একটি সন্ধ্যা

অপালা এর ছবি
লিখেছেন অপালা (তারিখ: বুধ, ১৮/০৭/২০০৭ - ১০:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

It is the hour from the boughs
The nightangle's high note is heard;
It is the hour when lover's vows
Seem sweet in every whispered word;
And gentle winds and waters near,
make music to the lonely ear.
-Byron

ঠিক এই লাইন গুলো ই কানে বেজেছে যখন টুং টুং শব্দ করে বেজে উঠেছিল দুই পিয়ানো।কখন ও এৈকতাকিন সুরে, কখন ও বা দুই জনের ভিন্ণতা নিয়ে ।এ যেন দুই শিল্পী র এক ক্যানভাসে আকা ছবি।

এই ভাললাগা শেষ না হতেই গীর্জার সেই ঘন্টাধনি বিষাদগ্রস্থতা নিয়ে বেজে উঠে সেই পিয়ানোর বুকে, মনে হয় তা নিজের ভিতর ই বেজে চলেছে।

মনে পরে সেই অশ্রু বিন্দু গুলোর কথা যা সাবার অজান্তে নিশব্ধে ঝরে পড়ে,ঝরে পরে কোন সকালে , কোন সন্ধ্যায় বা গভীর কোন রাতে, ঝরে পরে বৃষ্টির মতো ,তাই যেন সুর হয়ে কানে বাজে,কানে বাজে কেউ গুমরে কেদে উঠছে,কখনও সেই কান্নার মাঝে উকি দিচ্চে সুখসৃতি, যা দোলা দিয়ে যায় টুং টাং নরোম সুরে, চোখে ভেসে উঠে হাসি কান্নার সেই ছবি।

এভাবে ই আগায় sergey vasil'yevich Rachmaninov -এর কম্পোজিশনের সেই বাজনা।ডুয়েড বাজানো টা আমার কাছে খুব স হজ মনে হয়নি।প্রতিনিয়ত পাশের জন কে বুঝতে হচ্ছে, তার স্পীড, আবেগ কে বুঝতে হচ্ছে,বোবা ভাষায় বুঝে নিতে হচ্ছে সব।

সেই সব বুঝা পড়ায় রচিত হয় কিছু সুর,তা কখনও বিষাদময় কখনও বা আদর আদর নরম ভালবাসা, কখনও বা সমস্টিক কিছু আনন্দ যা পরের বজনায় প্রকাশিত হয় আবার ও সেই ঘন্টার শব্দে, অথচ কি ভিন্নতা এবার। শুনে ই মনে হয় চল সবাই হাতে হাত ধরে নেচে উঠি।

তখন ও বুঝিনি কি অপেক্ষা করে আছে আমার জন্য।পুরা একটা ঘটনা তুলে আনলো এই সুরে,প্রথমে মনে হলো সৈনিকরা মার্চ করছে, এটা ধীরে ধীরে মিলিয়ে গেল কিছু আন্দঘন মূহুর্তে, সেই মূহুর্তটা ধীরে ধীরে সুরেলা হতে থাকে ধীরলয়ে ।।।।।ধীরে ধীরে তাই উন্মত্ত হয়ে উঠলো সেখানে, কম্পোজার কিছু ইটালিয়ান ফোক ডান্স এর বিট ব্যব হার করেছেন সেই উন্মত্ত ভাললাগা প্রকাশ করতে।সেই উন্মত্ততা কখনও চরমে উঠে দুজনেরই, কখনও একজন,তখন পাশের জন ধীর লয়ে তাল দেন,এভাবে চলতে চলতে মনে হয় তাদের সুরের উঠা নামায় এই আমি ও উঠা নামা করছি।একসময় সব ঝিমিয়ে আসে আবার ও সেই টুং টুং শব্দ, হঠৎ করে ই মনে হয় বেজে উঠে গীর্জার সেই ঘন্টা ধ্বনি, এবার আনণ্দ বা বেদনার নয়,এবার শুধুই মনে করিয়ে দেয়া, এখন "মিডনাইট"

এভাবে কাটে একটা সন্ধ্যা কিছু সুরের সান্ণিধ্যে।


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

শিরোনামটা একটু দেখবেন কি? সন্ধ্য কি ঠিক আছে?
-----------------------
এই বেশ ভাল আছি

অপালা এর ছবি

ধন্যবাদ@ফাহা

হাসান মোরশেদ এর ছবি

হুম, এখনই সময়!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

"sergey vasil'yevich Rachmaninov -এর কম্পোজিশনের সেই বাজনা" -- খুব লোভ হচ্ছে শুনতে। লিংক দিতে পারেন?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অপালা এর ছবি

আমি অবশ্য সরাসরি শুনেছি,আমি জানি না অনলাইনে কোথায় আছে।তোবে য়ৌ টিউব এ একটা সার্চ দিয়ে দেখতে পারেন

অপালা এর ছবি

"ইউ টিউব"

রেজওয়ান এর ছবি

ভাল লাগল লেখাটি। সঙীত পারে নিজের একান্ত কিছু অনুভবকে জাগিয়ে তুলতে।

ইসি্নপসে রাখমানিনভের সঙীতটি পেতে পারেন।

×××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

অপালা এর ছবি

দন্যবাদ রেজওয়ান ভাই

অপালা এর ছবি

ধন্যবাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।