শব্দভাণ্ডার - চ, ছ, জ, ঝ

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: সোম, ১২/০৫/২০০৮ - ১:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

চই চউতোর চওড়া চওড়াই চক চকচক চকচকানি চকচকে চকবন্দি চকমক চকমকানি চকমকি চকমকিয়ে চকমকে চক-মিলানো চকা-চকি চকাচক্য চকাচিক্য চকা-ভাঙা চকারিসূত্রে চকালাদার চকাহীন চকিত চকিতনয়না চকিতা চকিতে চকিনী চকোয়া চকোর চকোরী চকোলেট চক্কর চক্র চক্রক চক্রগতি চক্রজীবক চক্রতীর্থ চক্রধর চক্রনাভি চক্রনেমি চক্রপাণি চক্রপাদ চক্রপাল চক্রবৎ চক্রবর্তিত্ব চক্রবর্তী চক্রবাক চক্রবাকী চক্রবাত চক্রবাল চক্রবৃদ্ধি চক্রব্যূহ চক্রমুদ্রা চক্রযান চক্রাকার চক্রাঙ্গ চক্রাট চক্রান্ত চক্ষুষ্মান চক্রান্তকারিণী চক্রান্তকারী চক্রায়ুধ চক্রাসন চক্রিক চক্রিকা চক্রী চক্রেশ্বর চক্ষণ চক্ষদান চক্ষু চক্ষুগোচর চক্ষুগোলক চক্ষুরাগ চক্ষুরুন্মীলন চক্ষুরোগ চক্ষুর্গম্য চক্ষুলজ্জা চক্ষুশূল চক্ষুষ্মতী চক্ষুষ্মত্তা চক্ষুষ্য চক্ষুস্থির চক্ষুহীন চক্ষুহীনা চখা চখা-চখি চখি চঙ্কুর চঙ্ক্রমণ চঙ্গল চচ্চড়ি চঞ্চরীক চঞ্চরীকা চঞ্চল চঞ্চলচিত্ত চঞ্চলতা চঞ্চলদৃষ্টি চঞ্চলনয়ন চঞ্চলনেত্র চঞ্চলমতি চঞ্চলস্বভাব চঞ্চলা চঞ্চলিত চঞ্চলিয়া চঞ্চু চঞ্চুপুট চট চটক চটকদার চটকদারি চটকল চটকা চটকাতে চটকানি চটকানো চটকাবার চটকালে চটকিয়ে চটকে চটচট চটচটে চটজলদি চটতে চটন চটপট চটপটানি চটপটি চটপটিয়ে চটপটে চটবার চটরপটর চটলে চটা চটা-ওঠা চটাচট চটাচটি চটাতে চটানো চটাপট চটাবার চটাল চটালে চটাস চটি চটিয়ে চটুল চটুলতা চটে চট্টল চড় চড়ক চড়কগাছ চড়চড় চড়চড়ি চড়চড়িয়ে চড়চাপড় চড়তি চড়তে চড়ন চড়নদার চড়বড় চড়বড়ানি চড়বড়ে চড়বার চড়লে চড়া চড়াই চড়াই-উৎরাই চড়াইভাতি চড়াও চড়াচড় চড়াৎ চড়াতে চড়ানো চড়িয়ে চড়ুই চন্দন চড়ুইভাতি চড়ে চণক চণ্ড চণ্ডনীতি চণ্ডবতী চণ্ডমঙ্গল চণ্ডমূর্তি চণ্ডা চণ্ডাল চণ্ডালিকা চণ্ডালিনি চণ্ডালী চণ্ডিকা চণ্ডিদাস চণ্ডিমা চণ্ডী চণ্ডীপাঠ চণ্ডীমণ্ডপ চতাতে চতুঃপঞ্চাশৎ চতুঃপঞ্চাশত্তম চতুঃপঞ্চাশত্তমী চতুঃশাখ চতুঃশালা চতুঃষষ্ঠি চতুঃষষ্ঠিতম চতুঃসপ্ততি চতুঃসপ্ততিতম চতুঃসীমা চতুর চতুরঙ্গ চতুরন্ত চতুরশীতি চতুরশীতিতম চতুরশ্ব চতুরস্র চতুরা চতুরাক্ষ চতুরানন চতুরালি চতুরাশ্রম চতুরিম চতুর্গুণ চতুর্থ চতুর্থত চতুর্থাংশ চতুর্থাশ্রম চতুর্থী চতুর্দশ চতুর্দশী চতুর্দিক চতুর্দোলা চতুর্দ্বার চতুর্ধা চতুর্ধাম চতুর্নবতি চতুর্নবতিতম চতুর্বক্ত্র চতুর্বর্গ চতুর্বর্ণ চতুর্বাহু চতুর্বিংশ চতুর্বিংশতি চতুর্বিংশতিতম চতুর্বিদ্য চতুর্বিধ চতুর্বিধা চতুর্বেদ চতুর্বেদী চতুর্ভুজ চতুর্ভুজা চতুর্মুখ চতুর্যুগ চতুষ্ক চতুষ্কর চতুষ্কোণ চতুষ্টয় চতুষ্পথ চতুষ্পদ চতুষ্পদী চতুষ্পাঠী চন্দক চতুষ্পাদ চতুষ্পার্শ্ব চতুস্তল চতুস্ত্রিংশ চতুস্ত্রিংশৎ চতুস্ত্রিংশত্তম চতুস্পার্শ্বস্থ চত্বর চত্বার চত্বারিংশ চত্বারিংশত্তম চত্বাল চন চনচন চনচনে চনমন চনমনে চন্ডু চন্ডুখোর চন্ডুবাজ চন্ডুল চন্দনকচু চন্দনচর্চিত চন্দনবাটি চন্দনা চন্দনি চন্দবদন চন্দিম চন্দ্র চন্দ্রক চন্দ্রকর চন্দ্রকলা চন্দ্রকলাপ চন্দ্রকান্ত চন্দ্রকান্তমণি চন্দ্রকান্তা চন্দ্রকিরণ চন্দ্রকোষ চন্দ্রগোল চন্দ্রগ্রহণ চন্দ্রঘণ্টা চন্দ্রচূড় চন্দ্রজ্যোতি চন্দ্রধর চন্দ্রপুলি চন্দ্রপ্রভ চন্দ্রপ্রভা চন্দ্রবংশ চন্দ্রবংশাবতংস চন্দ্রবংশীয় চন্দ্রবংশীয়া চন্দ্রবদনা চন্দ্রবিন্দু চন্দ্রবোড়া চন্দ্রব্রত চন্দ্রভস্ম চন্দ্রভাগা চন্দ্রভূতি চন্দ্রমণি চম্পতি চন্দ্রমণ্ডল চন্দ্রমল্লিকা চন্দ্রমা চন্দ্রমুখ চন্দ্রমুখী চন্দ্রমৌলি চন্দ্ররশ্মি চন্দ্ররাত চন্দ্ররেণু চন্দ্রলেখা চন্দ্রলোক চন্দ্রশালা চন্দ্রশেখর চন্দ্রসুধা চন্দ্রহত চন্দ্রহার চন্দ্রা চন্দ্রাংশু চন্দ্রাতপ চষি চন্দ্রাত্মজ চন্দ্রানন চন্দ্রাননা চন্দ্রাননী চন্দ্রাপীড় চন্দ্রাবলী চন্দ্রালোক চন্দ্রালোকিত চন্দ্রাহাস চন্দ্রিকা চন্দ্রিমা চন্দ্রিল চন্দ্রেশ্বর চন্দ্রোদয় চন্দ্রোপম চন্দ্রোপল চপ চপচপ চপচপে চম্পট চপড়ানো চপল চপলচরণ চপলচিত্ত চপলমতি চপলা চপাচপ চপারাস চপেট চপেটাঘাত চপেটিকা চপ্পল চবুতর চব্বিশ চব্বিশেক চমক চমকদার চমকদারি চমকপ্রদ চমকহীন চমকাতে চমকানি চমকানো চমকাবার চমকালে চমকিত চমকিয়ে চমকে চমচম চমৎকরণ চমৎকার চমৎকারক চমৎকারিণী চমৎকারিতা চমৎকারিত্ব চমৎকারী চমৎকৃত চমৎকৃতা চমৎকৃতি চমর চমরী চমস চমূ চমূনাথ চম্প চম্পক চম্পবর্ণ চম্পা চম্পাকলি চম্পূ চম্বল চয় চয়ন চয়নিকা চয়নীয় চয়িত চয়িনী চয়ী চর চরক চরকসংহিতা চরকা চরকি চরকোনা চরণ চরণকমল চরণচাপ চরণচারণ চরণচিহ্ন চরণতরি চরণতল চরণদাস চরণধূলি চরণপদ্ম চরণপ্রান্ত চরণবন্দনা চরণভূষণ চরণরেখা চরণরেণু চরণসেবা চরণাঘাত চরণামৃত চরণাম্বুজ চরণালংকার চরণাশ্রয় চরতে চরবার চরম চরমপত্র চরমপন্থা চরমপন্থী চর্পটি চরমবাদ চরমভাবাপন্ন চরমসীমা চরমোৎকর্ষ চরলে চরস চরা চরাচর চরাট চরাতে চরানো চরাবার চরালে চরি চরিত চরিতকথা চরিতকার চরিতব্রত চরিতাখ্যান চরিতাবলি চরিতার্থ চরিতার্থতা চরিতার্থিত চরিত্র চরিত্রগত চরিত্রগুণ চরিত্রদোষ চরিত্রবণ চরিত্রবতী চরিত্রবান চরিত্রহীন চরিত্রহীনা চরিত্রাভিনয় চরিয়ে চরিষ্ণু চরু চরে চরৈবেতি চর্চরী চর্চা চর্চিত চর্চ্য চর্তুদশপদী চর্পট চর্বণ চর্বণীয় চর্বি চর্বিত চর্বিতচর্বণ চর্বিবহুল চর্ব্য চর্ব্যচুষ্য চর্ব্যচুষ্যলেহ্যপেয় চর্ম চর্মকার চর্মকারক চর্মকীল চর্মকৃৎ চর্মচক্ষু চর্মচটক চর্মচটিকা চর্মজ চর্মপাদুকা চর্মরজ্জু চর্মরু চর্মরোগ চর্মশিল্প চর্মস্থলী চর্মাবরণ চর্মার চর্মাসন চর্য চর্যা চর্যাগীতি চর্যাপদ চল চলক চলগুজা চলচিত্ত চলচ্চিত্র চলচ্চিত্রাভিনয় চলচ্চিত্রায়ণ চলচ্চিত্রায়িত চলচ্চিত্রোৎসব চলৎ চলৎশক্তি চলতি চলদল চলন চলনক্ষম চলনধর্ম চলনপথ চলনবলন চলনভঙ্গি চলনযোগ্য চলনশীল চলনসই চলনীয় চলনেবলনে চলন্ত চলন্তিকা চলবার চলবিচল চলমান চললে চলা চলাকালীন চলাচল চলাতেক চলানো চলাফেরা চলাবার চলালে চলিত চলিতব্য চলিয়ে চলিষ্ণু চলে চলেন্দ্রিয় চলোর্মি চল্লিশ চল্লিশশো চল্লিশা চল্লিশেক চল্লিশোত্তর চল্লিশোর্ধ্ব চশমখোর চশমা চষক চষতে চষবার চষলে চষা চষিত চষে চা চাই চাইকী চাইতে চাইনিজ চাইয়ে চাইলে চাইল্ড চাউর চাউল চাওমিন চাওয়া চাওয়াচাওয়ি চাওয়াতে চাওয়ানো চাওয়ালে চাং চাঁই চাঁচ চাঁচতে চাঁচর চাঁচলে চাঁচা চাঁচাছোলা চাঁচাড়ি চাঁচানো চাঁচি চাঁছি চাঁট চাঁটা চাঁটি চাঁড়াল চাঁদ চাঁদকপালে চাঁদনি চাঁদনিচক চাঁদপানা চাঁদবদনি চাঁদমারি চাঁদমালা চাঁদমুখ চাঁদমুখী চাঙড় চাঁদসি চাঁদা চাঁদাবাজ চাঁদাবাজি চাঁদি চাঁদিনি চাঁদিমা চাঁদোয়া চাঁপা চাঁপাকলা চাক চাকচিক্য চাকতি চাকভাউরি চাকর চাকরবাকর চাকরান চাকরানি চাকরি চাকরিজীবী চাকরিপ্রার্থী চাকরিবাকরি চাকরে চাকলা চাকা চাকি চাকিবেলন চাকু চাকুরি চাকুরিজীবী চাকুরিপ্রার্থী চাকুরিয়া চাকুরে চাক্ষুষ চাখতে চাখলে চাখা চাখানো চাখাবার চাগা চাগাড় চাগানো চাঙারি চাঙ্গ চাঙ্গা চা-চক্র চাচা চাচি চাঞ্চল্য চাঞ্চল্যকর চাট চাটনি চাটবার চাটলে চাটা চাটাই চাটাচাটি চাটাতে চাটানো চাটাবার চাটাল চাটালে চাটিম চাটিয়ে চাটু চামচে চাটুকার চাটুকারিতা চাটুকারী চাটুকার্য চাটুক্তি চাটুবাদ চাটুবৃত্তি চাট্টি চাট্টিখানি চাড় চাড়া চাড়াতে চাড়ানো চাড়ি চাড়িয়ে চাণক্য চাতক চাতকী চাতাল চাতুরালি চাতুরাশ্রম্য চাতুরিক চাতুরী চাতুর্বর্ণ্য চাতুর্য চাদর চান চানক চানা চানাচুর চান্দ্র চান্দ্রদিন চান্দ্রবৎসর চান্দ্রমাস চান্দ্রায়ণ চান্দ্রেয় চাপ চাপকান চাপড় চাপড়ঘণ্ট চাপড়া চাপড়াতে চাপড়ালে চাপড়িয়ে চাপড়ে চাপতে চাপদণ্ড চাপদাড়ি চাপন চাপবার চাপমান চাপরাস চাপরাসি চাপল চাপলে চাপল্য চাপশক্তি চাপা চাপাকান্না চাপাচাপি চাপাছুপা চাপাটি চাপাতে চাপাদার চামচিকে চাপান-উতোর চাপানো চাপাবার চাপালে চাপিয়ে চাবকাতে চাবকানি চাবকানো চাবকাবার চাবকালে চাবকিয়ে চাবকে চাবড়া চাবি চাবিকাঠি চাবুক চাম চামচ চামচা চামচাগিরি চামচিকা চামটি চামড়া চামর চামরমণি চামাটি চামার চামারনি চামুণ্ডা চামেলি চাম্পিয়ন চাম্পেয় চায়না চায়ে চার চারক চারকোনাচে চারগুণ চারচক্ষু চারচাকা চারচালা চারচৌকো চারটি চারটিখানি চারডবল চারণ চারণকবি চারণকাব্য চারণক্ষেত্র চারণগীতিকা চারণভূমি চারণিক চারদান চারদিক চারদিকে চারদুয়ারি চারধার চারনরি চারপাই চারপাশ চারপেয়ে চারভাগ চারযুগ চারশো চারা চারাগাছ চারাতে চারানো চারাপোনা চারাবার চারামাছ চারি চারিণী চারিত চারিতা চারিত্রিক চারিত্র্য চারিদিক চারিপাশ চারিভিত চারিয়ে চারী চারু চারুকলা চালানো চারুকেশী চারুতা চারুদর্শন চারুনেত্র চারুপাঠ চারুব্রত চারুশিল্প চারুশীলা চারেক চার্চ চার্চিক্য চার্জ চার্জশিট চার্ট চার্বাক চার্ম চাল চালক চালকুমড়া চালগুমরা চালচলন চালচিত্র চালচুলো চালচুলোহীন চালতে চালতো চালন চালনা চালনি চালনীয় চালবাজ চালবাজি চালবার চালমাত চাললে চালশে চালা চালাক চালাকি চালাচালি চালাতে চালান চালান-করা চালানি চালাবার চালালে চালি চালিকা চালিকাশক্তি চালিত চালিতা চালিয়াত চালিয়াতচন্দর চালিয়াতি চালিয়ে চালিশা চালু চালুক্য চালুন চালুনি চাষ চাষ-আবাদ চাষবাস চাষা চাষাড়ে চাষাভুসা চাষাভুসো চাষি চাস চাহন চাহনি চাহারম চাহারাম চাহিদা চাহিদাপত্র চিংড়ি চিঁড়া চিঁড়ে চিক চিকচিক চিকচিকানি চিকচিকিয়ে চিকচিকে চিকন চিকনশিল্পী চিকনা চিকমিক চিকমিকানি চিকমিকিয়ে চিকমিকে চিকারি চিকি চিকিৎসক চিকিৎসনীয় চিকিৎসা চিকিৎসাকারিণী চিকিৎসাকারী চিকিৎসাকেন্দ্র চিকিৎসাধিনা চিকিৎসাধীন চিকিৎসাবিজ্ঞান চিকিৎসাবিদ্যা চিকিৎসার্থে চিকিৎসালয় চিকিৎসিত চিকিৎস্য চিকিসুর চিকীর্ষা চিকীর্ষিত চিকীর্ষু চিকু চিকুট চিকুর চিকেন চিক্কণ চিক্কুর চিঙ্গট চিচিঙ্গা চিচ্ছায়া চিজ চিট চিটকোড চিটচিটে চিটা চিটাগুড় চিটে চিটেগুড় চিঠি চিঠিচাপাটি চিঠিপত্র চিড় চিড়চিড় চিড়চিড়ে চিড়ফাট চিড়বিড় চিড়বিড়ানি চিড়বিড়িয়ে চিড়বিড়ে চিড়িক চিড়িতন চিড়িয়া চিড়িয়াখানা চিত চিৎ চিতই চিৎকার চিৎকৃত চিতচোর চিত্রণ চিতপটাং চিতপাত চিতল চিতসাঁতার চিতা চিতাতে চিতানো চিতাবাঘ চিতাভস্ম চিতারোহণ চিতালে চিতি চিতিয়ে চিতেন চিত্ত চিত্তক্ষোভ চিত্তচাঞ্চল্য চিত্তচোর চিত্তজ্ঞ চিত্তদাহ চিত্তপ্রসন্নতা চিত্তপ্রসাদ চিত্তবিকার চিত্তবিক্ষেপ চিত্তবিদ চিত্তবিনোদন চিত্তবিভ্রম চিত্তবৃত্তি চিত্তবৈকল্য চিত্তভ্রংশ চিত্তরঞ্জন চিত্তরঞ্জনী চিত্তরঞ্জিনী চিত্তশুদ্ধি চিত্তসংযম চিত্তস্থৈর্য চিত্তহারিণী চিত্তহারী চিত্তাকর্ষক চিত্তাকর্ষণ চিত্তাকর্ষিণী চিত্তাকর্ষী চিত্তির চিত্তোদ্বেগ চিত্তোন্নতি চিত্তৌদার্য চিত্র চিত্রক চিত্রকর চিত্রকর্ম চিত্রকর্মা চিত্রকলা চিত্রকল্প চিত্রকার চিত্রকুট চিত্রকৃৎ চিত্রগত চিত্রগুপ্ত চিত্রগ্রহণ চিত্রগ্রাহক চিত্রজগৎ চিত্রতারকা চিত্রনাট্য চিত্রন্যস্ত চিত্রপট চিত্রপট্ট চিত্রপরিচালক চিত্রপ্রদর্শনী চিত্রবৎ চিত্রবিচিত্র চিত্রবিদ চিত্রবিদ্যা চিত্রভানু চিত্রময় চিত্রময়ী চিত্রযোধী চিত্ররথ চিত্ররেখা চিত্রল চিত্রলক্ষণ চিত্রলিপি চিত্রলেখা চিত্রশালা চিত্রশালিকা চিত্রশিখণ্ডী চিত্রশিল্প চিত্রশিল্পী চিত্রশোভিত চিত্রসেন চিত্রা চিত্রাঙ্কন চিত্রাঙ্গ চিত্রাঙ্গদা চিত্রানুগ চিত্রাবলি চিত্রাভিনেতা চিত্রায়ণ চিত্রায়িত চিত্রার্পিত চিত্রার্পিতা চিত্রালংকার চিত্রালি চিত্রিক চিত্রিণী চিত্রিত