শব্দভাণ্ডার - হ

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: সোম, ১২/০৫/২০০৮ - ১১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হইচই হইহই হইহল্লা হওন হওয়া হওয়ানো হওয়াবার হংস হংসগামিনী হংসদূত হংসধ্বনি হংসনাদ হংসবাহিনী হংসমালা হংসমিথুন হংসরথ হংসরূঢ়া হংসিকা হংসী হংসোদক হকচকানো হকদার হকদারি হকহকিকতনামা হকার হকি হকিকত হকিয়ত হকিস্টিক হকুক হক্কানি হজ হজম হজমি হজরত হজরবজর হজিমত হজিরা হঞ্জি হট হটতে হটবার হটরহটর হটলাইন হটানো হটাবার হটালে হটিয়ে হটে হট্ট হট্টগোল হট্টতা হট্টন হট্টবিলাসিনী হট্টমন্দির হঠ হঠকারিণী হঠকারিতা হঠকারী হঠযোগ হঠযোগী হঠাৎ হড্ডজ হড্ডি হড্ডিক হড্ডিকা হড়কাতে হনূ হড়কানো হড়কাবার হড়কালে হড়কিয়ে হড়কে হড়পা হড়পি হড়বড় হড়বড়ানি হড়বড়ানো হড়বড়িয়ে হড়রবড়র হড়হড়ে হড়হাভাতে হড়াৎ হণ্ডা হণ্ডিকা হণ্ডী হত হতগর্ব হতগৌরব হতচকিত হতচেতন হতচ্ছাড়া হতজ্ঞান হতত্রপ হতদরিদ্র হতদর্প হতধী হতপ্রায় হতবল হতবাক হতবুদ্ধি হতভগ্যা হতভম্ব হতভাগা হতভাগি হতভাগিনি হতভাগ্য হতমান হতশ্রদ্ধ হতশ্রদ্ধা হতশ্রী হতাদর হতাশ হতাশা হতাশ্বাস হতাহত হতে হতো হতোৎসাহ হতোদ্যম হতৌজা হত্তুকি হত্যা হত্যাকাণ্ড হত্যাকারিণী হত্যাকারী হত্যে হদিশ হদিস হদ্দ হদ্দমুদ্দ হনক হনন হননীয় হনহন হনহনিয়ে হনু হনুমান হনূমান হন্টন হন্তদন্ত হন্তব্য হন্তা হন্তারক হন্তাস্ত্রী হন্দর হন্য হন্যমান হন্যা হন্যে হপ্তা হপ্তাশেষ হব হবড়জবড় হবন হবনীয় হবা হবার হবি হবিত্রী হবিরশন হবির্গেহ হরসাল হবির্ভুক হবিষ্য হবিষ্যান্ন হবিষ্যাশী হবু হব্যবাহন হব্যভুক হব্যাবহা হব্যাশ হব্যাশন হম্বর হম্বিতম্বি হযবরল হয় হয়তো হয়রান হয়রানি হয়ে হর হরকত হরকরা হরকিসম হরগিজ হরা হরগৌরী হরজ হরণ হরণকারী হরতন হরতাল হরতুকি হরতে হরদফা হরদম হরদিন হরধনু হরফ হরবখত হরবার হরবোলা হরমনি হরমোন হরমোনিয়াম হররা হররোজ হরলে হরষ হরষিত হরাদ্রি হরি হরিচন্দন হরিজন হরিড়া হরিণ হরিণবাড়ি হরিণাক্ষী হরিণাঙ্ক হরিণী হরিৎ হরিত হরিতক হরিতাল হরিতালিকা হরিতালী হরিতাশ্ম হরিদ্বর্ণ হরিদশ্ব হরিদ্রা হরিদ্রাঙ্গ হরিদ্রাভ হরিধ্বনি হরিনাম হরিনেত্র হরিপ্রিয়া হরিবল্লভা হরিবাসর হরিবাহন হরিবোল