সপর্ক!!

অপালা এর ছবি
লিখেছেন অপালা (তারিখ: বুধ, ১০/১২/২০০৮ - ১:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবার ই অতীত থাকে, কারো কারো অতীতে থাকে গভীর দাগ। সেই দাগ ভুলে সে বর্তমান রচে। যে তার রচনার সাথী হয় তার সামনে কি পাশের মানুষটার অতীত কোনো প্রভাব ফেলে না? আমার মনে হয় ফেলে। এক সাথে থাকা , বা চির জীবন এক সাথে কাটিয়ে দেবার মতো সংসার যখন করতে চায় মানুষ, প্রতি নিয়ত তাকে তার সঙী কে বেছে নিতে হয়। চারপাশের পৃথিবীর হাজারো সঙীর ভিড়ে বার বার এক জন কে ই বেছে নিতে হয়। বার বার নিজেকে বুঝাতে হয়, অনেক সীমাবদ্ধতা থাকার পর ও তার পাল্লা টাই ভারি। এই প্রতিনিয়ত বেছে নেয়ার ভীরে সঙির অতীত মনে পড়ে যেতে ই পারে। কিন্তু এই অতীত তখন ই প্রকট হয়ে বিধে যখন নিজের ইচ্ছা গুলো সেই সঙির দ্বারা ই হয় অবদমিত। যখন স্বপ্ন গুলো কল্পনায় ই থেকে যায়।

আর একটা চড়ম বিষয় হলো, ছেড়ে যাওয়া কোনো একটা পন্থা মেনে নিয়ে পথ চলা শুরু করলে, ছেড়ে যাওয়ায় গিয়ে ই হয়তো সব শেষ হবে। আবার এমন ও হতে পারে, যেকোন সময় তো ছেড়ে যাওয়া ই যাবে, দেখা যাক কি হয়, এটা হয়তো কোনো কাগজ কে অক্ষত রাখতে পারে, আদৌ কি কোন সম্পর্ক ওখানে থাকে?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।