চিত্রিতা চিত্রীকরণ চিত্রীকৃত চিত্রোক্তি চিদম্বর চিদাকাশ চিদাত্মা চিদানন্দ চিদাভাস চিদ্রুপ চিনচিন চিনচিনানি চিনচিনিয়ে চিনচিনে চিনতে চিনবার চিনলে চিনি চিরাগ চিনিচম্পা চিনি-পাতা চিনিয়ে চিনে চিন্তক চিন্তন চিন্তনীয় চিন্তয়িতা চিন্তয়িত্রী চিন্তা চিন্তাঋদ্ধ চিন্তাকর চিন্তাকুল চিন্তাকুলিত চিন্তাগম্য চিন্তাজনক চিন্তাতীত চিন্তানিমগ্ন চিন্তান্বিত চিবুক চিন্তান্বিতা চিন্তাপূর্ণ চিন্তাপ্রবণ চিন্তাবিদ চিন্তাবিমুখ চিন্তাবিমুখতা চিন্তাভাবনা চিন্তামগ্ন চিন্তামগ্না চিন্তামণি চিন্তাশক্তি চিন্তাশীল চিন্তাশীলা চিন্তাসমৃদ্ধ চিন্তাসূত্র চিন্তাস্রোত চিন্তিত চিন্তিতা চিন্ত্য চিন্ত্যমান চিন্ময় চিন্ময়ী চিপট চিপটাতে চিপটানো চিপটালে চিপটিয়ে চিপটে চিপতে চিপবার চিপলে চিপস চিপসেট চিপিটক চিপে চিফ চিবানি চিবানো চিবিয়ে ছবি চিবুনি চিবোতে চিবোনো চিবোবার চিবোলে চিমটা চিমটানি চিমটে চিমড়া চিমড়ে চিমনি চিমসাতে চিমসানো চিমসালে চিমসিয়ে চিমসে চিমসোনো চিয়াড় চির চিরকর্মা চিরকাক্সিক্ষত চিরঞ্জীব চিরকাক্সিক্ষতা চিরকারিতা চিরকারী চিরকাল চিরকালিক চিরকালীন চিরকিশোর চিরকীর্তি চিরকুট চিরকুমার চিরকুমারী চিরকেলে চিরক্রিয় চিরক্রিয়তা চিরক্রীত চিরজীবন চিরজীবিতা চিরজীবিনী চিরজীবী চিরণদাঁত চিরতরুণ চিরতা চিরতারুণ্য চিরতুষার চিরত্ব চিরদারিদ্র্য চিরদাস চিরদিন চিরদীন চিরদুঃখ চিরদৈন্য চিরনতুন চিরনদাঁতি চিরনবীন চিরনি চিরনিদ্রা চিরনিবাস চিরনিবৃত্ত চিরনির্দিষ্ট চিরনির্ধারিত চিরনির্বাসন চিরনির্বাসিত চিরনির্বাসিতা চিরনির্ভর চিরনীহার চিরনূতন চিরন্তন চিরন্তনকাল চিরন্তনতা চিরন্তনী চিরপরিচিত চিরপরিচিতা চিরপরিজ্ঞাত চিরপ্রচলিত চিরপ্রবাস চিরবসন্ত চিরবিচ্ছেদ চিরবিদায় চিরযুবা চিরযৌবন চিরযৌবনা চিররুগ্ণ চিররুগ্ণা চিরলে চিরশত্রু চিরশান্ত চিরশ্যামল চিরসখা চিরসবুজ চিরসাথি চিরসুখী চিরস্থায়িতা চিরস্থায়ী চিরস্থিত চিরস্মরণীয় চিরহরিৎ চিরা চিরাগত চিরাচরিত চিরানুরক্ত চিরানো চিরান্ধ চিরাভ্যস্ত চিরাযুষ্মতী চিরায়ত চিরায়মান চিরায়মানা চিরায়ু চিরায়ুষ্মান চিরাশ্রিত চিরাশ্রিতা চিরুনি চিরে চিরে-ফেলা চিল চিলড্রেন চিলৎকার চিলতা চিলমচি চিলমীলিকা চিলা চিলেকোঠা চিলেঘর চিল্লক চিল্লা চিল্লাচিল্লি চিল্লানি চিল্লানো চিল্লিকা চিহ্ন চিহ্নযুক্ত চিহ্নিত চীন চীনা চীনাংশুক চীনাবাদাম চীনামাটি চীনে চুকুর চীনেবাদাম চীনেমাটি চীবর চীর চীরতচ্ছদা চীর্ণ চুঁইয়ে চুঁচি চুঁয়ানো চুঁয়ে চুঁয়োনো চুক চুকচুক চুকচুকিয়ে চুকতে চুকলি চুকলে চুকা চুকাই চুকানো চু-কিৎ-কিৎ চুকিয়ে চুকে চুকেবুকে চুকোই চুকোনো চুক্তি চুক্তিনামা চুক্তিপত্র চুক্তিবদ্ধ চুক্তিভঙ্গ চুঙ্গি চুঙ্গিকর চুঙ্গিঘর চুচুক চুচুকৃতি চুঞ্চু চুটকি চুটানো চুটিয়ে চুড় চুড়ি চুড়িদার চুড়ো চুড়োখোঁপা চুন চুনকাম চুনকালি চুনজল চুনট চুনসুরকি চুনা চুনাপাথর চুনারি চুনুরি চুনোপুঁটি চুপ চুপচাপ চুপটি চুপড়ি চুপসাতে চুপসানো চুপসাবার চুপসালে চুপসিয়ে চুপসে চুপসোনো চুপি চুপিচুপি চুপিসারে চুপে চুপেচাপে চুবানি চুবানো চুবোনো চুমকি চুমকুড়ি চুমটি চুমরানো চুমরোনো চুমা চুমু চুমুক চুমো চুমোচুমি চুম্বক ছবক চুম্বকত্ব চুম্বকন চুম্বকপাথর চুম্বকশক্তি চুম্বকশলাকা চুম্বকিত চুম্বকীয় চুম্বন চুম্বিত চুম্বিতা চুম্বী চুয়ন চুয়া চুয়াত্তর চুয়ানি চুয়ান্ন চুয়াল্লিশ চুর চুরট চুরমার চুরানব্বই চুরাশি চুরি চুরিচমারি চুরুট চুর্নি চুল চুলওয়ালা চুল-কাটা চুলকাতে চুলকানি চুলকানো চুলকালে চুলকুনি চুলকে চুলকোতে চুলকোনো চুলকোবার চুলকোলে চুলচুলে চুলচেরা চুলবুল চুলবুলানি চুলবুলুনি চুলা চুলায় চুল্লা চুল্লি চুল্লু চুষতে চুষবার চুষলে চুষা চুষি চুষিকাঠি চুষিয়ে চুষে চুহা চূড় চূড়া চূড়াকরণ চূড়ান্ত চূড়ামণি চূড়ামণিযোগে চূত চূর্ণ চূর্ণক চূর্ণকুন্তল চূর্ণন চূর্ণনীয় চূর্ণবিচুর্ণ চূর্ণিত চূর্ণী চূর্ণীকৃত চূর্ণীভূত চূর্ণ্য চূলক চূষণীয় চূষিত চূষ্য চেইন চেঁইমেই চেঁচাতে চেঁচানো চেঁচাবার চেঁচালে চৈন চেঁচিয়ে চেঁচে চেক চেকআপ চেকনাই চেকপোস্ট চেকার চেখে চেঙ চেঙ্গ চেঞ্চু চেঞ্জ চেঞ্জার চেটি চেটী চেটে চেটো চেট্টি চেড়ী চেত চেতক চেতকী চেতন চেতনা চেতনাবহ চেতা চেতানো চেতাবনি চেতালে চেতিকান চেতিত চেতিয়ে চেতোমান চেত্রলেখনী চেন চেনপুলি চেনবার চেনহার চেনা চেনাজানা চেনাতে চেনানো চেনাপরিচয় চেনাপরিচিত চেনাপরিচিতি চৈত্রী চেনাবার চেনার চেনালে চেপটা চেপটাতে চেপটালে চেপটিয়ে চেপটে চেপা চেপে চেব চেম্বার চেয় চেয়ার চেয়ারপার্সন চেয়ারম্যান চেয়ে চেরয়াট চেরা চেরাই চেরাগ চেরাগদান চেরাগি চেরানো চেরি চেল চেলা চেলাকাঠ চেলাগিরি চেলানো চেলি চেলে চেলো চেষ্টক চেষ্টন চেষ্টমান চেষ্টহীন চেষ্টা চেষ্টাচরিত্র চেষ্টান্বিত চেষ্টান্বিতা চেষ্টাবেষ্টা চেষ্টাশূন্য চেষ্টিত চেষ্টিতব্য চেস্টনাট চেহারা চেহারাছবি চেহেল চৈত চৈতন চৈতন্য চৈতন্যদেব চৈতন্যময় চৈতন্যময়ী চৈতন্যহীনতা চৈতন্যোদয় চৈতালি চৈতি চৈত্ত চৈত্তিক চৈত্য চৈত্র চৈত্ররথ চৈত্রসংক্রান্তি চৈত্রাবলী চৈত্রিক চৈনিক চোং চোংদার চোঁ চোঁচ চোঁচা চোঁয়া চোঁয়াঢেকুর চোঁয়ানো চোকলা চোকা চোকাতে চোকানো চোকালে চোখ চোখখাকি চোখটেপা চোখঠারা চোখ-ধাঁধানো চোখমুখ ছপ্পর চোখরাঙানি চোখল চোখা চোখাচোখি চোখালো চোখেমুখে চোখো চোখোমি চোগা চোটপাট চোটা চোটাতে চোটানো চোট্টা চোট্টামি চোট্টামো চোত চোথা চোদ্দো চোদ্দোই চৌঠা চোদ্দোপুরুষ চোদ্দোশাক চোনা চোপ চোপড় চোপদার চোপরা চোপসানো চোপা চোপাইয়া চোবাতে চোবানি চোবানো চোবালে চোবে চোয়াড় চোয়াড়ে চোয়াল চোর চোরকাঁটকি চৌচির চোরকাঁটা চোরকুঠুরি চোরচাহনি চোরচূড়ামণি