পোর্টার...

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: বুধ, ০৪/০৬/২০০৮ - ৭:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমে সাপ্তাহিক, পরে দৈনিক ও বার্তা সংস্থায় স্ট্রাগল ইন সায়েন্স। একেবারে বিরামহীন দেড় দশকের ধাক্কা--জীবন সংগ্রাম+রিপোর্টার হওয়ার আপ্রাণ চেষ্টা+

খর রোদ, তুমুল বৃষ্টি, ঝড়-তুফান, জমি দখল, লেক দখল, নদী ও নারী দখল, হরতাল-অবরোধ, গণহত্যা, শরণার্থী, আদিবাসী, এভিয়েশন, অপরাধ জগত -- ইত্যাদি তথ্য-সংবাদ শিকার করতে, করতে, করতে... কখনো শিকারী, কখনো বা শিকার...তবু চলতে থাকা অন্তবিহীন পথ।

প্রথমে নিউজ প্রিন্ট-বল পয়েন্ট, পরে টাইপ রাইটার, আর এখন কম্পিউটার!

এই করে করে দেড় দশেক ঘানি টেনে অনেকটা জীবন ক্ষয় করার পর, মাইনাস টু থেকে সেভেন লেন্সের ভাড়ি চশমা এঁটে জুনিয়ার থেকে সিনিয়র, পরে আরো সিনিয়র হতে হতে ছাদ ফুঁড়ে মাথা বেরিয়ে যাওয়ার উপক্রম।

শেষে ব্লু মনিটর ক্লোন কম্পিউটারের মায়া কাটিয়ে এখন চোখ রাখার একটু-আধটু দুঃসাহস মুভি ক্যামেরায়। স্টার টিভি রিপোর্টারের স্ক্রিপ্ট মকশ করা। নিউজ ট্রিটমেন্ট ঠিক করা। টাটকা তরি-তরকারি, দেশি পেয়াঁজ-মরিচ কুঁচিয়ে অবিশ্বাস্য দ্রুততায় ছলে-বলে-কৌশলে বানিয়ে ফেলা সুস্বাদু সালাদ। ...

কিছু কিছু উভ-আউট অব ভিশন, দুর্জনেরা বলেন, উবু দশ! সঙ্গে ত্রিশ সেকেন্ডের ফুটেজ সট, নইলে গ্রাফিক্স। না হয় উভ-সিংক। আর বেশ কিছু প্যাকেজ (এখানেও দুর্জনেরা আছেন। তারা বলেন, ঠোঙ্গা)। অর্থাৎ নিউজ প্রেজেন্টার, রিপোর্টারের ভয়েজ+ ফুটেজ+সিংক, আবার ভয়েজ+ফুটেজ+সিংক। সব শেষে পে-অফ: (ধরা যাক) মিস অমুক, গোলাপ শাহ মাজার, ঢাকা। পিস টু দি ক্যামেরাও (পিটিসি) হয়।

খুব ব্রেকিং নিউজ হলে ইন -ভিশন, ম্যানিকুইন উপস্থাপিকা বিমান বালার মেকি গাম্ভীর্য গলায় ঢেলে বলবেন, এই মাত্র পাওয়া খবরে জানা গেছে, মাতামহের পুত্ররা এক শাহী ফরমানে ঘোষণা করেছেন, ডিসেম্বরে নির্বাচনের অশ্বডিম্ব প্রসবের পরও তারা গদিনশীন হয়েই চলবেন।... শাহী ফরমানে আরও বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎথাকবে।

দম দেয়া ঘড়ির চেয়েও পাংচুয়াল জীবন, এক সেকেন্ড এদিক-সেদিক হলে বুলেটিন চলবে না হে, টিভি স্ক্রিন ব্লাঙ্ক। রিপোর্টার থেকে পোর্টার হতে, হতে, হতে-- এক সকালে ক্যামেরা, মাইক্রোফোন, ট্রাইপড নিয়ে নিজেই নেমে পড়া। এক আদিবাসী নেতার সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়া, জীবনের প্রথম টিভি রিপোর্ট, সময় এক মিনিট মাত্র:

এবার ‌'বম' আদিবাসীর নিজস্ব ইতিহাস লিখছেন পাহাড়ি নেতা জুমলিয়ান আমলাই। ...সংবাদের শুরুতে ভয়েজওভার, পাহাড়, অরণ্য, ঝর্ণা ধারায় নয়নাভিরাম ইত্যাদি, সঙ্গে তানভির মোকাম্মেলের প্রামান্যচিত্র ‌'কর্ণফুলীর কান্না'র ভিডিও ফুটেজ...বাঁশীতে ব্যাক গ্রাউন্ড মিউজিকসহ চাকমা গান:

কর্নফুলী দুলি, দুলি
হুদু যেবো ক' না
মুইও যেম ত' সমারে
মরে নে যা না...

প্রথমে বিকাল তিনটায়, পরে সন্ধ্যা সাতটায়, আর রাত ১০ টায়। এক নিউজেই কাফি! অফিস জুড়ে হইচই, বার্তা সম্পদকের পিঠ চাপড়ানী...শাবাশ বিপ্লব, শাবাশ! মোবাইল ফোন বিপ বিপ করতে করতে থেমে যায়। এসএমএস - এর পর এসএমএস।

আর ক্লান্ত শরীর টেনে বাসায় ফিরতেই সে কী খাতির! রেডিও অফিসের অবসরপ্রাপ্ত করনিক কাম আপার ক্লার্ক বৃদ্ধ মা ডেকে বলেন, বাবু, তোর ভয়েজ তো খুব সুন্দর! আমি কিন্তু সাউন্ড-ভয়েজ সবই চিনি, বুঝলি!

হুমম...সবই না হয় বোঝা গেলো। এরপরেও কী আর রিপোর্টার? পোর্টার নয়? কেমনে কী রে ভাই? চোখ টিপি


মন্তব্য

পুতুল এর ছবি

রিপোর্টার? পোর্টার নয়? কেমনে কী রে ভাই?
রিপোর্টার পোর্টাররে ৫ তারা।

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ফারুক ওয়াসিফ এর ছবি

খাতবদলের সঙ্গে সঙ্গে তো দেখি আপনার লেখার ধাঁচও বদলে যাচ্ছে বিপ্লব দা। কাব্যিক, সরস, চকিত উদ্ভাসের জায়গায় আসছে কাটাকাটা, ছেদপ্রধান পাল্পজাতীয় মিশ্রণ এবং অন্তিমে যে কি সেই, সেই গুঁফো লোকটার সিক্ত হাসি।
আজ প্রথম খাদক এবং বিচারক দেখি আমিই।

কেমনে কী রে ভাই?
চোখ টিপি
.....................................................................................
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে। আমাদের মা আজো লতাপাতা খায়।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

রায়হান আবীর এর ছবি

ভালৈ আছেন তাহলে...
---------------------------------

অতিথি লেখক এর ছবি

কেমন আছেন?
কেউ না কেউ তো বইতেই হবে বোঝা। অনেক সময় দেখা যায় কোনো কোনো বোঝা নিজেই কারো কারো কাঁধ পছন্দ কইরা ফালায়। কী আর করা! ক্লান্তি ... ক্ষমা কর প্রভূই সান্ত্বনা। ধন্যবাদ।
-জুলিয়ান সিদ্দিকী
**ব্লগারদের উপর থাইকা রাগ নামছে?

বিপ্লব রহমান এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ।
---
**ব্লগারদের ওপর আমার কখনো রাগ ছিলো? হঠাৎ এমন অবান্তর প্রশ্নের হেতু? @ জুলিয়ান সিদ্দিকী


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

"সচলে এ কী দেখি" পড়ার পর ধারণা হইসিলো তো, তাই ...
-জুলিয়ান সিদ্দিকী

দ্রোহী এর ছবি

ভেবে দেখলাম নষ্ট হয়ে যাইনি এখনো। কেননা প্রিয় মানুষদের সুসংবাদে এখনো আনন্দিত হই। অভিনন্দন বিপ্লব ভাই। অনেক অনেক অভিনন্দন।