হরিমটর হরিয়াল হরিশ্চন্দ্র হরিষ হরিসংকীর্তন হরিসভা হরিহর হরীতকী হরে হরেক হরেকরকম হরেণু হরেদরে হর্টিকালচার হর্তা হর্তাকর্তা হর্তার্তাবিধাত হর্ত্রী হর্ন হর্ম হর্ম্য হর্যক্ষ হর্যশ্ব হর্ষ হর্ষণ হর্ষধ্বনি হর্ষনাদ হর্ষবর্ধন হর্ষরব হর্ষান্বিত হর্ষান্বিতা হর্ষিত হর্ষিতা হর্ষোচ্ছ্বাস হলভৃতি হর্ষোৎফুল্ল হর্ষোৎফুল্লা হর্ষোদয় হর্স হর্সপাওয়ার হল হলকর্ম হলকর্ষক হলকর্ষণ হলকা হলকুম হলঘর হলচালান হলদি হলদে হলদেটে হলধর হলন্ত হলফ হলফনামা হলফান হলভূতি হলভৃৎ হলহলে হলায়ুধ হলাসন হলাহল হলি হলিডে হলিসা হলী হলীমক হলুদ হলে হলো হল্য হল্লা হস হসচিহ্ন হসন হসন্ত হসন্তিকা হসন্তী হসরত হসিত হসিতা হস্ত হস্তক হস্তকৌশল হস্তক্ষেপ হস্তক্ষেপণ হস্তগত হস্তচালিত হস্তচ্যুত হস্তধৃত হস্তনাবুদ হস্তপরিমাণ হস্তপুচ্ছ হস্তপ্রমাণ হস্তবুদ হস্তরেখা হস্তলাঘব হস্তলিখন হস্তলিখিত হস্তলিপি হস্তলিপিবিদ্যা হস্তলেখ হস্তশিল্প হস্তসিদ্ধি হস্তা হস্তাক্ষর হস্তান্তর হস্তান্তরযোগ্য হস্তান্তরিত হস্তামলক হস্তার্পণ হস্তিনাপুর হস্তিনী হস্তিপ হস্তী হস্তীজিহ্বা হস্তীবাহ হস্তীমূর্খ হস্তীশালা হস্ত্যাজবি হস্ত্যারোহী হা হাই হাইওয়ে হাইকমান্ড হাইকমিশনার হাইকোর্ট হাইজাম্প হাইজিন হাইজ্যাক হাইটেক হাইড্রক্লোরিক হাইড্রফোবিয়া হাইড্রলিক হাইড্রলিকস হাইড্রস্ট্যাটিকস হাইড্রোক্লোরিক হাইড্রোজেন হাইড্রোসিল হাইপার হাইপো হাইপোথিসিস হাইফেন হাইবেঞ্চ হাইমাস হাইয়ারসেকেন্ডারি হাইরাইজ হাইরোড হাইল হাইলাইট হাইস্কুুল হাইহিল হাউই হাউজ হাউমাউ হাউলি হাউসকোট হাউসসার্জন হাউহাউ হাওড় হাওদা হাওয়া হাওয়াকল হাওয়াগাড়ি হাওয়াল হাওয়ালে হাওলা হাওলাত হাওলাদার হাওলে হাঁ হাঁক হাঁকডাক হাঁকড়া হাঁকড়াতে হাঁকড়ানো হাঁকড়াবার হাঁকড়ালে হাঁকতে হাঁকন হাঁকলে হাঁকা হাঁকাতে হাঁকানো হাঁকাবার হাঁকার হাঁকালে হাঁকাহাঁকি হাঁকিয়ে হাঁকুপাঁকু হাঁচতে হাঁচন হাঁচা হাঁচি হাঁটকাতে হাঁটকানো হাঁটকাবার হাঁটকালে হাঁটকিয়ে হাঁটকে হাঁটতে হাঁটন হাঁটবার হাঁটলে হাঁটা হাঁটাচলা হাঁটাতে হাঁটানো হাঁটাবার হাঁটালে হাঁটাহাঁটি হাঁটিয়ে হাঁটু হাঁটুজল হাঁড়ল হাঁড়ি হাঁড়িকুড়ি হাঁড়িচাঁচা হাঁড়িমুখ হাঁড়িয়া হাঁদা হাঁদাকান্ত হাঁদারাম হাঁপ হাঁপটান হাঁপাতে হাঁপানি হাঁপানো হাঁপাবার হাঁপালে হাঁপালো হাঁপিয়ে হাঁস হাঁসকল হাঁসফাঁস হাঁসলি হাঁসিয়া হাঁসুলে হাকারমার্কেট হাকিম হাকিমি হাগা হাগানো হাগু হাঘরে হাঙর হাঙ্গামা হাঙ্গারস্ট্রাইক হাজং হাজৎ হাজত হাজতবাস হাজতে হাজরি হাজলে হাজা হাজাম হাজামজা হাজামত হাজামি হাজার হাজারি হাজি হাজির হাজিরা হাজিরাখাতা হাতা হাজিরি হাট হাটক হাটবাজার হাটবার হাটহদ্দ হাটুয়া হাটুরে হাট্য হাডুডু হাড্ডাহাড্ডি হাড্ডি হাড্ডিসার হাড় হাড়কিপটে হাড়গিলা হাড়গিলে হাড়গোড় হাড়জিরজিরে হাড়-জ্বলানো হাড়ভাঙা হাড়মাস হাড়হদ্দ হাড়ি হাড়িকাঠ হাত হাতকড়া হাতকড়ি হাতখরচ হাতখালি হাতখোলা হাতগোটানো হাতগোনা হাতঘড়ি হাতচিটে হাতছাড়া হাতছানি হাতজোড় হাতজোড়া হাতটান হাতড়াতে হাতড়ানো হাতড়াবার হাতড়ালে হাতড়িয়ে হাতড়ে হাততালি হাত-দা হাতনুড়কুৎ হাতপাখা হাত-পা-বাঁধা হাতফিরি হাতবদল হাতবাক্স হাতবোমা হাতব্যাগ হাত-মোজা হাতমোজা হাতযশ হাতল হাতসই হাতসাফাই হাতাতে হাতানো হাতাবার হাতাল হাতালে হাতাহাতি হাতি হাতিনা হাতিয়ার হাতিয়ারা হাতিয়ে হাতিশাল হাতিশুঁড় হাতিশুঁড়া হাতুড়ি হাতুড়ে হাতেকলমে হাতেখড়ি হাতে-গড়া হাতেগরম হাফেজ হাতেগোনা হাতেনাতে হাতে-বানানো হাতে-বোনা হাদিস হানতে হানবার হানলে হানা হানাদার হানাদারি হানাফি হানাহানি হানি হানিফি হানিমুন হানুক হান্টার হান্ডা হান্ডিয়া হাফিজ হান্ডুলবান্ডুল হাপর হাপিত্যেশ হাপু হাপুস হাপুসনয়নে হাপুসহুপুস হাফ হাফআখড়াই হাফটাইম হাফটিকিট হাফটোন হাফনিয়ম হাফপ্যান্ট হাফবয়েল হাফশার্ট হাফসোল হাফস্কুুল হাফহাতা হাফারখানা হাব হাবজা হাবড়া হাবভাব হাবলা হাবশি হাবা হাবাকালো হাবাগোবা হাবাতিয়া হাবাস হাবিজাবি হাবিলদার হাবিলদারি হাবুজখানা হাবুডুবু হাভাতে হাভেলি হাম হামজ্বর হামড়া হামড়ানো হামড়ি হামনদিস্তা হামবড়া হামবাগ হামলা হামলাবাজ হামলাবাজি হামা হামাগুড়ি হামানদিস্তা হামাম হামার হামারি হামাল হামি হামিং হামির হামিলা হামেশা হামেহাল হাম্বা হাম্বারব হাম্বির হাম্বেলি হাম্ভি হায় হায়ওয়ান হায়ওয়ানিয়ত হায়জ হায়দর হায়দ্রাবাদি হায়ন হায়না হায়রানি হায়া হায়াত হায়েনা হার হারক হারকিউলিস হার-জিত হারতে হারপিস হারপুন হুতি