চোরচোট্টা চোরছ্যাঁচড় চোর-পুলিশ চোরপুষ্পী চোরবাজার চোরা চোরাই চোরাইমাল চোরাকারবার চোরাগলি চোরাগোপ্তা চোরাচালান চোরাচালানদার চোরাদরজা চোরাপথ চোরাবাজার চোরাবালি চোরামি চোরামো চোরায়ল চোরাশিকার চোরিত চোল চোলক চোলাই চোলি চোলিকা চোষ চোষক চোষণ চোষণীয় চোষা চোষাতে চোষানো চোষাবারৎ চোষ্য চোস্ত চোস্তপুস্ত চোহেল চৌকস চৌকা চৌকাঠ চৌকি চৌকিদার চৌকিদারি চৌকো চৌকোনা চৌখুপি চৌগুণ চৌগুনো চৌগোঁপ্পা চৌঘুড়ি চৌচাকা চৌচাপট চৌচালা চৌতলা চৌতাল চৌতালা চৌত্রিশ চৌদানি চৌদিক চৌদিশা চৌদোল চৌদ্দ চৌদ্দবাতি চৌদ্দশাক চৌদ্দশো চৌধুরি চৌপট চৌপথ চৌপদী চৌপল চৌপাঠি চৌপাড় চৌপায়া চৌবাচ্চা ছক্কা চৌবাটী চৌমাথা চৌমোহনা চৌম্বক চৌযুগ চৌর চৌরস চৌরাশি চৌরাস্তা চৌরি চৌর্য চৌশাল চৌশিঙা চৌষট্টি চৌষট্টিকলা চৌষে চৌসা চৌহদ্দি চৌহান চ্যবন চ্যবনপ্রাশ চ্যাং চ্যাংড়া চ্যাংড়াপনা চ্যাংড়ামি চ্যাংড়ামো চ্যাংমুড়ি চ্যাঁ চ্যাঁচাতে চ্যাঁচানি চ্যাঁচানো চ্যাঁচামেচি চ্যাঁচালে চ্যাঙারি চ্যাটচেটে চ্যাটচ্যাট চ্যাটপেটে চ্যাটপ্যাট চ্যাটাং চ্যাটানো ছক্কড় চ্যাটালো চ্যানেল চ্যান্সেলর চ্যাপটা চ্যাপেল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ চ্যারিটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং চ্যুত চ্যুতাধিকার চ্যুতি ছই ছউই ছওগন্দ ছওম ছক ছক-কাটা ছকড়া ছকা ছকানো ছক্কাপাঞ্জা ছগল ছগলক ছগলা ছগলী ছটকানো ছটপুজো ছটপূজা ছটফট ছটফটানি ছটফটানো ছটফটিয়ে ছটফটে ছটরা ছটা ছটাক ছটাজাল ছটাযুক্ত ছড় ছড়া ছড়াকার ছড়াছড়ি ছড়াতে ছত্রি ছড়াদার ছড়ানো ছড়ানোছিটানো ছড়ানোছিটোনো ছড়াবার ছড়ালে ছড়ি ছড়িদার ছড়িবরদার ছড়িয়ে ছড়ে ছতিচ্ছন্ন ছত্তর ছত্র ছত্রক ছত্রখান ছত্রদণ্ড ছত্রধর ছত্রধারী ছত্রপতি ছত্রভঙ্গ ছত্রাক ছত্রাকার ছত্রিণী ছত্রিশ ছত্রিশশো ছত্রী ছত্রীসৈন্য ছদ ছদন ছদি ছদ্ম ছদ্মনাম ছদ্মবেশ ছদ্মবেশিনী ছদ্মবেশী ছদ্মমুখ ছদ্মী ছন ছন্দ ছন্দগুরু ছন্দগ্রথিত ছন্দচর্চা ছন্দচিন্তা ছন্দজিজ্ঞাসা ছন্দজ্ঞান ছন্দদোষ ছন্দনুগমন ছন্দনৈপুণ্য ছন্দপতন ছন্দপরিক্রমা ছন্দপাত ছন্দপ্রবাহ ছন্দবদ্ধ ছন্দবন্ধ ছন্দবিজ্ঞান ছন্দবিদ্যা ছন্দবৈচিত্র ছন্দবোধ ছন্দভঙ্গ ছন্দভাবনা ছন্দময় ছন্দমাধুর্য ছন্দরীতি ছন্দরূপ ছন্দরূপী ছন্দশাস্ত্র ছন্দশিল্পী ছন্দশৈথিল্য ছন্দসৃষ্টি ছন্দহীন ছন্দানুবর্তন ছন্দানুসরণ ছন্দানুসারিতা ছন্দানুসারী ছন্দোগ ছন্ন ছন্নছাড়া ছন্নমতি ছপ ছপছপানি ছপছপানো ছপছপিয়ে ছপছপে ছপাং ছপাছপ ছপাৎ ছপাস ছমছম ছমছমানি ছমছমানো ছমছমিয়ে ছমছমে ছয় ছয়ঋতু ছয়দান ছয়লপন ছয়লাপ ছয়শো ছয়েক ছরকট ছরছর ছরছরিয়ে ছররা ছর্দ ছর্দন ছল ছলক ছলকাতে ছলকানো ছলকাবার ছলকালে ছলকিয়ে ছলকে ছলকে-পড়া ছলগ্রাহিণী ছলগ্রাহী ছলচ্ছল ছলছল ছলছলানি ছলছলিয়ে ছলছলে ছলছুতো ছলতে ছলন ছলনা ছলনাকারিণী ছলনাকারী ছলনাহীন ছলবল ছলবার ছলরহিত ছলশূন্য ছলা ছলাকলা ছলাচ্ছল ছলাৎ ছলিত ছলী ছলে ছলেবলেকৌশলে ছলোছলো ছল্লি ছা ছাই ছাইওয়ালি ছাইগাদা ছাইচাপা ছাইতে ছাইদান ছাইদানি ছাইপাঁশ ছাইপোকা ছাইবার ছাইভস্ম ছাইয়ে ছাইরঙা ছাইলে ছাউনি ছাওয়া ছাওয়াতে ছাওয়ালে ছাঁকতে ছাঁকন ছাঁকনি ছাঁকবার ছাঁকরা ছাঁকলে ছাঁকিয়ে ছাঁচ ছাঁচতল ছাঁচনি ছাঁচিকুমড়ো ছাঁচিপান ছাঁট ছাঁটকাট ছাঁটতে ছাঁটন ছাঁটলে ছাঁটা ছাঁটাই ছাঁটাইওয়ালা ছাঁটাচুল ছাঁটাতে ছাঁটানি ছাঁটানো ছাঁটাবার ছাঁটালে ছাঁটিয়ে ছাঁদ ছাঁদন ছাঁদনাতলা ছাঁদা ছাগ ছাগজীবী ছাগদুগ্ধ ছাগবলি ছাগবাহন ছাগরক্ষক ছাগল ছাগলাদ্য ছাগলী ছাগশিশু ছাগী ছাগ্যায়নী ছাড় ছাড়ছোড় ছাড়তে ছাড়ন ছাড়পত্র ছাড়বার ছাড়লে ছাড়া ছাড়াছাড়ি ছাড়াতে ছাড়ান ছাড়াবার ছাড়ালে ছাড়িয়ে ছাতলা ছাতা ছাতাপেটা ছাতামাথা ছাতার ছাতারে ছাতি ছাতিম ছাতিয়া ছাতু ছাতুখোর ছাত্র ছাত্রকল্যাণ ছাত্রছাত্রী ছাত্রছাত্রীসহ ছাত্রজীবন ছাত্রত্ব ছাত্রদরদি ছাত্রনিলয় ছাত্রনেতা ছাত্রপ্রতি ছাত্রবৎসল ছাত্রাগার ছাত্রাবস্থা ছাত্রী ছাত্রীনিবাস ছাদ ছাদক ছাদন ছাদিত ছাদ্মিক ছানতে ছানন ছানলে ছানা ছানাপোনা ছানাবড়া ছানি ছান্দস ছান্দসি ছান্দোগ্য ছাপতে ছাপবার ছাপর ছাপলে ছাপা ছাপাই ছিপি ছাপাইকর ছাপাখানা ছাপাছপি ছাপাতে ছাপানো ছাপাবার ছাপালে ছাপিয়ে ছা-পোষা ছাপ্পর ছাপ্পান্ন ছাব্বিশ ছাব্বিশেক ছামুম ছায় ছায়া ছায়াগ্রহ ছায়াঘন ছায়াঙ্ক ছায়াচিত্র ছায়াচ্ছন্ন ছায়াচ্ছন্না ছায়াছবি ছায়া-ঢাকা ছায়াতরু ছায়াত্মজ ছায়াদেহ ছায়ানট ছায়ানুসারী ছায়াপথ ছায়াবাজি ছায়ামণ্ডপ ছায়াময় ছায়ামূর্তি ছায়ারূপ ছায়াশরীর ছায়াশূন্য ছায়াশ্রিত ছায়াশ্রিতা ছায়াসুত ছায়াহীন ছার ছারখার ছারপোকা ছাল ছালওয়া ছালট ছালটি ছালন ছালা ছালিক্য ছিঃ ছিঁচকা ছিঁচকাঁদুনি ছিঁচকাঁদুনে ছিঁচকে ছিঁড়তে ছিঁড়বার ছিঁড়লে ছিঁড়ে ছিছিক্কার ছিট ছিটকানো ছিটকাপড় ছিটকালে ছিটকিনি ছিটকোনো ছিটকোলে ছিটমহল ছিটা ছিটানো ছিটাবার ছিটিয়ে ছিটে ছিটেফোঁটা ছিটোনো ছিদ্যমান ছিদ্র ছিদ্রদর্শিনী ছিদ্রদর্শী ছিদ্রযুক্ত ছিদ্রস্থিত ছিদ্রহীন ছিদ্রানুসরণ ছিদ্রান্বেষণ ছিদ্রান্বেষিণী ছিদ্রান্বেষী ছিদ্রিত ছিনতাই ছিনতাইকারী ছিনতাইবাজ ছিনন ছিনভিন ছিনা ছিনাজোঁক ছিনাতে ছিনানো ছিনাল ছিনালি ছিনিমিনি ছিনিয়ে ছিনেজোঁক ছিনোনো ছিন্ন ছিন্নদ্বৈধ ছিন্নপক্ষ ছিন্নপত্র ছিন্নপ্রায় ছিন্নবিচ্ছিন্ন ছিন্নভিন্ন ছিন্নমস্ত ছিন্নমস্তক ছিন্নমুষ্ক ছিন্নমূল ছিন্নসংশয় ছিন্নহস্ত ছিন্নাণ্ড ছিপ ছিপছিপে ছিপটি ছিপানো ছিপি-আঁটা ছিপোনো ছিবড়ে ছিমছাম ছিয়াত্তর ছিয়ানব্বই ছিয়াশি ছিরি ছিরিছাঁদ ছিল ছিলকা ছিলা ছিলাম ছিলি ছিলিম ছিলে ছিলেন ছুঁইয়ে ছুঁচ ছুঁচলো ছুঁচো ছুঁচোবাজি ছুঁচোলো ছুঁড়তে ছুঁড়লে ছুঁড়ি ছুঁড়ে ছুঁতে