নতুন প্রদেশ!!

অপালা এর ছবি
লিখেছেন অপালা (তারিখ: মঙ্গল, ২৪/০৩/২০০৯ - ৪:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দেশ থেকে বের হোয়ে এসে দেশ নিয়ে চিন্তিত হওয়া টা কতটা যুক্তি যুক্ত ঠিক জানি না। তবু, এখন ও কিছু টান আছে, রয়ে গেছে অনেক পিছুটান, আছে ২৬ বছরের সৃতি। দূর থেকে দেখি বলে ই হয়তো, পুরা ক্যনভাস টা চোখে পড়ে। বুঝার আর দেখার সীমাবদ্ধতা হয়তো আছে, তাও মন মানে না। যখন পত্রিকায় পাতায় সরকার তোড়ে জোড়ে নিজের রক্ষাবলয় বানাচ্ছে জংনের রাস্তায়। বাকী জংনের কথা কি একবার ও চিন্তা করছে? পাকিস্তানে ও কোনো না কোন ভাবে সরকার রক্ষা করতে চেয়েছে? তাই বলে কি সরকার টিকে ছিলো? জংগীরা ঠিক ই সব অশান্ত করে রেখেছে। দেশের জন গণ নিরাপদ না হলে সরকার নিরাপদে থেকে তেমন কোন ভবিষ্যত আমার চোখে পড়ছে না। আমি শুধু পাকিস্থানের অবস্থার অনুলিপি ই দেখছি। সর্ষের ভিতরের ভূত দুর করতে না পারলে, এি সব প্রতি রক্ষা বলয় কাউকে ই রক্হা করতে পারবে না। ইতি মধ্যে ওনারা নিজেদের প্রদেশ দাবী করেছেন। তারা এই সাহস পায় কোথায়। কি আমার দেশ! কৃষি জমি র উপর ঘর করে থাকতে হয়, তার আবার আলাদা প্রদেশ। তাদের আলাদা প্রদেশ দেয়া মানে তাদের এই কার্যক্রম এবং ইসলামের নামে আনইসলামিক কার্মকান্ড কে মেনে নেয়া। তারা তখন লিগেলী বাংলাদেশ এ থেকে দেশের উপর বোমাবাজী করবে। বোমাবাজী করে নিজ প্রদেশ এ চলে যাবে। কত সুখ। দেশের ভিতর নতুন দেশ তৈরী করা। ভাবতে ই গা শিউরে উঠছে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।