হারফনমওলা হারমাদ হারমোনিয়ম হারমোনিয়াম হারমোনিয়াস হারলে হারা হারাকিরি হারাতে হারানো হারাবলী হারাবার হারাম হারামজাদ হারামজাদা হারামজাদি হারামি হারালে হারাহ হারাহারি হারি হারিকিরি হারিকেন হারিণী হারিত হারিতা হারিদ্র হারিয়ে হারী হারীত হারেম হার্ট হার্টফেল হার্ডওয়্যার হার্ডডিস্কু হার্ডড্রাইভ হার্ডল হার্দ হার্দিক হার্দী হার্দ্য হার্নিয়া হার্মদ হার্মনিক হার্য হাল হালকা হালকাভাবে হালখাতা হালচাল হালত হালদার হালনাগাদ হালফিল হালহকিকত হালা হালাক হালাল হালালি হালি হালিক হালিম হালিয়া হালুইকর হালুম হালুয়া হালে হাল্লাক হাশিয়া হাশিস হাসতে হাসনাহেনা হাসনুহানা হাসপাতাল হাসবার হাসবেন্ড হাসলে হাসা হাসাতে হাসাবার হাসাহাসি হাসি হাসি-কান্না হাসিখুশি হাসিঠাট্টা হিটলারি হাসিতামাশা হাসিনী হাসিমুখ হাসিয়ে হাসিল হাস্তিক হাস্য হাস্যকর হাস্যকৌতুক হাস্যময় হাস্যময়ী হাস্যমুখী হাস্যরস হাস্যরসিক হাস্যাস্পদ হাস্যাস্পদা হাহা হাহাকার হাহুতাশ হিউম্যান হিউম্যানিটিজ হিং হিংচা হিংসক হিংসন হিংসনীয় হিংসা হিংসাত্মক হিংসাভাব হিংসারু হিংসালু হিংসাশ্রয়িতা হিংসাশ্রয়ী হিংসাহিংসি হিংসিত হিংসিতা হিংসুক হিংসুটে হিংস্য হিংস্র হিংস্রক হিঁচড়াতে হিঁচড়ানো হিঁচড়ালে হিঁচড়িয়ে হিঁচড়ে হিকমত হিক্কা হিঙ্গু হিঙ্গুল হিজড়া হিজড়ে হিজরত হিজরি হিজল হিজাব হিজিবিজি হিজ্জল হিঞ্চা হিঞ্জ হিটটি হিটফিভার হিটলার হিল্লে হিটস্ট্রোক হিটার হিড়হিড় হিড়হিড়িয়ে হিড়িক হিড়িম্ব হিড়িম্বা হিত হিতকথা হিতকর হিতকরী হিতকামিনী হিতকামী হিতকারিণী হিতকারিতা হিতকারী হিতবচন হিতবাদ হিতবাদিনী হিতবাদী হিতবুদ্ধি হিতাকাক্সক্ষা হিতাকাক্সিক্ষণী হিতাকাক্সক্ষী হিতাথির্নী হিতার্থী হিতাশী হিতাহিত হিতাহিতজ্ঞান হিতৈষণা হিতৈষিণী হিতৈষিতা হিতৈষী হিতোক্তি হিতোপদেশ হিন্ডীর হিন্তাল হিন্দন হিন্দি হিন্দিবলয় হিন্দু হিন্দুকুশ হিন্দুত্ব হিন্দুবিবাহ হিন্দুসমাজ হিন্দুস্থান হিন্দুস্থানি হিন্দুস্থাপত্য হিন্দোল হিন্দোলক হিন্দোলা হিপনোটিজম হিপোপটেমাস হিবা হিবানামা হিব্রু হিম হিমঋতু হিমকর হিমকিরণ হিমক্রিয়া হিমক্ষেত্র হিমগিরি হিমঘর হিমজল হিমঝড় হিমধামা হিমবান হিমবাহ হিমবৃত্ত হিমমণ্ডল হিমরেখা