ছুঁয়ে ছুঁলে ছুকরি ছুচিবাই ছুছুন্দরী ছুট ছুটকা ছুটকো ছুটকোছাটকা ছুটতে ছুটন্ত ছুটবার ছুটলে ছুটি ছুটে ছুটোছুটি ছেদ ছুটোনো ছুড়ি ছুত ছুতধর্ম ছুতপন্থ ছুতমার্গ ছুতার ছুতো ছুতোনাতা ছুতোর ছুপানো ছুমন্তর ছুরি ছুরিকা ছুরিকাঘাত ছুলতে ছুলবার ছুললে ছুলে ছূলি ছেঁকা ছেঁকে ছেত্তা ছেঁচকি ছেঁচড়া ছেঁচড়ে ছেঁচতে ছেঁচলে ছেঁচা ছেঁচে ছেঁটে ছেঁড়া ছেঁড়াখোঁড়া ছেঁড়াছিঁড়ি ছেঁড়ানো ছেঁদা ছেঁদো ছেকানুপ্রাস ছেকাপহ্নুতি ছেকোক্তি ছেচল্লিশ ছেটালে ছেড়ে ছেত্তব্য ছেদক ছেদন ছেদনী ছেদনীয় ছেদহীন ছেদিত ছেদ্য ছেনাল ছেনি ছেনে ছেপ ছেপে ছেফলা ছেমড়া ছেমড়ি ছেমহলা ছেমোচাপা ছেয়ে ছেলম ছেলা-ভুলানো ছেলিয়া ছেলে ছেলেখেলা ছেলেছোকরা ছেলেদের ছেলেধরা ছেলেপিলে ছেলেপুলে ছেলেপেলে ছেলেবেলা ছেলে-ভুলোনো ছেলেমানুষ ছেলেমানুষি ছেলেমি ছেলেমেয়ে ছেলে-মেয়ে ছেষট্টি ছেহের ছো ছোঁ ছোঁচা ছোঁচানো ছোঁড়া ছোঁবার ছোঁয়া ছোঁয়াচ ছোঁয়াচে ছোঁয়াচ্ছে ছোঁয়াতে ছোঁয়ানো ছোঁয়ালে ছোকরা ছোট ছোটা ছোটাছুটি ছোটাতে ছোটালে ছোটিকা ছোটো ছোটোখাটো ছোটোগল্প ছোটোজাত ছোটোবাচ্চা ছোটোবেলা ছোটোভাই ছোটোমন ছোটোলাট ছোটোলোক ছোটোলোকি ছোটোহাজরি ছোট্ট ছোট্টখাট্ট ছোড় ছোড়ভঙ্গ ছোপ ছোপ-ধরা ছোপ-লাগা ছোপানো ছোবড়া ছোবল ছোবলানো ছোবা ছোয়ারা ছোরা ছোল ছোলঙ্গ ছোলদারি ছোলন ছোলা ছোলানো ছোহারা ছৌ ছ্যাঁ ছ্যাঁক ছ্যাঁকছেঁকিয়ে ছ্যাঁকছেঁকে ছ্যাঁকছ্যাঁকানি ছ্যাঁকা ছ্যাঁচড় ছ্যাঁচড়া ছ্যাঁচড়ানো জওশম ছ্যাঁচড়ামো ছ্যাঁচা ছ্যাঁচানি ছ্যাঁচানো ছ্যাঁৎ ছ্যাঁদা ছ্যাকড়া ছ্যাকড়াগাড়ি ছ্যাতলা ছ্যাবলা ছ্যাবলামি ছ্যাবলামো ছ্যুত জই জইফ জইর জউ জওজ জওজে জওয়ান জওয়াব জওয়ার জওহর জং জংলা জংলি জংশন জক জকি জখম জখমি জগ জগচ্চক্ষু জগজগ জগজন জগজ্জন জগজ্জননী জগজ্জয় জগজ্জয়িনী জগজ্জয়ী জগঝম্ফ জগৎ জগৎকর্তা জগৎকর্ত্রী জগৎজয় জগৎজয়িনী জগৎজয়ী জগৎপতি জগৎপালক জগৎপিতা জগৎপ্রাণ জগৎবাসী জগৎবেড় জগৎসংসার জগৎসভা জগৎস্রষ্টা জগতায়ু জগতি জগতী জগত্তারিণী জগদ্গুরু জগদ্গৌরী জগদগৌরী জগদ্বন্ধু জগদ্বরেণ্য জগদ্বল জগদ্বহ জনবল জগদ্বাসী জগদ্বিখ্যাত জগদ্বিধাতা জগদ্ব্যাপী জগদম্বা জগদাত্মা জগদানন্দ জগদিন্দ্র জগদীশ জগদীশ্বর জগদীশ্বরী জগদ্দল জগদ্দীপ জগদ্ধাত্রী জগদ্ধিতায় জগদ্বিধাতা জগদ্ব্যাপী জগন্নাথ জগন্নিবাস জগন্নু জগন্মণ্ডল জগন্ময় জগন্ময়ী জগন্মাতা জগন্মান্য জগন্মোহন জগপতি জগবন্ধু জগবিন্দু জগমণ্ডল জগমোহন জগরণী জগরী জগাখিচুড়ি জগাতি জঘন জঘন্য জঙ্গ জঙ্গডিঙা জঙ্গম জঙ্গল জঙ্গি জঙ্গিবাদ জঙ্গিবিমান জঙ্গিলাট জঙ্গুলে জঙ্ঘা জজ জজকোর্ট জজগিরি জজপণ্ডিত জজবা জজমৌলবি জজাতে জজানো জজাবার জজালে জজিয়তি জজিরা জজিরাতুল জঞ্জাল জঞ্জির জঞ্জুরি জট জটলা জটা জটাজাল জটাজূট জটাজূটধারী জটাটঙ্ক জটাধর জটাধরা জটাধারি জটাধারিণী জটামাংসী জটায়ু জটিল জটিলতা জটিলা জটী জটুল জটে জটেবুড়ি জঠর জঠরজ্বালা জঠরবাস জঠরস্থ জঠরাগ্নি জঠরানল জঠরাময় জড় জড়ক্রিয়া জড়চেতনা জড়চৈতন্যবাদ জড়জগৎ জড়তা জড়ত্বজয়ী জড়ধী জড়পদার্থ জড়পিণ্ড জড়পুত্তলী জড়প্রকৃতি জড়বফ্ত জড়বাদ জড়বাদিতা জড়বাদী জড়বিজ্ঞান জড়বুদ্ধি জড়ভরত জড়সড় জড়াজড়ি জড়াতে জড়ানো জড়াবার জড়ালে জড়ি জড়িত জড়িবুটি জড়িমা জড়িয়ে জড়ীকৃত জড়ীভূত জড়ুর জড়ুল জড়ো জড়োপাসক জড়োয়া জতু জতুক জতুগৃহ জতুরস জদ্দজেহাদ জন জনক জনক-জননী জনকতা জনকভবন জনকল্যাণ জনকল্যাণকর জনক্ষয় জনগণ জনগণতন্ত্র জনগণতন্ত্রী জনগণতান্ত্রিক জনগণনা জনগণেশ জনগোষ্ঠী জনচক্ষু জনজীবন জনজৌলুস জনতন্ত্র জনতা জনতোষ জনদেব জনধা জনন জননকোষ জননরস জননায়ক জননাশৌচ জননিরাপত্তা জননী জননীয় জননেতা জননেত্রী জননেন্দ্রিয় জনপদ জনপদবধূ জনপ্রতি জনপ্রতিনিধি জনপ্রবাদ জনপ্রাণী জনপ্রাণীহীন জনপ্রিয় জনপ্রিয়তা জনপ্রীতি জনবল্লভ জনবসতি জনবহুল জনবাহিনী জনবিরল জনভূয়িষ্ঠ জনম জনমজুর জনমণ্ডলী জনমত জনমদুঃখি জনমদুঃখিনী জনমদুখি জনমদুখিনি জনমন জনমর্দ জনমাধ্যম জনমানব জনমানবশূন্য জনমানবহীন জনসমক্ষে জনমানবিক জনমেজয় জনযুদ্ধ জনয়িতা জনয়িত্রী জনরঞ্জন জনরব জনলোক জনশক্তি জনশিক্ষা জনশূন্য জনশ্রুত জনশ্রুতি জনসংকুল জনসংখ্যা জনসংগঠন জনসংঘ জনসংভরণ জনসংযোগ জনসচেতনতা জনসভা জনু জনসমষ্টি জনসমাকুল জনসমাগম জনসমাজ জনসমাদর জনসমাবেশ জনসমুদ্র জনসম্পদ জনসম্মুখ জনসাধারণ জনসেবক জনস্থান জনস্বার্থ জনস্বাস্থ্য জনস্রোত জনহানি জনহিত জনহিতকর জনহীন জনাকীর্ণ জনাচার জনাতিগ জনাদর জনাধিক্য জনান্ত জনান্তিক জনান্তিকে জনাপবাদ জনাব জনাবা জনাবার জনার জনারণ্য জনারি জনার্দন জনালয় জনাশ্রয় জনি জনিক জনিকা জনিত জনিতা জনিত্র জনী জনীন জনেক জনৈক জনৈকা জনোচিত জন্ডিস জন্তু জন্তুজানোয়ার জন্ম জন্মইস্তক জন্মকাহিনি জন্মকুণ্ডলী জন্মকোষ্ঠী জন্মগত জন্মগ্রহণ জন্মঘটিত জন্ম-জন্মান্তর জন্মজয়ন্তী জন্মজীবন জন্মতিথি জন্মদ জন্মদা জবজবে জন্মদাতা জন্মদাত্রী জন্মদিন জন্মদুঃখিনী জন্মদুঃখী জন্মদুখি জন্মদুখিনি জন্মনক্ষত্র জন্মনিবন্ধন জন্মনিয়ন্ত্রণ জন্মপত্র জন্মপত্রিকা জন্মবান জন্মবার্ষিকী জন্মবিচ্ছিন্ন জন্মভূমি জন্ম-মৃত্যু জন্মরহস্য জন্মলাভ জন্মশাসন জন্মসূত্র জন্মস্থান জন্মহার জন্মাতে জন্মাধিকার জন্মানো জন্মান্তর জন্মান্তরবাদ জন্মান্তরীণ জন্মান্ধ জন্মাবচ্ছিন্ন জন্মাবচ্ছেদ জন্মাবধি জন্মাবার জন্মায়তী জন্মালে জন্মাষ্টমী জন্মিত জন্মিতা জন্মিয়ে জন্মে জন্মোৎসব জন্য জন্য-জনক-সম্বন্ধ জন্যু জন্যে জপ জপতপ জপতপহীন জপতে জপবার জপমালা জপলে জপা জপাতে জপানো জপাবার জপালে জপিত জপিয়ে জপে জপ্য জবজব জবড়জং জবর জবরজং জবরদখল জবরদখলি জবরদস্ত জবরদস্তি জবা জবাই জবাকুসুম জবান জবানদার