাসী মহাশয়) নন রীতিমত ছড়া mill!! কি সাংঘাতিক!

অতিথি লেখক এর ছবি

লেজুরটাও দারুন হয়েছে, ধুগোদাকে পোঙ্গায় বাঁশ দেবার বুদ্ধির জন্য অভিনন্দন।

[ভূঁতেঁরঁ বাঁচ্চাঁ]

অভ্রনীল এর ছবি

জোস... বেশি জোস...

_________________________________
| আমার বাংলা ব্লগ | আমার ইংলিশ ব্লগ |
_________________________________

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আহা... সে যে মিছিলে মাথায় রক্ত ঝড়াইলো সেই কথা লেখলেন না? তয় ভালো হইছে যথারীতি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ছড়াকলে উত্পাদন অব্যাহত থাকুক।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুশফিকা মুমু এর ছবি

ছড়া আর ছড়ার লেজ দুটোই ভাল হয়েছে খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আকতার আহমেদ এর ছবি

খেকশিয়াল, অচল আনি, কীর্তিনাশা, অতিথি লেখক, অপু ভাই, মৃদুল ভাই, রেনেট, টুটুল ভাই, সবজান্তা, জুলিয়ান সিদ্দিকী, নিঝুম, ধুগোদা, স্নিগ্ধা, অভ্রনীল, নজরুল ভাই, সন্ন্যাসী - সবাইকে অশেষ কৃতজ্ঞতা ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।