হিমল হিমশিম হিমশিলা হিমশীতল হিমশীর্ষ হিমশৈল হিমসাগর হিমাংশু হিমাগম হিমাঙ্ক হিমাচল হিমাচ্ছন্ন হিমাদ্রি হিমানী হিমান্ত হিমাবদাত হিমায়ন হিমায়িত হিমারতি হিমালয় হিমাহ্ব হিমিকা হিমেল হিমোগ্লোবিন হিম্মত হিম্মতদার হিম্য হিয়া হিরণ হিরণনয়না হিরণ¥য় হিরণ¥য়ী হিরণ্য হিরণ্যকশিপু হিরণ্যগর্ভ হিরণ্যদ হিরণ্যরেতা হিরা হিরাকস হিরাজহরত হিরামন হিরে হিরো হিল হিলঞ্চ হিলমিল হিলমোচিকা হিলসা হিলিয়াম হিলোরা হিলোল হিল্লা হুইল হিল্লোল হিল্লোলিত হিল্লোলিতা হিস্সা হিস্সাদার হিস্সে হিসা হিসাব হিসাবনিকাশ হিসাববিদ্যা হিসাবরক্ষক হিসাবরক্ষণ হিসি হিসেব হিসেবনিকাশ হিসেবি হিস্টরি হিস্টিরিয়া হিস্ট্রি হিহি হিহেচ্ছা হীন হীনচেতা হীনতা হীনতাবোধ হীনপ্রাণ হীনবংশ হীনবল হীনমতি হীনমনস্কু হীনমন্যতা হীনম্মন্যতা হীনযান হীনাঙ্গ হীনাবস্থা হীববীর্য হীয়মান হীয়মানা হীরক হীরকজয়ন্তী হুইটার হুইপ হুইসিল হুইস্কিু হুংকার হুংকৃত হুংকৃতিহুঁ হুঁকো হুঁশ হুঁশিয়ার হুঁশিয়ারি হুক হুকুম হুকুমজারি হুকুমত হুকুমদখল হুকুমদার হুকুমনামা হুকুমবরদার হুকুমানা হুক্কা হুক্কাহুয়া হুজুগ হুজুগে হুজুর হুজুরে হুজ্জত হুজ্জতি হুট হুটহাট হুটার হুটোপাটি হুড হুড় হুড়কো হুড়মুড় হুড়মুড়িয়ে হুড়া হুড়–দ্দুম হুড়–প হুড়–ম হুড়োমুড়ি হুড়োহুড়ি হুত হুতবহ হুতভুক হুতা হুতাগ্নি হুতাশ হুতাশন হুতোম হুতোমপ্যাঁচা হুতোমি হুদ্দা হুদ্দো হুনহর হুনুরি হুন্ডি হুপহাপ হুপিংকাশি হুপোকাশি হুবহু হুমকি হুমড়ি হুর হুরমুত হুররে হুরি হুল হুলস্থুল হুলাহুলি হুলিয়া হুলু হুলুই হুলুধ্বনি হুলো হুল্লোড় হুল্লোড়বাজি হুস হুসহাস হুহু হুহুংকার হুহুংকৃতি হুত হুন হুয়মান হৃত হৃৎ হৃৎকমল হৃৎকম্প হৃতগৌরব হৃৎপদ্ম হৃৎপিণ্ড হৃতমান হৃতশক্তি হৃতসম্ভ্রম হৃতসর্বস্ব হৃৎস্পন্দন হৃতস্বাস্থ্য হৃতা হৃদ্গত হৃদপেশি হৃদ্যন্ত্র হৃদয় হৃদয়ংগম হৃদয়কন্দর হৃদয়গত হৃদয়গ্রন্থি হৃদয়গ্রাহিতা হৃদয়জ্বালা হৃদয়দৌর্বল্য হৃদয়পট হৃদয়বতী হৃদয়বান হৃদয়বাসনা হৃদয়বিদারক হৃদয়বেদনা হৃদয়ভেদী হৈমন্ত হৃদয়শূন্য হৃদয়স্পর্শী হৃদয়হীন হৃদয়হীনা হৃদয়ানন্দ হৃদয়াবেগ হৃদয়ালু হৃদয়িক হৃদয়োচ্ছাস হৃদ্রোগ হৃদাকাশ হৃদাসন হৃদি হৃদ্য হৃদ্যতা