জবানবন্দি জবানবন্দিনবিশ জবানি জবাব জবাবদাতা জবাবদিহি জবাবি জবুথবু জবেহ জব্দ জব্বার জমক জমকালো জমজম জমজমকুপ জমজমা জমজমাট জমতে জমদগ্নি জমবার জমরুদ জমরুদি জমলে জমহুরিয়াত জমা জমাখরচ জমাট জমাট-বাঁধা জমাতে জমাদার জমাদারনি জমাদারি জমানত জমানা জমানো জমাবন্দি জমাবার জমায়েত জমালে জমি জমিজমা জমিজায়গা জমিজিরাত জমিজিরেত জমিদার জমিদারনী জমিদারি জমিন জমিয়ে জমে জম্পতি জম্পেশ জম্বাল জম্বির জম্বিরাম্ল জম্বু জম্বুক জম্বুদ্বীপ জম্বুরা জম্ভন জম্ভারি জয় জয়কেতু জয়জয়কার জয়জয়ন্তী জয়ডঙ্কা জয়ঢাক জয়তু জয়তুন জয়ত্রী জয়দ জয়দর্প জয়দাতা জয়দাত্রী জয়দুর্গা জয়দেব জয়দ্রথ জয়ধ্বজ জয়ধ্বজা জয়ধ্বনি জয়নাদ জয়ন্ত জয়ন্তিকা জয়ন্তী জয়পতাকা জয়পত্র জয়-পরাজয় জয়পাল জয়ভেরি জয়মালা জয়মাল্য জয়যুক্ত জয়লক্ষ্মী জয়লাভ জয়লেখ জয়শঙ্খ জয়শীল জয়শ্রী জয়সাধ্য জয়স্তম্ভ জয়স্তু জয়া জয়িতা জয়িত্রি জয়িনী জয়ী জয়েচ্ছা জয়েচ্ছু জয়েন জয়েন্ট জয়োচ্ছাস জয়োৎসব জয়োল্লাস জয়োল্লাসিত জরজর জরৎ জরৎকারু জরতারি জরতী জরথুস্ট্র জরথুস্ত জরদ জরদ্গব জরদা জরদোজ জরদোজি জরসেবা জরসেবামূলক জরা জরাগ্রস্ত জরাগ্রস্তা জরাজীর্ণ জরায়ু জরায়ুজ জরারহিত জরাসন্ধ জরাহীন জরি জরিদার জরিপ জরিপাড় জরিমানা জরু জরুর জরুরত জরুরি জরুরিয়ত জরূথ জরে-নেগার জর্জর জর্জরিত জর্জরিতা জর্জরীভূত জর্জেট জর্ডন জর্দা জল জলঅচল জলকণা জলকন্যা জলকর জলকরঙ্ক জলকল্লোল জলকষ্ট জলকাচা জলকুক্কুট জলকুন্তল জলকুর্ম জলকেলি জলক্রীড়া জলখাবার জলগর্ভ জলগৃহ জলঘড়ি জলঘাস জলঙ্গি জলচর জলচল জলচিত্র জলচৌকি জলচ্ছত্র জলছত্র জলছবি জলছাদ জলজ জলজঙ্গল জলজাত জলজান জলজিয়ন্ত জলজ্যান্ত জলঝড় জলটুঙ্গি জলঢাকা জলতরঙ্গ জলতৃণ জলতৃষ্ণা জলতেষ্টা জলদ জলদগম্ভীর জলদমন্দ্র জলদস্যু জলদাগম জলদি জলদুর্গ জলদেবতা জলদোদয় জলদোষ জলধর জলধরপটল জলধারা জলনালি জলনালিকা জলনালী জলনাশ্ম জলনিকাশ জলসা জলনিকাশি জলনিধি জলনিরোধক জলনীলিকা জলনীলী জলপট্টি জল-পড়া জলপথ জলপরি জলপাই জলপাত্র জলপান জলপানি জলপিপাসা জলপিপি জলপূর্ণ জলপ্রণালি জলপ্রপা জলপ্রপাত জলপ্রবাহ জলপ্লাবন জলপ্লাবিত জলবৎ জলবন্দি জলবন্ধ জলবসন্ত জলবাতাস জলবায়স জলবায়ু জলবাহক জলবিছুটি জলবিজান জলবিজ্ঞান জলবিদ্যুৎ জলবিভাজিকা জলবিম্ব জলবিয়োজন জলবিষুব জলবিহার জলবুদ্বুদ জলবেষ্টিত জলভরতি জলভাত জলভ্রমণ জলভ্রমি জলমগ্ন জলমজ্জন জলময় জলমার্জার জলমুক জলযাত্রা জলযান জলযুদ্ধ জলযূক জলযোগ জল-রং জলরোধী জলশক্তি জলশঙ্খ জলশুক্তি জলশুদ্ধি জলশূন্য জলশৌচ জলসত্র জলসম জলসাঘর জলসিক্ত জলসিঞ্চন জলসিঞ্চিত জলসেক জলসেচ জলসেচন জলস্তম্ভ জলস্তর জলস্রোত জলহস্তী জলহাওয়া জলহাস জলহীন জলা জলাঙ্গি জলাচরণীয় জলাজমি জলাঞ্জলি জলাতঙ্ক জলাত্যয় জলাধার জলাধি জলাধিপ জলাধিপতি জলাবদ্ধ জলাবদ্ধতা জলাবর্ত জলাভাব জলাভূমি জলারণ্য জলার্থিণী জলার্থী জলার্দ্র জলাশয় জলি জলীয় জলীয়বাষ্প জলুস জলেশ জলেশয় জলেশ্বর জলোচ্ছ্বাস জলোত্থিত জলোদ্ভব জলৌকা জল্প জল্পক জল্পন জল্পনা জল্পনাকল্পনা জল্পিত জল্লাদ জশন জশম জসদ জসম জহমত জহর জহর-কোট জহরকোট জহরত জহরব্রত জহরি জহিন জহুদ জহুরা জহুরি জহ্নু জা জাইগোট জাইলেম জাউ জাওলা জাং জাঁক জাঁকজমক জাঁকড় জাঁকা জাঁকানো জাঁকার জাঁকাল জাঁকালে জাঁকালো জাঁকিয়ে জাঁতা জাঁতি জাঁতিকল জাঁদরেল জাকাত জাগ জাগতিক জাগতে জাগন্ত জাগবার জাগর জাগরক্লান্ত জাগরণ জাগরমন্ত্র জাগরিত জাগরী জাগরূক জাগর্তি জাগলিং জাগলে জাগা জাগাতে জাগানিয়া জাগানো জাগাবার জাগালে জাগিয়ে জাগুয়ার জাগৃতি জাগ্রত জাগ্রৎ জাগ্রতাবস্থা জাগ্রদবস্থা জাগ্রদ্দশা জাঙিয়া জাঙ্গল জাঙ্গাল জাঙ্গুল জাঙ্গুলিক জাজ জাজমেন্ট জাজিম জাজিয়ে জাজ্বল্যমান জাঠ জাঠা জাঠেদার জাড্য জাড় জাত জাতক জাতকর্ম জাতকৃত্য জাতকোপ জাতক্রিয়া জাতক্রোধ জাতজন্ম জাতপত্র জাতপাত জাতপুত্র জাতপ্রত্যয় জাতবসন্ত জাতবিম্ব জাতবিস্ময় জাতবেজাত জাতবেদস জাতবেদা জাতবৈষ্ণব জাতবোষ্টম জাতব্যবসায় জাতব্যাবসা জাতভাই জাতশত্রু জাতশ্রম জাতসাপ জাতস্পৃহ জাতাপত্যা জাতাভি জাতাশৌচ জাতি জাতিক জাতিকতা জাতিকুল জাতিকোষ জাতিগত জাতিচ্যুত জাতিচ্যুতা জাতিতত্ত্ব জাতিত্ব জাতিদাঙ্গা জাতিধর্ম জাতিধর্মনির্বিশেষে জাতিনষ্ট জারক জাতিনাশ জাতিপাত জাতিপুষ্প জাতিবর্ণ জাতিবর্ণনির্বিশেষে জাতিবাচক জাতিবাচিকা জাতিবিদ্বেষ জাতিবৈর জাতিবৈষম্য জাতিবোধক জাতিব্যবসায় জাতিভেদ জাতিভ্রংশ জাতিভ্রষ্ট জাতিভ্রষ্টা জাতিশত্রু জাতিসংকর জায়েজ জাতিসংঘ জাতিসত্তা জাতিস্মর জাতীয় জাতীয়করণ জাতীয়তা জাতীয়তাবাদ জাতুধান জাতেষ্টি জাত্য জাত্যংশ জাত্যন্ধ জাত্যভিমান জাদ জাদা জাদি জাদু জাদুকর জাদুকরি জাদুগর জাদুগিরি জায়গা জাদুঘর জাদুবল জাদুবিদ্যা জান জানকার জানকী জানকীনাথ জানত জানতে জানপদ জানপ্রাণ জানবার জানমাল জানলা জানলে জানসি জানা জানাচেনা জানাজা জানাজানি জানাতে জানান জানানা জানানো জানাবার জানালা জানালে জানাশোনা জানি জানিত জানিয়ে জানু জানুগতি জানুয়ারি জানুশিরাসন জানোয়ার জান্তব জান্তা জান্তে জান্নাত জান্নাতবাসিনী জান্নাতবাসী জার জান্নাতি জান্নাতুল জাপক জাপটা জাপটাজাপটি জাপটাতে জাপটানো জাপটালে জাপটিয়ে জাপটে জাপন জাপানি জাপ্য জাফরান জাফরানি জাফরি জাব জাবড়া জাবড়ানো জাবনা জাবর জাবাল জাবালি জাবুর জাবেদা জাভা জাভাস্ক্রিপ্ট জাম জামড়া জামদগ্ন্য জামদানি জামবাটি জামরুদ জামরুল জামশেদপুর জামা জামাই জামাইআদর জামাইবাবু জামাইষষ্ঠী জামাকাপড় জামাত জামাতা জায় জামাদা-অল-আওয়ল জামাদা-উস-সানি জামানত জামাল জামি জামিউল জামিওয়ার জামিন জামিনদার জামিননামা জামিনযোগ্য জামিনি