মেঘা এর ব্লগ

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে-২

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৭/১০/২০১১ - ১০:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি আমায় ডেকে ছিলে ছুটির নিমন্ত্রনে-১

৬।

“তুমি কবিতা শুনেছো কখনো?” জিজ্ঞেস করে রিশান।

“শুনেছি। তবে খুব কম।" বলে মৌ।

“তোমাকে আমার একটা প্রিয় কবিতা শোনাই?” জিজ্ঞেস করে রিশান

“শোনাতে পারো তবে আমি কবিতা বেশী ভালো বুঝি না। গান এমন করে শোনাতে চাইলে বেশী ভালো হতো।" মিটমিট করে হাসতে হাসতে বলে মৌ।


তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে-১

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৫/১০/২০১১ - ৩:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাত ১১টার ট্রেন।

প্ল্যাটফর্মের ঘড়ির দিকে তাকিয়ে অনেকের সাথে সময়টা দেখে নিলো রিশান। আর ১০ মিনিট অপেক্ষা তারপর ট্রেন ছাড়বে। অনেক দিন পর এই যান্ত্রিক শহর থেকে দূরে যাবার অবসর হয়েছে। নিজের জন্য অবসর। মনের জন্য প্রশান্তি। কাজ আর বাসার অবস্থা এতো বেশী মানসিক যন্ত্রনা দিয়েছে যে শান্তি কি জিনিস তাই মনে করতেই কষ্ট হয় এখন। বাসায় গেলে একটু কান পাতলেই শোনা যায় মার সাথে ভাবির মধুর ঝগড়া। আর বাবা মার মধ্যেকার সমস্যাটা তো আছেই।


নিঃশব্দ যাপন

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: শনি, ০৩/০৯/২০১১ - ১২:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"এই সকাল বেলা কোথায় যাও তুমি?" দরজা দিয়ে বের হয়ে যাবার সময় পিছন থেকে জিজ্ঞেস করে রুহান। ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে দরজার দিকে। তন্বি একবার ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে কোন কথা না বলে বের হয়ে যায়। কাল রাতের কথা মনে পরে কেমন যেন লাগতে থাকে রুহানের। "তন্বির চোখটা কি ফোলা ফোলা ছিলো?" কথাটা মাথায় আসার সাথে সাথে বিছানা থেকে নেমে দরজার দিকে যেয়ে খুঁজতে থাকে তন্বিকে। কারো পায়ের শব্দ পাওয়া যাচ্ছে সিঁড়ি দিয়ে উপরে