আন্দোলনের মশাল জ্বলে জাবি-তে

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শুক্র, ০১/০৮/২০০৮ - ১০:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

"সে'সব সাহসী মানুষগুলোকে, যারা সুদিনের স্বপ্ন দেখে..স্বপ্ন দেখায়"

নিপীড়নের বিরুদ্ধে আর
সত্য-ন্যায়ের দাবীতে
আন্দোলনের দীপ্ত মশাল
জ্বলছে এখন জাবি-তে ।

কাদের বিবেক কলুষতায়
সিক্ত ভীষণ জানি, কে
বাঁচাতে চায় "টিচার" নামের
হিংস্র পশু সানিকে !

হায়নাগুলো মুখোশ পরে
থাকনা যতোই আড়ালে
পার পাবেনা শক্ত পায়ে
সামনে গিয়ে দাড়ালে

ইতিহাসের সাক্ষ্য - এমন
প্রতিরোধের আগুনে
শকুনগুলোর কলজে কাঁপে
ডিসেম্বরে.. ফাগুনে.. !

০১.০৮.২০০৮


মন্তব্য

রাফি( লগইন করলাম না) এর ছবি

"ইতিহাসের সাক্ষ্য - এমন
প্রতিরোধের আগুনে
শকুনগুলোর কলজে কাঁপে
ডিসেম্বরে.. ফাগুনে.. !"

আপনাকে সালাম.. আকতার ভাই!

সুমন চৌধুরী এর ছবি
শেখ জলিল এর ছবি

মোক্ষম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ফেরারী ফেরদৌস এর ছবি

এবারের আন্দোলন সফল হোক!
নষ্ট মানুষ নিপাত যাক!

ফারুক ওয়াসিফ এর ছবি

আকতরা আহমেদ, ভাল লাগাটা অন্যরকম। তাই অন্যরকম আরেকটা ছড়া চাই, যেটা হবে আমাদের মানে পুরুষদের ভেতরে কেবল পুরুষ হওয়ার কারণেই নারীর প্রতি যে সহিংস বাসনা কাজ করে তা নিয়ে। পাব না?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

আপনার ছড়াগুলো কালের সাক্ষী হয়ে টিকে থাকবে...


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমার কথা আপনি আগে বলে দিলেন কেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জিজ্ঞাসু এর ছবি

খুব সুন্দর ছড়া। ধন্যবাদ।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুন! দুর্দান্ত লিখেছেন।

নজমুল আলবাব এর ছবি
আকতার আহমেদ এর ছবি

সবাইরে ধন্যবাদ
@ফারুক ওয়াসিফ,
ছড়া চাইয়া এই নাদান ছড়াকাররে আপনিতো পুরা লজ্বায় ফালাই দিলেন । ধন্যবাদ আপনারে.. চেষ্টা করুম বস... এরকম একটা ছড়া লিখতে পারলে আমারও ভাল লাগবো ।
ভালো থাইকেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।