জামিয়ার জামির জামেয় জাম্প জাম্পার জাম্ববান জাম্বীর জাম্বুরা জায়গাজমি জায়গাভেদ জায়গির জায়গিরদার জায়গিরদারি জায়গিরনামা জায়তি জায়দা জায়দাদ জায়নামাজ জায়ফল জায়বদলি জায়বেজায় জায়মান জায়সি জায়া জায়াজীবী জায়ানুজীব জায়াপতি জায়ুজব্যাধি জারকোনিয়াম জারজ জারজাত জারজার জারণ জারনেনিয়াম জারা জারাতে জারানো জারালে জারি জারিগান জারিজুরি জারিত জারিয়ে জারুল জার্কিন জার্নাল জার্নালিজম জার্নালিস্ট জার্নি জার্মান জার্মানি জার্সি জাল জালক জালকারী জালকীট জালজীবী জালজোচ্চুরি জালতি জালপদ জালসাজ জালা জালায়ন জালি জালিক জালিবোট জালিম জালিয়াত জালিয়াতি জাল্ম জাসু জাস্টিস জাস্তি জাহজি জাহাঁপনা জাহাঁবাজ জাহাঁবাজি জাহাঙ্গীরনগর জাহাজ জাহাজঘাটা জাহাজডুবি জাহাজি জাহান জাহানদার জাহান্নম জাহান্নাম জাহান্নামি জাহিদ জাহির জাহিল জাহিলি জিঙ্গিনি জাহিলিয়া জাহেলিয়া জাহেলিয়াত জাহ্নবী জি জিইয়ে জিউ জিওগ্রাফি জিংক জিকির জিগমিষা জিগমিষু জিগর জিগা জিগির জিগীষা জিগীষু জিগেস জিঘৎসা জিঘৎসু জিঘৃক্ষা জিঘৃক্ষু জিজিয়া জিজীবিষা জিজীবিষু জিজ্ঞাসক জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসার্হ জিজ্ঞাসিত জিজ্ঞাসু জিজ্ঞাস্য জিজ্ঞেস জিঞ্চু জিঞ্জির জিত জিৎ জিতক্রোধ জিততে জিতবার জিতলে জিতা জিতাত্মা জিতানো জিতামিত্র জিতারি জিতাষ্টমী জিতাহব জিতিয়ে জিতে জিতেন্দ্র জিতেন্দ্রিয় জিত্ত্বর জিত্য জিদ জিদালো জিদ্দি জিদ্দিবাজ জিন জিনস জিনসেং জিনিয়া জিনিস জিনিসপত্র জিন্দা জিন্দান জিম্মা জিন্দানখানা জিন্দাপির জিন্দাবাদ জিন্দিগি জিপ জিপসি জিপিআরএস জিব জিবছোলা জিবরাইল জিবুতি জিবেগজা জিব্রলটার জিভ জিমখানা জিমনাস্টিক জিমনাস্টিকস জিমনিসিয়াম জিমনেসিয়াম জিমন্যাস্টিক জিম্মাদার জিম্মাদারি জিম্মি জিম্মে জিম্মেদার জিয়ন জিয়নকাঠি জিয়নো জিয়ন্ত জিয়ল জিয়ানো জিয়াপুতি জিয়াফত জিয়াভরলি জিয়ারত জিয়ারি জিয়োতে জিয়োনো জিয়োলজি জিয়োলে জিরগা জিরজির জিরজিরে জিরা জিরাত জিরাতি জিরান জিরানো জিরাফ জিরিয়ে জিরে জিরেতি জিরো জিরোতে জিরোনো জিরোলে জিলকদ জিলকাদা জিলকি জিলজিলে জিলদ জিলদগর জিলহজ্ জিলা জিলাদার জিলাপি জিসম জিহাদ জিহীর্ষা জিহীর্ষু জিহ্বা জিহ্বামূলীয় জিহ্ম জিহ্মগ জীব জীবক জীবকোষ জীবজগৎ জীবজন্তু জীবজন্ম জীবজাত জীবৎ জীবৎকাল জীবতত্ত্ব জীবতারা জীবদ জীবদ্দশা জীবধর্ম জীবন জীবনক জীবনকথা জীবনকাল জীবনচরিত জীবনচর্চা জীবনজিজ্ঞাসা জীবনদর্শন জীবনদাতা জীবনদান জীবনদায়ক জীবনধারা জীবননাশক জীবনপণ জীবনপ্রবাহ জীবনবল্লভ জীবনবিমা জো জীবনবৃত্তান্ত জীবনবোধ জীবনভর জীবন-মরণ জীবনমান জীবনযাত্রা জীবনযাপন জীবনলীলা জীবনশিল্পী জীবনসংগ্রাম জীবনসঙ্গিনী জীবনসঙ্গী জীবনস্মৃতি জীবনাধিক জীবনান্ত জীবনান্তক জীবনাবধি জীবনাবসান জেদ জীবনালেখ্য জীবনাশঙ্কা জীবনী জীবনীকার জীবনীয় জীবনীশক্তি জীবনীসাহিত্য জীবনেতিবৃত্ত জীবনোচ্ছ্বাস জীবনোৎসর্গ জীবনোপায় জীবন্ত জীবন্তিকা জীবন্তী জীবন্মুক্ত জীবন্মুক্তি জীবন্মৃত জীবন্যাস জীববিজ্ঞান জীববিদ্যা জীববীজ জীববৈচিত্র জীবমণ্ডল জীবলোক জীবসত্তা জীবহত্যা জীবহিংসা জীবাণু জীবাণুবিদ জীবাণুমুক্ত জীবাত্মা জীবান্তক জীবাশ্ম জীবিকা জীবিকার্জন জীবিত জীবিতকাল জীবিতা জীবিতাবস্থা জীবিতেশ জীবিতেশ্বর জীবিনী জীবী জীবোর্ণা জীমূত জীমূতনাদ জীমূতবাহন জীমূতমন্দ্র জীমূতাষ্টমী জীমূতেন্দ্র জীরক জীর্ণ জীর্ণজ্বর জীর্ণদশা জীর্ণদেহ জীর্ণন জীর্ণপাতা জীর্ণবসন জীর্ণসংস্কুার জীর্ণা জীর্ণাবস্থা জীর্ণি জীর্ণোদ্ধার জু জুঁই জুঁইফুল জুগিয়ে জুগুপ্সা জুগুপ্সাক জুগুপ্সিত জুজ জুজু জুজুৎসু জুজুবুড়ি জুঝা জুট জুটতে জুটবার জুটলে জুটি জুটিয়ে জুটে জুটোতে জুটোনো জুটোলে জুডাইজ্ম জুডো জুড়তে জুড়ন জুড়বার জুড়লে জুড়ানো জুড়ালে জুড়ি জুড়িগাড়ি জুড়িদার জুড়িয়ে জুড়ে জুত জুতসই জুতা জুতানে জুতিয়ে জুতো জূট জুতোতে জুতোনো জুতোপেটা জুতোবার জুতোলে জুদা জুন জুনিপোকা জুনিয়র জুনিয়ার জুন্তা জুবড়োনো জুবলি জুবিলি জুম জুমচাষ জুমলা জুমা জুম্মা জুম্মাবার জুয়া জুয়াচার জুয়াচুরি জুয়াড়ি জুয়ারি জুয়েলার জুয়েলারি জুয়ো জুরি জুরিসডিকশন জুল জুলজি জুলজুল জুলপি জুলফি জুলফিকার জুলমাত জুলাই জুলি জুলুম জুলুমবাজ জুলুমবাজি জুলুস জুস জৃম্ভক জৃম্ভণ জৃম্ভমাণ জৃম্ভিত জেওর জেঁকে জেঁকো জেগে জেট জেটপ্লেন জেটি জেঠতুতো জেঠশাশুড়ি জেঠশ্বশুর জেঠি জেঠিমা জেঠী জেতবার জেতব্য জেতা জেতানো জেতাবার জেতালে জেদাজেদি জেদি জেন জেনন জেনানা জেনারালাইজেশন জেনারেটর জেনারেটিভ জেনারেল জেনারেশন জেনে জেনেটিক জেনেটিকস জেনেরিক জেনেশুনে জেনোটাইপ জেন্ডার জেন্দ জেপলিন জেব জেবউন্নিসা জেবলি জেব্রা জেয় জেয়র জেয়াদা জেয়াফত জেয়ারত জের জেরবার জেরা জেরিক্যান জেরুসালেম জেল জেলকদ জেলখানা জেলহজ্জ জেলহাজত জেলা জেলাওয়ারি জেলাপরিষদ জেলার জেলাশহর জৈমিনীয় জেলাশাসক জেলাস জেলাসি জেলি জেলিফিশ জেলে জেলেডিঙি জেলেনি জেল্লা জেল্লাদার জেসমিন জেসুইট জেহাদ জেহাদি জেহেন জৈত্র জৈত্রী জৈন জৈব জৈবখাদ্য জৈবতা জৈবনিক জৈমিনি জোঁক জোঁদা জোঁয়ান জোক জোকস জোকা জোকার জোখ জোগাড় জোগাতে জোগান জোগানদাতা জোগানদার জোগানদারি জোগানো জোগায় জোগালে জোচ্চুরি জোচ্চোর জোছনা জোট জোটনিরপেক্ষ জোটবদ্ধ জোটা জোটানো জোটাবার জোড় জোড়কলম জোড়সংখ্যা জোড়হস্ত জোড়হাত জোড়হাতে জোড়হীন জোড়া জোড়াতালি জোড়াতে জোড়ানো জোড়ালে জোত জোতজমি জোতদার যশ জোতদারি জোতা জোত্র জোনাক জোনাকি জোনোসাইড জোব্বা জোয়ান জোয়ার জোয়ারভাটা জোয়ারি জোয়াল জোর জোরকদমে জোরকপাল জোরগলায় জোরজবর জোরজবরদস্তি জোরজার জোরজুলুম