কি মাঝি? ডরাইলা?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বিপ্লব ভাই, লেখাটা পড়া শেষ করতেই একটা অদ্ভুত বিষন্নতায় মন ছেয়ে গেল। এক সময় আমিও দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলাম। অনেক কাঠ-খড় পোড়ানোর সেইসব দিন মনে পড়ে গেল। পত্রিকা অফিস থেকে রাত দেড়টা-দুইটায় বাসায় ফিরতাম। বাসার মেইন গেট বন্ধ হয়ে যেত, প্রায়শই পাচিল টপকে ঢুকতে হতো। আহ্! আরো কত কত কি! খুব ভালো লাগলো লেখাটা। একেবারে হৃদয় ছোঁয়া। ভালো থাকবেন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... আপনার লেখার স্টাইল দেখি পাল্টায়ে দিলো আরটিভি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নিঝুম এর ছবি

চলছেই...চ্লবেই...নিরন্তর ।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বার্তা সম্পদকের পিঠ চাপড়ানী...শাবাশ বিপ্লব, শাবাশ!

আপনার বার্তা সম্পাদকরে "বিপ্লব" শব্দের "আসল" মানেটা বুঝাইয়া দিয়েন দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

অনেকদিন পর আবার আপনারে বিপ্লব দেয়ার সুযোগ পাইছি বিপ্লব ভাই।
সময় বাইর কইরা লেখার জন্য (বিপ্লব)
ভালো থাইকেন
মনে রাইখেন !

মুশফিকা মুমু এর ছবি

হাসি অভিনন্দন হাসি
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নুরুজ্জামান মানিক এর ছবি

বিপ্লব রহমান আরটিভিতে জয়েন এর পর শংকিত হয়েছিলাম সচল ব্লগার কে বুঝি হারাতে বসলাম

তাকে জানিয়েছি এস এম এসে , তার পাল্টা উত্তর "উপায় নাই গোলাম হুসেন "

অবশ্য এর মাঝেই আমরা পেয়েছি তার উভ আর আজকের ব্লগ

তার কাছে ঋনী কারন তার প্রথম টিভি রিপোর্ট প্রচার খবর আগাম জানিয়েছিলেন তিনি এই অধমকে এস এম এস করে

যদিও আমি সাংবাদিক না (পেশাগত ) তবুও বিপ্লবের নিচের কথাগুলিই মনে হল আমারই কথা

খর রোদ, তুমুল বৃষ্টি, ঝড়-তুফান, জমি দখল, লেক দখল, নদী ও নারী দখল, হরতাল-অবরোধ, গণহত্যা, শরণার্থী, আদিবাসী, এভিয়েশন, অপরাধ জগত -- ইত্যাদি তথ্য-সংবাদ শিকার করতে, করতে, করতে... কখনো শিকারী, কখনো বা শিকার...তবু চলতে থাকা অন্তবিহীন পথ

প্রথমে নিউজ প্রিন্ট-বল পয়েন্ট, পরে টাইপ রাইটার, আর এখন কম্পিউটার!

এই করে করে দেড় দশেক ঘানি টেনে অনেকটা জীবন ক্ষয়

বি দ্র ঃ ফারুক আর নজরুলের observation সত্য তবে আপত্তি নেই কারন

"জগতে সবই পরিবর্তনশীল একমাত্র পরিবর্তনশীল শব্দটি ছাড়া "

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অতিথি লেখক এর ছবি

কি মিঞা, টিভি মিডিয়ার সব জ্ঞান মনে হইতাছে এক লেখাতেই ঝাইড়া দিলেন?? তয় লেখাটা ভালা হইছে। ভালা না হইয়া যাইবো কই?? দেখতে হইবো না আপনি কার লগে কাজ করেন : )----

-বিধান রিবেরু

বিপ্লব রহমান এর ছবি

সবাইকে আবারো ধন্যাবাদ।
---
সহকর্মি বিধানকে আলাদা করে ধন্যবাদ দিয়ে খাটো করবো? না, থাক! খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।