হৃদ্যতাপূণ হৃষিত হৃষীক হৃষীকেশ হৃষ্ট হৃষ্টচিত্তে হৃষ্টপুষ্ট হৃষ্টা হৃষ্টান্তঃকরণ হৃষ্টি হেঁকে হেঁচকা হেঁচকি হেঁচড়ানো হেঁচে হেঁজিপেঁজি হেঁট হেঁটে হেঁড়ে হেঁতাল হেঁপো হেঁয়ালি হেঁশেল হেঁসে হেঁসেহার হেঁসো হেঁসোহার হেকমত হেক্টর হেজে হেটাহুলি হেটো হেড হেডঅফিস হেডক্লার্ক হেডপণ্ডিত হেডমাস্টার হেডমৌলভি হেডলাইট হেডার হেডিং হেতু হেতুক হেতুবিহীন হেত্বাবিহীন হেত্বাভাস হেথা হেথায় হেদাতে হেদানো হেদালে হেদিয়ে হেন হেনরি হেনস্তা হেনা হেনে হেপাজত হেপাটাইটিস হেফাজত হেভি হেম হেমকান্তি হেমকুট হেমন্ত হেমন্তকাল হেমপুষ্পক হেমলক হেমস্তিকা হেমা হেমাঙ্গ হেমাঙ্গিনি হেমাঙ্গী হেমাদ্রি হেমাভ হেমায়েল হেমাহ্ব হেয় হেয়ারক্লিপ হেয়ারডাই হেয়ারড্রেসার হেয়ারপিন হেরফের হেরম্ব হেরা হেরে হেরেম হেরো হেরোয়িন হেরোয়িনখোর হেলঞ্চী হেলতে হেলদোল হেলন হেলপার হেলমেট হেললে হেলা হেলাতে হেলান হেলানো হেলাফেলা হেলায় হেলালে হেলি হেলিকপ্টার হেলিপ্যাড হেলিয়ে হেলে হেলেঞ্চা হেষা হেষাণি হেসে হেস্তনেস্ত হৈতুক হৈম হৈমন্তিক হৈমন্তী হৈমবত হৈমবতী হৈয়ঙ্গবীন হোঁচট হোঁতকা হোঁদড় হোঁদল হোগলা হোটেল হোড় হোড়া হোতা হোত্র হোত্রী হোথা হোন্ডল হোন্ডার হোভারক্রাফট হোম হোমক হোমনল হোমপেজ হোমরাচোমরা হোমাগ্নি হোমিওপ্যাথি হোমিয়োপ্যাথি হোমী হোম্য হোয়াই হোরা হোরাবিজ্ঞান হোরি হোল হোলমিয়াম হোলা হোলাকা হোলি হোল্ডার হোল্ডিং হোস হ্রী হোসিয়ারি হোস্ট হোস্টেল হোস্টেস হৌজ হৌত্রবেদ হৌম্য হৌস হ্ণাদ হ্ণাদন হ্ণাদিত হ্ণাদিতা হ্ণাদিনী হ্ণাদী হ্যাংলা হ্যাংলাপানা হ্যাংলামি হ্যাঁ হ্যাঁচকা হ্যাঁচকানো হ্যাঁচড়ানো হ্যাক-স হ্যাকার হ্যাঙ্গার হ্যাজাক হ্যাট হ্যান্ডআউট হ্যান্ডকাফ হ্যান্ডনোট হ্যান্ডবল হ্যান্ডবিল হ্যান্ডবুক হ্যান্ডব্যাগ হ্যান্ডলুম হ্যান্ডশেক হ্যান্ডেল হ্যান্ডেলিং হ্যাপা হ্যাভারস্যাক হ্যাম হ্যামার হ্রিত হ্যারিকেন হ্যালাইড হ্যালো হ্যালোজেন হ্রদ হ্রদিনী হ্রসিমা হ্রস্ব হ্রস্ব-ই হ্রস্ব-উ হ্রস্ব-দীর্ঘজ্ঞান হ্রস্বস্বর হ্রস্বীকৃত হ্রস্বীভূত হ্রাদ হ্রাদিনী হ্রাদী হ্রাস হ্রাসক হ্রাস-বৃদ্ধি হ্রাসিত হ্রীজিত হ্রেষা হ্রেষিণী হ্রেষী


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।