জোরতলব জোরদার জোরবরাত জোরবার জোরসে জোরাজুরি জোরালো জোরে জোরেশোরে জোলা জোলাপ জোলায়খা জোলেখা জোলো জোশ জোহর জোহার জৌনপুর জৌনপুরি জৌলুস জ্বালক জ্ঞননিধি জ্ঞনপূর্বক জ্ঞপনী জ্ঞাত জ্ঞাতকরণ জ্ঞাতব্য জ্ঞাতসার জ্ঞাতসারে জ্ঞাতা জ্ঞাতি জ্ঞাতিকুটুম জ্ঞাতিগুষ্টি জ্ঞাতিগোত্র জ্ঞাতিত্ব জ্ঞাতিভাই জ্ঞাত্রী জ্ঞান জ্ঞানকৃত জ্ঞানকোষ জ্ঞানগম্য জ্ঞানগম্যি জ্ঞানগরিমা জ্ঞানগর্ভ জ্ঞানগোচর জ্ঞানগৌরব জ্ঞানগ্রাহিতা জ্ঞানচক্ষু জ্ঞানচর্চা জ্ঞানজ জ্ঞানজ্ঞায়িনী জ্ঞানজ্ঞায়ী জ্ঞানতৃষা জ্ঞানদ জ্ঞানদা জ্ঞানদাতা জ্ঞানদাত্রী জ্ঞাননিষ্ঠ জ্ঞানপাপী জ্ঞানপিপাসা জ্ঞানপূর্ণ জ্ঞানবতী জ্ঞানবন্ত জ্বাল জ্ঞানবাদ জ্ঞানবান জ্ঞানবুদ্ধি জ্ঞানবৃদ্ধ জ্ঞানভাণ্ডার জ্ঞানযোগ জ্ঞানলাভ জ্ঞানলিপ্সা জ্ঞানলিপ্সু জ্ঞানলোপ জ্ঞানশালিনী জ্ঞানশালী জ্ঞানশূন্য জ্ঞানসঞ্চার জ্ঞানসাধক জ্ঞানসাধিকা জ্ঞানাকর জ্ঞানাঙ্কুর জ্ঞানাঞ্জন জ্ঞানাতীত জ্বর জ্ঞানানন্দ জ্ঞানান্বেষণ জ্ঞানাভাব জ্ঞানাভ্যাস জ্ঞানার্জন জ্ঞানার্থি জ্ঞানার্থিতা জ্ঞানার্থিনী জ্ঞানালংকার জ্ঞানী জ্ঞানেন্দ্রিয় জ্ঞানোদয় জ্ঞানোদ্ভুত জ্ঞাপক জ্ঞাপন জ্ঞাপনপত্র জ্ঞাপনযোগ্য জ্ঞাপয়িতা জ্ঞাপয়িত্রী জ্ঞাপিত জ্ঞেয় জ্বরগ্রস্ত জ্বরজারি জ্বরজ্বালা জ্বরঠুটো জ্বরাক্রান্ত জ্বরাতিসার জ্বরিত জ্বরী জ্বলজ্বলে জ্বলৎ জ্বলতে জ্বলদগ্নি জ্বলদ্বর্তি জ্বলন জ্বলনাশ্ম জ্বলন্ত জ্বলবার জ্বললে জ্বলা জ্বলিত জ্বলুনি জ্বলে জ্বাল-দেওয়া জ্বালন জ্বালবার জ্বালা জ্বালাতন জ্বালাতে জ্বালানি জ্বালানিচালিত জ্বালানিয়া জ্বালানে জ্বালানো জ্বালাপোড়া জ্বালাবার জ্বালামুখ জ্বালামুখী জ্বালালে জ্বালিত জ্বালিনী জ্বালিয়ে ঝিম জ্বালী জ্বেলে জ্বোরো জ্যা জ্যাক জ্যাকপট জ্যাকবিন জ্যাকেট জ্যাজ জ্যাঠতুতো জ্যাঠা জ্যাঠাইমা জ্যাঠামশাই জ্যাঠামি জ্যাঠামো জ্যাধ্বনি জ্যান্ত জ্যাবজেবে জ্যাবজ্যাব জ্যাবড়া জ্যাভলিন ঝমক জ্যাম জ্যামিতি জ্যায়ান জ্যালজেলে জ্যালজ্যাল জ্যেতির্লোক জ্যেষ্ঠ জ্যেষ্ঠতাত জ্যেষ্ঠবর্ণ জ্যেষ্ঠা জ্যেষ্ঠাশ্রম জ্যেষ্ঠী জ্যৈষ্ঠ্য জ্যোৎøা জ্যোতি জ্যোতিঃপথ জ্যোতিঃপুঞ্জ জ্যোতিঃপূর্ণ জ্যোতিঃশাস্ত্র ঝগড়া জ্যোতিরাত্মা জ্যোতিরিঙ্গণ জ্যোতিরিন্দ্র জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানী জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যা জ্যোতির্মণ্ডল জ্যোতির্ময় জ্যোতির্ময়ী জ্যোতিশূন্য জ্যোতিশ্চক্র জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র জ্যোতিষী জ্যোতিষ্ক জ্যোতিষ্কালোক জ্যোতিষ্মতী জ্যোতিষ্মত্তা জ্যোতিষ্মান জ্যোতিহীন জ্যোতীরথ ঝংকার ঝংকৃত ঝংকৃতি ঝকঝক ঝকঝকানি ঝকঝকি ঝকঝকে ঝকড়া ঝকমক ঝকমকানি ঝকমকিয়ে ঝকমকে ঝকমারি ঝক্কি ঝক্কিঝামেলা ঝগড়াঝাঁটি ঝগড়াটে ঝগড়ু ঝগড়ুটে ঝঞ্ঝা ঝঞ্ঝাট ঝঞ্ঝাবর্ত ঝঞ্ঝামারুত ঝঞ্ঝামেঘ ঝঞ্ঝাহত ঝট ঝটক ঝটকা ঝটকানি ঝটপট ঝটপটানি ঝটপটিয়ে ঝটাপট ঝটাপটি ঝটিকা ঝটিকাবর্ত ঝটিকাসফর ঝটিকাহত ঝটিতি ঝড় ঝড়কা ঝড়জল ঝড়ঝাপটা ঝড়তিপড়তি ঝড়বাদল ঝড়বৃষ্টি ঝড়াঝড় ঝড়াৎ ঝড়ানো ঝড়াবার ঝড়ি ঝনকাঠ ঝনঝন ঝনঝনানি ঝনঝনিয়ে ঝনঝনে ঝনৎকার ঝনন ঝপাং ঝপাঝপ ঝপাৎ ঝপাস ঝমঝম ঝমঝমানি ঝমঝমিয়ে ঝমঝমে ঝমাঝম ঝমাৎ ঝম্প ঝম্পক ঝম্পন ঝরকা ঝরঝর ঝরঝরানি ঝরঝরে ঝরতে ঝরন ঝরনা ঝরবার ঝরলে ঝরা ঝরাতে ঝরাধান ঝরানো ঝরাবার ঝরালে ঝরিত ঝরিয়ে ঝরে ঝরোকা ঝরোঝরো ঝর্ঝর ঝলক ঝলকা ঝলকাতে ঝলকানি ঝলকানো ঝলকাবার ঝলকালে ঝলকিত ঝলকিয়ে ঝলকে ঝলঝল ঝলঝলে ঝলমল ঝলমলানি ঝলমলিয়ে ঝলমলে ঝলসাতে ঝলসানি ঝলসানো ঝলসাবার ঝলসালে ঝলসিয়ে ঝলসে ঝলা ঝল্ক ঝল্লক ঝল্লরী ঝশ ঝাউ ঝাঁ ঝাঁই ঝাঁক ঝাঁকড়া ঝাঁকড়ানো ঝাঁকা ঝাঁকাতে ঝাঁকানি ঝাঁকানো ঝাঁকাবার ঝাঁকামুটে ঝাঁকালে ঝাঁকি ঝাঁকিয়ে ঝাঁকুনি ঝাঁজ ঝাঁজর ঝাঁজরি ঝাঁজালো ঝাঁজি ঝাঁঝর ঝাঁট ঝাঁটা ঝাঁটাতে ঝাঁটানো ঝাঁটাপেটা ঝাঁটাবার ঝাঁটালে ঝাঁটি ঝাঁটিয়ে ঝাঁপ ঝাঁপতাল ঝাঁপা ঝাঁপাতে ঝাঁপান ঝাঁপানি ঝাঁপানো ঝাঁপাবার ঝাঁপালে ঝাঁপি ঝাঁপিয়ে ঝাড় ঝাড়খণ্ড ঝাড়খণ্ডী ঝাড়তে ঝাড়ন ঝাড়পোঁছ ঝাড়ফুঁক ঝাড়বাছ ঝাড়বাতি ঝাড়বার ঝাড়লন্ঠন ঝাড়লে ঝাড়া ঝাড়াই ঝাড়াইবাছাই ঝাড়াতে ঝাড়াবাছা ঝাড়ালে ঝাড়ু ঝাড়ুদার ঝাড়ুদারনি ঝাড়ুবরদার ঝাড়েবংশে ঝানু ঝান্ডা ঝাপট ঝাপটা ঝাপটানি ঝাপসা ঝাম ঝামক ঝামটা ঝামর ঝামরাতে ঝামরানো ঝামরালে ঝামরে ঝামা ঝামেলা ঝামেলাবাজ ঝামেলাহীন ঝারা ঝাল ঝালবার ঝালর ঝালা ঝালাই ঝালাতে ঝালানো ঝালাপালা ঝালাবার ঝালালে ঝালিয়ে ঝি ঝিউড়ি ঝিঁঝি ঝিঁঝিট ঝিক ঝিকঝিক ঝিনুক ঝিকঝিকানি ঝিকঝিকিয়ে ঝিকঝিকে ঝিকমিক ঝিকমিকানি ঝিকমিকিয়ে ঝিকিমিকি ঝিকুর ঝিঙুর ঝিঙে ঝিঞ্ঝী ঝিঞ্ঝোটি ঝিনঝিন ঝিনঝিনানি ঝিনঝিনিয়ে ঝিনঝিনে ঝিনি ঝিনিকিঝিনি ঝিনিঝিনি ঝিনিনি ঝিমকি ঝিমানো ঝিমিকি ঝিমিয়ে ঝিমুনি ঝিমোনো ঝিয়ারি ঝিরঝির ঝিরঝিরানি ঝিরঝিরিয়ে ঝিরঝিরে ঝিরিঝিরি ঝিল ঝিলম ঝিলমিল ঝিলমিলে ঝিলিক ঝিলিমিলি ঝিল্টিকা ঝিল্টী ঝিল্ল যমজ ঝিল্লি ঝিল্লিকা ঝুঁকতে ঝুঁকলে ঝুঁকা ঝুঁকি ঝুঁকিপূর্ণ ঝুঁকে ঝুঁটি ঝুকবার ঝুট ঝুটঝামেলা ঝুটমুট ঝুটা ঝুটো ঝুড়ি ঝুনঝুন ঝুনঝুনানি ঝুনা ঝুনুঝুনু ঝুনো ঝুপ ঝুপঝাপ ঝুপঝুপানি ঝুপঝুপিয়ে ঝুপড়ি ঝুপুঝুপু ঝুম ঝুমকা ঝুমকো ঝুমঝুম ঝুমঝুমি ঝুমঝুমিয়ে ঝুমরা ঝুমাঝুম ঝুমুর ঝুরঝুর ঝুরঝুরে ঝুরি ঝুরিভাজা ঝুল ঝুলঝাড়া ঝুলতে ঝুলন ঝুলনযাত্রা ঝুলনা ঝুলন্ত ঝুলবার ঝুলবারান্দা ঝুললে ঝুলা ঝুলি ঝুলিয়ে ঝুলে ঝুলোঝুলি ঝুলোনো ঝেঁটিয়ে ঝেড়ে ঝেলে ঝোঁক ঝোঁকা ঝোঁকানো ঝোঁটন ঝোড়ো ঝোপ ঝোপজঙ্গল ঝোপঝাড় ঝোপড়া ঝোরা ঝোল ঝোলা ঝোলাগুড় ঝোলাঝুলি ঝোলাতে ঝোলানো ঝোলাবার ঝোলালে


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।